সারদা কাণ্ডে তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে এবার তিন সেবি কর্তা। অভিযোগ, সুদীপ্ত সেনের কাছ থেকে মাসে ৭০ লক্ষ টাকা করে ঘুষ নিতেন ওই আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সেবি-র চেয়ারম্যানকে চিঠি দিয়েছে সিবিআই। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, সে সময় কলকাতায় সেবি-র অফিসের তিন কর্তার উপরে দায়িত্ব বর্তায় নজরদারির। তাঁরা খোঁজখবরও নিতে শুরু করেন।Continue reading “মাসে ৭০ লক্ষ ঘুষ, এই তিন সেবি কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ে দেখুন..”