আরো একবার তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তার আক্রমণাত্মক মনোভাবের কথা কারুর অজানা নেই। অন্যায় দেখলেই তিনি যে চুপ করে থাকতে পারেন না। অন্যায় যেই করুক সে শাসক দলই হোক বা অন্য কেউ তিনি তার প্রতিবাদ করতে কখন পিছু পা হন না। তাই এবারও তাকে তার সেই চেনা মেজাজে পাওয়া গেল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এইContinue reading “আরো একবার তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।”

নীচ দিয়ে হাঁটছিল শিবভক্তরা, তখন হেলিকপ্টার থেকে CM যোগী আদিত্যানাথ এমন কিছু করলেন যে খুশিতে মেতে উঠলো সকলে।

এই সময় হিন্দু ধর্মের দেবতা ভগবান শিবের পবিত্র শ্রাবন মাস চলছে। এই সময় দূর দূরান্তের মানুষজন গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটে ভোলানাথের মাথায় সেই জল ঢালে। শ্রাবন মাসে চলা এই যাত্রাকে কেন্দ্র করে এখন উত্তরপ্রদেশ জমে উঠেছে। বোম ভোলের জয়জয়কার করে সঙ্গীসাথীদের উৎসাহ বাড়িয়ে কাবাড় নিয়ে এগিয়ে চলেছে শিবভক্তরা। আপনাদের জানিয়ে দি, হরিদ্বার থেকে কাবাড়Continue reading “নীচ দিয়ে হাঁটছিল শিবভক্তরা, তখন হেলিকপ্টার থেকে CM যোগী আদিত্যানাথ এমন কিছু করলেন যে খুশিতে মেতে উঠলো সকলে।”

বড়ো ধাক্কা খেল কংগ্রেস! মহাজোট বন্ধনে কংগ্রেসকে সমর্থন করবে না এই দল।

আগেই বলা হয়েছিল যে সব শত্রু যদি একসাথে জোট করে তাহলে কখনই সেই জোটে জোর থাকবে না। কারন তারা এত দিন একে অপরের বিপক্ষে লড়াই করে এসেছে। একে অপরকে সব সময় আঘাত করে এসেছে তাই তারা বাইরে বাইরে যতই বন্ধুসুলভ আচরণ করুক না কেন। ভিতরে যে তাদের মধ্যে একটা হিংসা আছে সেটা একদিন ঠিক ফুটেContinue reading “বড়ো ধাক্কা খেল কংগ্রেস! মহাজোট বন্ধনে কংগ্রেসকে সমর্থন করবে না এই দল।”

পাকিস্থানে ইমরান খানের শপদ গ্রহণ আমন্ত্রণ করা হয়েছিল সুনীল গাভাস্কারকে। তারপর উনি যা জবাব দিলেন…

সম্প্রতি পাকিস্থানে নির্বাচনের ফলাফল সামনে এসেছে যেখনে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ জয় লকে করেছে। ২২ বছর আগে রাজনীতিতে আসা ইমরান খান পাকিস্থানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী ১১ আগস্ট ইমরান খান শপদ গ্রহণ করবেন। আর সেই উপলক্ষে বহু বিখ্যাত খেলোয়াড় ও রাজনীতিবিদদের নিমন্ত্রণ করার পক্রিয়া চলছে। কিছুদিন আগেই একটা খবর উঠে এসেছিলContinue reading “পাকিস্থানে ইমরান খানের শপদ গ্রহণ আমন্ত্রণ করা হয়েছিল সুনীল গাভাস্কারকে। তারপর উনি যা জবাব দিলেন…”

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে এই ১০ টি কেন্দ্রে তৃণমূলকে উপড়ে ফেলে জয়লাভ করতে পারে বিজেপি।

২০১৯ লোকসভা ভোট প্রায় এসেই গেল। দরজার সামনে এসে ঠক ঠক করছে ২০১৯ লোকসভা ভোট। সেই ভোটের কথা মাথায় রেখে সব পার্টি তাদের ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে। সবাই ভোট নিয়ে তাদের পরিকল্পনা স্থির করে কাজ শুরু করে দিয়েছেন। পিছিয়ে নেই বাংলা বিজেপি। বাকি সব দল গুলির মত তারাও তাদের পরিকল্পনা মাফিক কাজ করে চলেছে।বিজেপিContinue reading “লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে এই ১০ টি কেন্দ্রে তৃণমূলকে উপড়ে ফেলে জয়লাভ করতে পারে বিজেপি।”

মোদীর দেখানো পথে হাঁটছে চীন! মোদীর স্বচ্ছ ভারত মিশনের মতোই এবার চীনে শুরু হচ্ছে টয়লেট ক্রান্তি।

দেশে প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই একের এক পর বড়ো পদক্ষেপ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন। GST হোক, নোটবন্দি হোক বা স্বচ্ছভারত অভিযান হোক, সকল পদক্ষেপেই বিশ্বজুড়ে সুনাম কামিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে শুরু করে IMF এর মত বড়ো সংস্থাগুলি স্বীকার করে নিয়েছে যে বর্তমানে ভারতের বৃদ্ধির হার সবথেকে দ্রুত। ২০১৪ এর পর থেকেContinue reading “মোদীর দেখানো পথে হাঁটছে চীন! মোদীর স্বচ্ছ ভারত মিশনের মতোই এবার চীনে শুরু হচ্ছে টয়লেট ক্রান্তি।”

তৃণমূলের উপর বদলা নিতে বিজেপিতে যোগ দেবেন ভারতী ঘোষ?

২০১১ সালে রাজ্যে পালাবদল হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ভরসাযোগ্য পুলিশসুপার ভারতি ঘোষ কে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ও ঝাড়গ্রামের অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তারপর অনেক কিছু ঘটে গেছে যে তৃনমূল সরকার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে এবং জামিন অযোগ্য মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। কিন্তু প্রাক্তন এইContinue reading “তৃণমূলের উপর বদলা নিতে বিজেপিতে যোগ দেবেন ভারতী ঘোষ?”

যা ভয় ছিল তাই হল! জঙ্গিদের সাথে সরাসরি জড়িত রয়েছে রোহিঙ্গা মুসলিমরা।

‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়’- ঠিক এমনটাই হচ্ছে ভারতবর্ষের সুরক্ষা ব্যাবস্থার সাথে। আসলে কংগ্রেস সরকার বহু বছর ধরে রোহিঙ্গাদের শরণার্থী দোহাই দিয়ে ভারতে ঢুকিয়ে দেশের কতবড় সর্বনাশ করেছে তার প্রমান এবার হাতেনাতে মিলছে। জঙ্গি আতঙ্কবাদীদের সাথে যে রোহিঙ্গাদের যোগ আছে তা কেন্দ্র আগেই জানিয়েছিল কিন্তু এবার এটা নিশ্চিত হয়ে গেছে যে রোহিঙ্গা মুসলিমরা জঙ্গিContinue reading “যা ভয় ছিল তাই হল! জঙ্গিদের সাথে সরাসরি জড়িত রয়েছে রোহিঙ্গা মুসলিমরা।”

উপসভাপতি নির্বাচনে NDA এর জয়লাভের পর PM মোদী এমন কিছু বললেন যাতে বিরোধীরাও নিজেদের হাসি আটকাতে পারলেন না।

রাজ্যসভার উপসভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।এই নির্বাচনে NDA এর তরফ থেকে দাঁড়ানো হরিবংশ নারায়ণ সিং জয় লাভ করেছে। যিনি JDU এর রাজ্যসভা সাংসদ এবং একজন পত্রকার ছিলেন। বিরোধী দলের পক্ষ দাঁড়িয়েছিলেন থেকে বি কে হারিপ্রাসাদ যিনি কংগ্রেস থেকে রাজ্যসভা সাংসদ ছিলেন এবং কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব ছিলেন উনাকে এই নির্বাচনে হারের সম্মুখীন হতে হয়। আপনাদের জানিয়ে দি,Continue reading “উপসভাপতি নির্বাচনে NDA এর জয়লাভের পর PM মোদী এমন কিছু বললেন যাতে বিরোধীরাও নিজেদের হাসি আটকাতে পারলেন না।”

বড়ো জয় মোদী সরকারের! রাজ্যসভায় উপসভাপতি নির্বাচনে ২৩০টি সমর্থনের মধ্যে NDA পেলো…

৯ আগস্ট অর্থাৎ আজ রাজ্যসভার উপসভাপতি নির্বাচন ছিল।কংগ্রেসে অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে বি কে হরিপ্রসাদ তার নাম দাখিল করিয়েছিলেন। অন্যদিকে NDA এর তরফে হরিভানশকে প্রার্থী ছিলেন। দুই পার্টির কাছেই সম্পূর্ন ভোট ছিল না যার জন্য দুই পার্টির সমস্যা বেড়েই যাচ্ছিল। এদিকে ৮ আগস্ট আসা এক খবর প্রথম থেকে কংগ্রেসকে গভীর চিন্তার ফেলে দিয়েছিল। খবরContinue reading “বড়ো জয় মোদী সরকারের! রাজ্যসভায় উপসভাপতি নির্বাচনে ২৩০টি সমর্থনের মধ্যে NDA পেলো…”

Design a site like this with WordPress.com
Get started