দেখুন কিভাবে মাদ্রাসায় ছাত্রীদের পড়ানোর নামে চলছিল যৌন নির্যাতন..

লখনউয়ে একটি মাদ্রাসা থেকে ৫১জন ছাত্রীকে উদ্ধার করল পুলিস,তাদের পড়ানোর নামে যৌন নির্যাতন করতো সেখানকারি শিক্ষক। বেশ কয়েকদিন ধরে তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার শিক্ষককে।শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিস। উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। পুলিসকে তারা জানিয়েছে, মারধর করার পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালাতো অভিযুক্ত শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, লখনউ-এর সাহাদতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ জন ছাত্রী পড়ে। ছাত্রীদের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় মাঝেমধ্যেই তাদের ওপর শারীরিক অত্যাচারের কথা জানাতো তারা।
শিক্ষক হয়ে শিক্ষার মন্দিরে যৌন নির্যাতন,সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের ওপর অত্যাচারের কথা কাগজে লিখে মাদ্রাসা সংলগ্ন বাড়িগুলিতে দিয়ে আসে। এরপরই জানাজানি হয় বিষয়টি। পুলিসে জানানোর পাশাপাশি, রাজ্যের শিশুকল্যাণ দফতরকেও গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার এক সহৃদয় ব্যক্তি।


পাকিস্তানের চটির অভাব পূরণ করলো কিভাবে জানলে আপনিও খুশি হবেন..

জিহাদিদের দেশ পাকিস্তানে কুলভূষণের সাথে দেখা করতে গিয়েছিলেন তার মা এবং স্ত্রী।কিন্তু ২২ মাস পরে দেখা হওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খুব খারাপ ব্যাবহার করে পাকিস্তান।দেখা করাবার আগে নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে কুলভূষণের মা এবং স্ত্রীর চুড়ি,মঙ্গলসূত্র,কপালের টিপ এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত বাজেয়াপ্ত করে পাকিস্তান।
এর পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ভারতের কিছু দেশপ্রেমী মিডিয়া এবং সাধারণ মানুষ।ভারতীয় সংস্কারের এইরকম অপমানের প্রতিবাদ জানাতে দিল্লির বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিংহ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনলাইনের মাধমে চটি পাঠান। তিনি বলেছেন, ‘পাকিস্তান আমাদের চটি চাই,আমি তাই অর্ডার দিয়ে পাকিস্তান হাই কমিশনে পাঠিয়েছি।আসুন আমরা ওদের চটি দি।’জানা গেছে উনার পর আরো ১০০ জন পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে চটি পাঠিয়েছে।পাকিস্তানকে আরো চটি পাঠানোর জন্য প্রচারও করছে অনেকে।

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড।

দেখুন সেই ভাইরাল ভিডিওটি 

                               

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে
বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।’ তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।’

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর যা বললেন তা শুনলে আপনিও চমকাবেন…

বিজেপি ধীরে ধীরে বাড়ছে ঝড়ের গতিতে তার প্রমান আবারও কাল পাওয়া গেল,কাল ১৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির দলীয় সমাবেশে মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন,তবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একদিন আগেই।
তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়, দিদি যে আদর্শ নিয়ে দল তৈরী করেছিলেন, সেই দলকে নোংরা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা। “এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি,তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে সেই নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণ করে তাতে বাধা দেন শিখা। আর এর জন্য তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূল ত্যাগী নেত্রীর। প্রথমিকভাবে পুলিস অভিযুক্তদের গ্রেফতার করলেও দলের বর্তমান নেতৃত্ব তাদের জামিনের ব্যবস্থা করে বলেও অভিযোগ করেন শিখা চ্যাটার্জি।তৃণমূল এর চাপ বাড়ছে রাজ্যে এখন দেখার বিসয় পঞ্চায়েত ভোটে কি হয় বিজেপি কি পারবে টক্কর দিতে।

VIDEO: পাকিস্তান বলেছিল কুলভূষণের স্ত্রীর জুতোতে নাকি চিপ লাগানো ছিল!এরপর সুষমাজি যা বললেন ..

জঙ্গির দেশ পাকিস্তান সোমবার কুলভূষণের সাথে তার মা ও স্ত্রীর দেখা করায়।কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তাদের চিরাচরিত নিচ মানসিকতা পরিচয় দিয়ে সাক্ষাতকালে কুলভূষণ ও তার পরিবারের মধ্যে একটি কাঁচের দেয়াল রেখেছিল।শুধু তাই নয় ২২ মাস পর দেখা করতে পাওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করে পাকিস্তান।পাকিস্তান কুলভূষনের মা এবং স্ত্রীর চুড়ি, মঙ্গলসূত্র, খুলিয়ে তারপর দেখা করতে দেয়।জঙ্গির দেশ অপমান করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ।এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করে এবং কখনো চিপ,কখনো রেকডর ছিল বলে দাবি করে।এমনকি বাড়ি ফেরবার সময় পাকিস্তানী নিচ মিডিয়া কুলভূষণের মা এবং স্ত্রীকে বাজে  ভাবে কটাক্ষ করে।
যদিও এরপরেও কিছু বলিউড অভিনেতা এবং অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং ভারত নাকি অসহিষ্ণু। যদিও তারা এখণ শীত ঘুমে আছে।  সুষমা স্বরাজ এই পুরো বিষয়টি সাংসদে তুলে ধরেন।দেখুন সেই ভিডিও-

চিনের হাত থেকে দেশকে আগলাতে রুখে দাড়াবে উট,কিন্তু কিভাবে পড়ুন এই চাঞ্চল্যকর তথ্যটি..

মরুভূমির জাহাজ হিসেবেই পরিচিতি উট। এবার তাদের দেখা যাবে লাদাখে বরফ ঠান্ডায় অতন্দ্র প্রহরীর ভূমিকায়। সূত্রের খবর, লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা।

এক কুঁজ ও দুই কুঁজ, দু’ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু’ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ভারতে একমাত্র লাদাখের নুব্রা উপত্যকাতেই দুই-কুঁজ উট দেখতে পাওয়া যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই বিকানেরর জাতীয় উট গবেষণা কেন্দ্র থেকে ৪টি এক-কুঁজ লাদাখে নিয়ে এসেছে সেনা। লাদাখে এই পরিকল্পনা সফল হলে ১২ হাজার থেকে ১৫ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এলাকা ও উপত্যকাগুলিতেও ভবিষ্যতে নজরদারি চালাতে উট মোতায়েনের কথা ভাবা হতে পারে।

ধর্ম পরিবর্তনে আপত্তি, হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুন। আরো জানুন..

ভালোবাসার পরিণতি এমন সে আগে জানলে তাকে ভালোবাসতো?এমন ঘটনা কিছুদিন ধরে চলছে অনেক পরিমানে হিন্দু মহিলার এখন খুব চিন্তায়,কিছুদিন আগে ৬ নভেম্বর থেকে খোঁজ মিলছিল না এক তরুণীর পরে তাকে নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পর তরুণীর প্রেমিক আদিলকে গ্রেফতার করে পুলিস। 

ইসলামে ধর্মান্তরিত হতে আপত্তি করায় হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। পরিবারের বিরুদ্ধে গিয়ে গত মাসে মেয়েটিকে নিয়ে বোকারোতে নিজের কাকার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। ঘটনার পরই লভ জিহাদের অভিযোগ ওঠে,আদিল জানিয়েছেন, সেখানে হাজির ছিলেন আদিলের বাবা। বিয়ের আগে মেয়েটিকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। তা মানতে চাননি ওই তরুণী। আদিল স্বীকার করেছেন, প্রেমিকাকে রেলস্টেশনে ছাড়ার নামে এরপর রাজাবেড়ার কাছে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করেন তাঁর বাবা ও কাকা।এত নিচে নেবে গিয়ে মানুস এমন কর্ম করছে না সব ধর্মের চাপ কোনটা আপনার কি মনে হয় লিখে যানান।

ঐতিহাসিক সিধান্ত তিন তালাক নিয়ে এক নতুন আইন,যা বিরোধীদের চিন্তার কারণ।জানুন কি বলছে আইন..

সংসদে পেশ হল ঐতিহাসিক তিন  তালাক বিরোধী বিল।তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগল মোদী সরকার। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।বৃহস্পতিবার সংসদে পাশ হল তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ নামক বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।

গুলি লেগে আহত হওয়ার পরও সাথীদের নির্দেশ দিচ্ছেন এই কম্যান্ডর।দেখুন ভাইরাল ভিডিও..

শনিবার  মেজর মোহরকার প্রফুল্ল অম্বদাস সহ ৪ জন ভারতীয়  বীর সেনা শহীদ হন।পাকিস্তানের হটাৎ কাপুরুষের মতো আক্রমণ করাই নিহত হন বীর সেনারা।তৎপর ভারতীয় সেনা সম্পর্কিত একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে।যেখানে দেখা যায়, এক ভারতীয় বীর সেনা আহত হয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার সহকর্মী জওয়ানদের নির্দেশ দিয়ে যাচ্ছেন।ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয়রা ভেবেছিলেন আহত সেনা মেজর প্রফুল্ল।কিন্তু পরে জানা যায় ভিডিওটি এই বছরের জানুয়ারি মাসে সিআরপিএফ তাদের টুইটার একাউন্ট এ ভিডিওটি শেয়ার করে এবং আহত সেনা হলেন সিআরপিএফ আসিস্টেন্ট কামান্ডার সতবন্ত সিংহ।২০০৯ সালে নকশালদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।আনন্দের বিষয় উনার দেহে গুলি লাগার পরও বেঁচে যান এবং তিনি বর্তমানে সিআরপিএফ থেকে অবসর পাওয়ার পর মুম্বাইয়ের এক ব্যাংকে কাজ করেন।ভিডিওটিতে দেখতে পাবেন সতবন্ত সিং তার সহ কর্মীদের নির্দেশ দিচ্ছেন আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য।দেখুন সেই ভাইরাল ভিডিও-

Design a site like this with WordPress.com
Get started