ফের কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত জেলে চললেন লালু প্রসাদ যাদব,তারপর কি দেখুন..

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল। আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এই মামলায় লালু সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে ৭ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি সাজা ঘোষণার আগে পর্যন্ত তাঁকে রাখা হবে রাঁচির জেলে,এর আগে চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। শনিবার দেওঘর মামলার রায়দানের দিন ধার্য করা হয়। প্রশ্ন ছিল এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ? অবশেষে সেই বহু প্রতীক্ষিত রায় দিল আদালত। এদিকে সিবিআই আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে আরজেডি।

দুরান্ত ৪০ জিবি ফ্রি অফার নিলে এল জিও,কি করে পাবেন দেখুন ভিডিওটি..

ফের দুর্দান্ত অফার নিলে এল জিও। নতুন বছরের উপলক্ষ্যেই এক ধামাকাদার অফার।এখুন সব জিও গাহকরা পাবে ৪০জিবি ডাটা,রিলায়েন্স এর ৪০ বছর উপলক্ষে সব জিও কাস্টমারকে ফ্রীতে ৪০ জিবি ডাটা জিও দেবে এবং তার সাথে শুক্রবার রাত থেকেই গ্রাহকদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’ অফার নিয়ে এল রিলায়েন্স জিও।এছাড়াও রয়েছে ২৯৯টাকার প্ল্যান। তাতে ফ্রি ভয়েজ ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ফোর জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড এসএমএস করার সুযোগও। এই অফারের বৈধতা ২৮ দিন।জিও প্রাইম সদস্যরা ২৮ দিনের জন্য ১৯৯ টাকার রিচার্জে ফ্রি ভয়েজ কল ছাড়াও পাবেন আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে প্রতিদিন ১.২ জিবি হাই স্পিড ফোর জি ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে থাকবে আনলিমিটেড এসএমএস।
কি করে ৪০ জিবি ডাটা পাবেন দেখে নিন এই ভিডিওটিতে

পশুখাদ্য দুর্নীতি মামলায় আজ কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ?

১৯৯১-১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছিল আরজেডি প্রধানের। এর আগেও তিনি একটি পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন। যার জন্য লালুকে খোয়াতে হয়েছিল লোকসভার সদস্য পদও। এমনকি ভোটে দাঁড়াতেও পারেননি তিনি। আবার তিনি একই কাজে অভিযুক্ত হলেন।

কিছুদিন আগে কংগ্রেস শিবিরে সিবিআই-এর বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা, কানিমঝি সহ ১৭ জন বেকসুর খালাস পাওয়া স্বস্তি মিলেছে। একই রকম ভাবে কাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোকের বিরুদ্ধে ওঠা আদর্শ দুর্নীতি মামলা খারিজ করলো বম্বে হাইকোর্ট। আবার স্বস্তি মেলে কংগ্রেস শিবিরে। আজ পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ানো আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের রায় বেরোবে আদালতে। আজই কি লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হবেন?

লাভ জিহাদের পর এবার ল্যান্ড জিহাদ , পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !

লাভ জিহাদ তো শুনেছেন কিন্তু ল্যান্ড জিহাদ অর্থাৎ জমি জিহাদ শুনেছেন কখনও!উত্তর প্রদেশের মিরাটে শহরে এবার মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠলো ল্যান্ড জিহাদএর অভিযোগ।আসলে রবিবার উত্তরপ্রদেশের মিরাটে শহরে মালিওয়াড়া এলাকায় উসমান নামের এক মুসলিম যুবক সঞ্জয় রোস্তগি নামে এক ব্যাক্তির থেকে একটি বাড়ি কেনেন।এরপর উসমান তাঁর পরিবারকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে এলে বাধা দেন ওই এলাকার প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি,কোনো মুসলিম পরিবারকে ওই এলাকায় বাড়ি বিক্রি করা যাবে না।তর্ক বিতর্কের মধ্যে পরিস্তিতি ঘোরালো হয়ে উঠে। ঘটনাস্থলে এসে পৌঁছায় একটি হিন্দুত্ববাদী সংগঠন।ওই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান দীপক শর্মার অভিযোগ মিরাট শহরে ক্রমাগতই হস্তগত করছে মুসলিমরা।এতে হিন্দুদের সংকটের মধ্যে পড়তে হতে পারে।কোনোক্রমেই এমনটা হতে দেওয়া যাবে না।অবশ্য এই বিষয়ে মুসলিম যুবক ওসমানের বক্তব্য , বাড়ি কেনার সাথে ধর্মের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না।বাড়ি ঢুকতে গেলে আমাকে জেহাদি বলে ডাকা হয়।আমি ঝামেলায় জড়াতে চাই না।টাকা পেলেই আমি বাড়ি ছেড়ে দেব।’ওসমান আরও বলেন তার বাবা এক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত,সেই শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বাড়ি পেয়ে তিনি বাড়ি হাতছাড়া করতে চাইছিলেন না,এবং বিক্রেতার কাছেও তিনি টাকা পান।তাই এই বাড়িতে আসতে চেয়েছিলেন।স্থনীয় থানার এক অফিসার বলেন ওসমানের টাকা ফেরত দিয়ে দেবে বিক্রেতা।তাই দুই পক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি।উল্লেখযোগ্য বিষয়, ১৯৮০ সালে দাঙ্গাস্থল এই হিন্দুপ্রধান মালিওয়াড়া অঞ্চল থেকেই।সেখানকার বাসিন্দাদের দাবি এলাকায় মুসলিম জনসংখা বাড়িয়ে তোলার চেষ্টা করছে মুসলিমরা।উত্তরপ্রদেশে লাভজিহাদ করে হিন্দু যুবতী ধর্মান্তরিত করার ঘটনা প্রভাব ফেলেছিল রাজ্যে।যার জন্য জমি জিহাদের দ্বারা অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে।

কংগ্রেস বলতে না দিলেও শচিন মত প্রকাশ করলেন ফেসবুকে , দেখুন ভাইরাল ভিডিও

সাংসদে কথা বলতে দেওয়া হয়নি ভারতরত্ন প্রাপ্ত শচীন টেন্ডুলকরকে।তাই তাই বলে কি নিজের কথা প্রকাশ করবেন শচীন? তাই তিনি ফেসবুকে নিজের বক্তব্য পরিষ্কার করে বললেন।তিনি বলেছেন,’ আমার প্রিয় দেশবাসী, কাল যে কথাগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম আজ সেগুলিই বলার চেষ্টা করছি। ক্রিকেটের ছোট ছোট পথ চলাই আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। জীবনের অনেক স্মৃতি আমি সংগ্রহ করেছি ক্রিকেট থেকেই। আমি সবসময় খেলতে ভালবাসি এবং ক্রিকেট আমার জীবন। আমার বাবা, অধ্যাপক রমেশ তেন্ডুলকর একজন কবি ছিলেন। তিনি লিখতেন। আমার বাবা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন।আমি যা করতে চাই তা করতে আমাকে সাহায্য করেছেন। বাবার থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার হল, খেলাধুলা করার স্বাধীনতা। সে জন্য আমি তাঁর কাছে আজীবন কৃতজ্ঞ। আমাদের দেশে এমন অনেক বিষয় আছে, যেগুলির ওপর আমাদের দৃষ্টি দেওয়া উচিত। অর্থনৈতিক উন্নতি, দারিদ্র, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ইত্যাদি সব বিষয়েই আমাদের নজর দেওয়া উচিত। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি খেলা, স্বাস্থ্য এবং ভারতের সুস্বাস্থ্য নিয়ে কথা বলব।’তিনি এই সম্পর্কে আরো কিছু বলে ভিডিওতে।উনার বক্তব্য ভিডিওতে পরিষ্কার।কংগ্রেসের লোকজন সংসদে উনাকে কথা বলতে বাধা দিলেও নিজের কথা পরিষ্কার করলেন তিনি ভিডিওতে।

ফের সেঞ্চুরি গুজরাটে নিঃশর্ত অসম্ভবকে সম্ভব করলো মোদী ম্যাজিক তারপর..

গুজরাতে বিজেপি ১০০ সংখ্যায় পৌঁছল। মোদী  ম্যাজিক এর পর এখুন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করছে, ধানসভা নির্বাচনে জয়ী হয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি।

 কিন্তু এবার বিজেপির আসন সংখ্যা কমে দুই সংখ্যায় পৌঁছেছে,১৮২ সদস্যের বিধানসভায় ৯৯ আসন পেয়েছে বিজেপি। কিন্তু এবার এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ১০০ বিধায়কের সমর্থন পাচ্ছে তারা। মধ্য গুজরাত থেকে নির্বাচিত নির্দল বিধায়ক রতনসিন রাঠোড় বিজেপিকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন রাঠোড়।গুজরাতে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ৯২। এক্ষেত্রে ১০০ আসন মানে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এবার বিজেপি ৯৯ আসনে জয়ী হয়েছিল।

বিরুস্কাকে প্রধানমন্ত্রী মোদী কি উপহার দিলেন, দেখুন ভিডিওটি

প্রধানমন্ত্রীর রিসেপশনে পৌঁছনোর ভিডিওটি বর্তমানে খুব  ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, উল্লাসে  মোদীকে স্বাগত জানান অন্যান্য অতিথিরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও  দু’জনের হাতে উপহার তুলে দেন তিনি। ভিডিও দেখে মনে হচ্ছে, ফুল উপহার দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে দৃশত্যই আপ্লুত বিরাট-অনুষ্কার। নবদম্পতির পরিজনদের সঙ্গেও কথা বলেন মোদী। ফটোগ্রাফারদের আবদার রেখে বিরাট-অনুষ্কার সঙ্গে ছবিও তোলেন তিনি,প্রধানমন্ত্রী মোদী যাবার ফলে সব অতিথিরা খুব উল্লাস করে, দিল্লির পাঁচতারা হোটেলে বিয়ের দাওয়াত দিয়েছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ব্যস্ততার মধ্যেও সময় বের করে রিসেপশনে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন সেই ভাইরাল ভিডিও

                                               

বাজপেয়ীর জন্মদিনে যোগীর এক ঐতিহাসিক সিধান্ত জানুন..


যোগীর সিধান্ত সবসমই খুব আকর্সন হয় যার ফলে তিটি আবারও এক ঐতিহাসিক সিধান্ত নিলেন যা ভারতবর্ষের ইতিহাসে এটাই বোধহয় প্রথম, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে মুক্তধারায় ফিরতে চলেছে ৯৩ কারাবন্দি। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ৯৩-তম জন্মদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দি ৯৩ জন কারা আবাসিককে জীবনের পথে মুক্ত করতে চলেছে সে রাজ্যের সরকার। যোগী সরকারের তরফে জানানো হয়েছে, যে কারা আবাসিকদের সাজা সম্পূর্ণ হয়েছে অথচ অর্থের অভাবে আদালতের নির্দেশিত ‘জরিমানা’ দিতে তারা ব্যর্থ, তাদের চিহ্নিত করেই স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে দেওয়া হবে। 

তার এই কদম সাধারণ মানুস সমর্থন করছে,এমন ভাবে আগে কোনো মুখ্যমন্ত্রী আগে ভাবিনি কিন্তু যোগী কিছু নতুন করতে জানে তা তিনি এবারও প্রমান করে দিলেন,সেক্ষেত্রে সরকার দেখে নেবে, একটি সাজা শেষ করার পর দোষী সাব্যস্ত কারাবন্দি অন্য কোনও মামলায় দণ্ডিত হয়েছেন কি না। সূত্রের খবর, উত্তরপ্রদেশের প্রশাসন ইতিমধ্যেই ১৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা থেকেই ৯৩ জন বন্দিকে কারামুক্ত করা হবে। উল্লেখ্য, প্রশাসনের তরফে বেশ কয়েকটি সমাজসেবী সংগঠনের সঙ্গেও কথা বলা হয়েছে, যারা এই ৯৩ দোষীর ‘জরিমানা’ চুকিয়ে দেবে।

cource


২০১৪ কিছু গোপন শক্তি প্রধানমন্ত্রী মোদীর যা এখুনও অজানা..

কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও,কিন্তু কি করে তার আসল কারণ আপনি যদি মন দিয়ে দেখেন এই ছবিটি তাহলে বুজতে পারবেন প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতা।কিছু তথ্য এর মধ্যে দিয়ে জানা গেছে যে এই ছবিতে যে সময় এর কথা বলা হয়েছে সেই সময় মোদীর সেই ২০১৪ এর নির্বাচন জেতার ক্ষমতা ও তার ফলে ভারত এক শক্তিশালী প্রধানমন্ত্রী পেয়েছিল যার ফলে জঙ্গি সংগঠন গুলির ও ভয় হয়েছিল। ছবির গল্প একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ২০১৪ সালে ৪৬ জন নার্সকে অপহরণ করে নিয়ে যায় আইএসআইএস জঙ্গি সংগঠন। ছবিতে ইরাকের সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়, এই নার্সদের মধ্যে ২৫ জন ভারতীয় ও ১৫ জন পাকিস্তানি নার্স রয়েছেন।২০১২ সালে ‘ এক থা টাইগার’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ২০১৭ -তে শুরু হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর গল্প। এই ছবির মূল আকর্ষণ অবশ্যই সলমান খান।

রাজ্যসভায় শচীনকে বক্তব্য রাখতে দিলেন না কংগ্রেসের সাংসদরা , ভিডিও দেখলে প্রতিটি ফ্যান রেগে লাল..

ভারতরত্ন প্রাপ্ত শচীন টেন্ডুলকার যিনি নিজের কিছু ব্যাস্ততা বা অন্য কারণের জন্য উপস্থিত ছিলেন না সংসদে। এই নিয়েই প্রশ্ন তুলে সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল বলেছিলেন, সেলিব্রেটিরা যদি অন্য দুনিয়ায় ব্যাস্ত থাকেন ,তাদের যদি রাজনীতির প্রতি আগ্রহ না থাকে তাহলে কেন তাদের সংসদ পদে মনোনীত করা হয়েছে।এই একই অভিযোগ ছিল রেখার বিরুদ্ধে।অবশ্য সমালোচনার হওয়ার দুদিন পরেই হাজির হয়েছিলেন শচীন টেন্ডুলকার।তিনি সংসদে হাজির না হলেও জনগণের জন্য কাজে নিজেকে নিয়োজিত করতে কোনো খামতি রাখেননি।বরাবরই নীরবে কাজ করতে ভালোবাসেন শচীন তেন্ডুলকর।একটা আস্ত গ্রামকে দত্তকও নিয়েছেন তিনি।বৃহস্পতিবার সংসদে কথা বলার কথা ছিল শচীনএর কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে কথা বলা শুরু করা মাত্র হৈচৈ শুরু করে কংগ্রেসএর সংসদরা।স্পিকার অর্থাৎ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বহুবার বলেন শচীনকে কথা বলতে দেওয়ার কিন্তু কোনো পাত্তা না দিয়েই অসন্মান করে হৈহট্টতে মেতে থাকলেন তাঁরা।বেঙ্কাইয়া নাইডু এটাও বলেন যে শচীন এমন একজন ব্যাক্তিত্ব যার মতো কৃতিত্বের অধিকারী বিশ্বে কেউ নেই ,এবং তিনি প্রথমবার সংসদে কথা বলছেন ,এইটুকু সন্মান উনাকে অবশ্যই দেয়া উচিত।কিন্তু কিছুতেই হৈচৈ বন্ধ করেনি কংগ্রেসের সাংসদরা।শেষ পর্যন্ত ভেঙ্কাইয়া নাইডু বিরক্ত হয়ে টেলিকাস্ট থামিয়েবদেন।এই বিষয়ে নেটিজগতে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।যদিও এই বিষয়ে শচীন এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

দেখুন সংসদের ভিডিও-

                                   
Design a site like this with WordPress.com
Get started