আরএসএসের (RSS) সভা আটকাতে গিয়ে ফের হোচট খেলো রাজ্য সরকার,দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

কোনও কারণ না থাকা সত্তেও হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) কে যোগ অনুষ্ঠান করার আবেদন বাতিল করে দিয়েছিল রাজ্য পুলিশ। এর প্রতিবাদে সঞ্জয় বসু ও উৎপল সানি নামে আরএসএসের দুই কর্তা হাইকোর্টে মামলা করেন। তাঁদের আইনজীবী সপ্তাংশু বসু ও অরিজিৎ বক্সী সকালে অভিযোগ করেন, একই জায়গায় অন্য দলকে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ।

কিন্তু কিন্তু কেন অনুষ্ঠান করতে দেওয়া হবে না,রাজনৈতিক মহলের কাছে এটা একটি রাজনৈতিক মতভেদ ও হতে পারে,বিচারপতি বসাক অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদারকে নির্দেশ দেন, প্রশাসনের বক্তব্য এ দিনই জানাতে হবে।বেলা ২টোয় মামলাটি ফের ওঠে। অভ্রতোষবাবু আদালতে জানান, আধ ঘণ্টার ব্যবধানে দু’টি অনুষ্ঠান। দুই সভাস্থলের দূরত্ব ২০০ মিটারের বেশি নয়। দু’টি ক্ষেত্রেই মাইকের ব্যবহার হবে। আইনশৃঙ্খলার প্রশ্ন রয়েছে।বিচারপতি জানতে চান, যোগ প্রশিক্ষণে কত লোক হবে? সপ্তাংশুবাবু জানান, হাজার দুয়েক। সরকারি কৌঁসুলি জানান, হাজারখানেক। বিচারপতি বলেন, পুলিশের পক্ষে ওই সংখ্যক লোক সামলানো কঠিন নয়। গত বছর ১৪ জানুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল আরএসএস-প্রধান মোহন ভাগবতের। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। তখনও হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতির অনুমতি নিয়েই নির্ধারিত দিনে ব্রিগেডে সভা করে আরএসএস।

বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ধস নামালেন এক মুসলিম মহিলা..দেখুন ভিডিও।

যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির ততোই তাদের শিকড় মজবুত করছে।তারই প্রমান মিললো আবারও।আসলে কিছুদিন আগেই তিন তালাক নামক নোংরা কুপ্রথার বিরুদ্ধে লড়াই করা এক কন্যা, ইসরাত জাহান বিজেপিতে যোগ দিয়েছেন।ইসরাত জাহান এর পর এবার তিন তালাকের বিরুদ্ধে লড়াই করা,তাঁর আইনজীবী নাজিয়া ইলাহি খান যোগ দিলেন বিজেপিতে।
ইসরাত জাহান বাংলারই কন্যা,উনার স্বামী দুবাই থেকে ফোনের মাধমে তিন তালাক দিয়ে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছিলেন ইসরাতকে।এমনকি তাদের বিবাহিত জীবনে ৩ টি কন্যা জন্ম হওয়ার পরেও ইসরাতকে তার স্বামীর ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।এরপর থেকেই শুরু হয় লড়াই,উনার সঙ্গ দেন আইনজীবি নাজিয়া ইলাহি।তবে নাজিয়া ইলাহি আইনজীবি ছাড়াও একজন সামাজিক কর্মী।সেই সূত্রেই তিনি যুক্ত ছিলেন তৃণমুলের সাথে।এমনকি উনাকে বহুবার তৃণমূলের মঞ্চেও দেখা গিয়েছে।
কিন্তু তৃণমূল বার বার ভোটব্যাংক এর লোভে তিন তালাক নিয়ে আইনের বিরোধিতা করেছে।তাই এবার নাজিয়া ইলাহি যোগ দিলেন বিজেপিতে।বৃহস্পতিবার দিন মুরলীধর স্ট্রিটে ইলাহি খানের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।দেখুন ভিডিও-

কাঁপছে রাজ্য জেলায় জেলায় শীতের আমেজ কথায় কত ডিগ্রি দেখুন এক ক্লিকে..

জানুয়ারির প্রথম সপ্তাহে এসে কাপছে কলকাতা, বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। বর্তমানে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বীরভূমের শ্রীনিকেতনে,এখানে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে।
 আগামী সাত দিন প্রায় একই তাপমাত্রা শ্রীনিকেতনে এমন থাকবে বলে হাওয়া দপ্তর জানিয়েছে,সকালে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে গিয়েছে জেলা সড়কগুলিতে। রাস্তায় মানুষ বেরিয়েছেন কম।কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৭ ডিগ্রি সেলসিয়াস,বাঁকুড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস,বর্ধমানে ৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ৯ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮-৯ ডিগ্রি সেলসিয়াস,বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে,দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমবঙ্গের শিল্পশহর গুলিও ছাড় পাইনি এই অতিরিক্ত শীত থেকে।দূর্গাপুর এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি।রানীগঞ্জ ও আসানসোলে সর্বনিন্ম ছিল ৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
24 ghanta

জঙ্গিস্থান পাকিস্তানকে ভারতের বন্ধু আমেরিকা দিলো বড়সড় ধামাকা…

দীর্ঘদিন থেকেই পাকিস্তানে শিকড় শক্ত করে আসছে হাক্কানি নেটওয়ার্ক, তালিবানি সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সে বিষয়ে পাকিস্তানকে অনেকবার সচেতন করা হলেও জঙ্গিদের উৎপাত রুখতে কোনো ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। এই অভিযোগেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে সব রকমের ‘নিরাপত্তা সহায়তা’ দেওয়া বন্ধ করে দিল।
তথ্য সূত্রে খবর, পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা বাবদ ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে অর্থ সাহায্য সম্পূর্ণ বন্ধ করলো আমেরিকা। টুইট করে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি দমন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “পাকিস্তান সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না।মার্কিন মুলুক সন্ত্রাস দমনে যেভাবে পাকিস্তানকে ক্রমাগত সাহায্য করে চলেছে, সেইভাবে তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না পাকিস্তান।” ফলে যত দিন যাচ্ছে, তত বেশি পাকিস্তান জঙ্গিদের শক্ত ঘাঁটি -তে পরিণত হচ্ছে। সেই কারণেই ট্রাম্প জানিয়েছেন, ইসলামবাদকে নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধ করা হলো। শুধু তাই নয়, আফগানিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংসের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

রমজান মাসের ছুটি বাতিল নিয়ে যোগী সরকারের বড় পদক্ষেপ

কিছুদিন আগে মাদ্রাসা গুলিতে জাতীয় সংগীত গেয়ে সেটার ভিডিও তৈরী করতে নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্তের জন্য খুব প্রশংসিতও হয়েছিলেন।আবার যোগী রাজ্যে নেওয়া হলো নতুন সিদ্ধান্ত।যোগী আদিত্যনাথের প্রশাসন নতুন বছরে ছুটির দিন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো।উত্তরপ্রদেশে সমস্ত স্কুল,বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গুলিতে ৯২ দিনের ছুটি কমিয়ে ৮৬ দিন করা হয়েছে।উত্তরপ্রদেশের স্বীকৃত মাদ্রাসা স্কুল গুলিতে ছুটির দিনের তালিকা প্রকাশ করেছেন মাদ্রাসা বোর্ড রেজিস্টার রাহুল গুপ্ত।

সেখান থেকে জানা গিয়েছে, দীপাবলি,বড়দিন,দশেরা,বুদ্ধপূর্ণিমা,রাখিবন্ধন,মহাবীর জয়ন্তীর মতো দিন গুলিতে ছুটি থাকবে মাদ্রাসাগুলি। এতে কোনো আপত্তি জানাইনি মাদ্রাসাগুলি।কিন্তু রমজান মাসের ৪৬ দিনের ছুটি কেটে সেটা করা হয়েছে ৪২ দিন এবং ১০ দিনের জন্য বাড়তি ছুটি পাওয়া যেত সেই ছুটিও কেটে দেওয়া হয়েছে।এতে রীতিমতো আপত্তি জানিয়েছে কিছুজন।ইসলামিক প্রতিষ্ঠানের সাধারণ-সম্পাদক বলেছেন,১০ দিনের বাড়তি বিবেচনামূলক ছুটি অব্যশই থাকা উচিত এবং রমজান মাসের ছুটিও বাড়ানো উচিত।যদিও সরকার তাদের সিদ্ধান্তে অনড়।সরকার থেকে জানানো হয়েছে সমস্ত বোর্ড,বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গুলিতে এই নিয়ম লাগু হবে।রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন-বিশেষ দিনের গুরুত্ব বোঝানোর জন্য স্কুল ছুটি দেওয়া হয়,ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের সুবিধার স্বার্থে ছুটি দেওয়া হয়না।

৭০ বছরের অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী মোদী তারপর জানুন..

পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা।রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রথম বার যখন শুনলাম পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলারা হজ যাত্রায় যেতে পারেন না ভাবলাম, এটা কী করে হতে পারে?

এই অরাজকতা কেন এখুনও ? খতিয়ে দেখলাম, স্বাধীনতার সত্তর বছর পরেও আমরাই এই নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছি। অনেক ইসলামিক দেশেও এই নিয়ম নেই।’’ এর পরেই মোদীর সংযোজন, ‘‘সাধারণত লটারির মাধ্যমে বাছা হয় যাত্রীদের। সংখ্যালঘু মন্ত্রককে আমি সুনিশ্চিত করতে বলেছি, যে মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া যাওয়ার আবেদন করেছেন, তাঁদের যেন বিশেষ শ্রেণিতে ফেলে হজে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।’’৭০ বছর ধরে চলে আসা নিয়ম তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রুষ সফরসঙ্গী ছাড়া মহিলারা হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।আবারও এক বড় কদম নিল মোদী চিন্তায় এখুন আবার বিরোধীরা।

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে।
তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে।
দেখুন ভিডিওটি 

বিজেপিতে যোগ আইপিএস ভারতী ঘোষ ঘটনাটি কতটা সত্যি জানুন..

ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। তারপর তিনি সুরজিত করপুরকায়স্থের(রাজ্য পুলিশের ডিজি) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এই কাজের মাধ্যমে রাজ্য রাজনীতি ও আমলামহলে শোরগোল ফেলে দেন।

তিনি বিজেপিতে যোগদানের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর পাওয়া গেছে, ভারতী ঘোষ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছার কথা লিখিত আবেদনে জানিয়েছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কেও চিঠির মাধ্যমে বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন।ভারতী ঘোষ ইস্তফাপত্রের সঙ্গে তিন মাসের ছুটির আবেদনও জানিয়েছিলেন। কিন্তু এর কোনোটিই মঞ্জুর করা হয়নি। দুটিই নামঞ্জুর হওয়ার শর্তেও তিনি নতুন পদের কাজে যোগ দেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তলানিতে নেবে গেছে। আর তারই সঙ্গে মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছে।

বেরিয়ে এলো সেই রহস্য , থালাইবা রজনীকান্ত কোন দলে যোগ হচ্ছেন ?

তামিল সুপারস্টার রজনীকান্ত আজ এক বড় সিধান্ত নিতে চলেছে গোপন তথ্য থেকে জানা গেছে তিনি রাজনৈতিক অভিষেকের অবসান ঘটিয়ে এক বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চলেছেন,
চেন্নাইয়ের শ্রী রাঘবন্ধু কল্যাণ মণ্ডপেম এ ঘোষণা করেছিলেন তিনি বলেন যে ৩১ ডিসেম্বর তার সিদ্ধান্তের ঘোষণা দেবেন,আজ সেই দিন আজ তিনি ঘোসনা করতে চলেছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, বিজেপি না কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দল, এখুন পুরোটাই সময় বলবে।গত সপ্তাহে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তমিলুরুভি মিয়াজান বলেছিলেন যে ২৬ ডিসেম্বরে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোন দিন রাজনীতির বিষয়ে অভিনেতা তার পরিকল্পনা প্রকাশ করতে পারে।রিপোর্টগুলি আগেই প্রস্তাব করেছিল যে, তামিল সুপারস্টার ডানপন্থী বা বামপন্থী দলগুলোর সাথে যোগ দিতে অসম্ভব হলেও তার নিজের দল গঠন করতে পারে।

কিন্তু তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন তার কারণ তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে যোগাযোগ করেছেন এবং এক মিটিং ও তিনি করেছিলেন।নতুন বছরের যেকোনও সময়েই রজনীকান্ত তাঁর নয়া রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে গণতন্ত্র এখন খারাপ এবস্থায় দাঁড়িয়ে, অন্য রাজ্যগুলি তামিলনাড়ু নিয়ে মশকরা করছে, তাই তাঁর রাজনৈতিক দল শুধুই ভালো করার কথা ভালো কাজ করার কথা ভাববে। এছাড়াও ৩ বছরের মধ্যে যদি সত্যিই ভালো কাজ না করতে পারে তাঁর দল, তাহলে তিনি ইস্তফা দেবেন রাজনীতি থেকে। ভরা সভায় এমনটাই দাবি করেছেন এই দক্ষিণী নায়ক। 

তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর,কারনটা জানলে আপনিও চমকাবেন..

আবার সেই তিন তালাক। তাও আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য। মহিলার এই দুর্দশাকে কেন্দ্র করে আবার ওঠে লোকসভায় বিতর্ক। এই তরুণী জানিয়েছেন, তিনি এই তিন তালাক মেনে নেবেন না। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো ভাবে হস্তক্ষেপ করেনি। তাদের মতে, এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরে বুধবার ২১ বছরের এক তরুণীকে তার স্বামী তাত্ক্ষণিক তিন তালাক দেন। বাধ্য হয়ে সেই তরুণীকে নিজের বাপের বাড়ি চলে যেতে হয়। তাঁর দোষ কেবল একটাই, তিনি সকালে দেরি করে ওঠেন। তালাক নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর এই ঘটনাটি তুলে ধরেন। এরপর সেই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। তাঁরা পনর্বিবাহে সম্মত হলে হালাল বা ইদ্দাতের মাধ্যমে পনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।
Design a site like this with WordPress.com
Get started