জানুয়ারির প্রথম সপ্তাহে এসে কাপছে কলকাতা, বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। বর্তমানে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বীরভূমের শ্রীনিকেতনে,এখানে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী সাত দিন প্রায় একই তাপমাত্রা শ্রীনিকেতনে এমন থাকবে বলে হাওয়া দপ্তর জানিয়েছে,সকালে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে গিয়েছেContinue reading “কাঁপছে রাজ্য জেলায় জেলায় শীতের আমেজ কথায় কত ডিগ্রি দেখুন এক ক্লিকে..”