হজ ভর্তুকি বাতিল করলো কেন্দ্র।কিন্তু কেন এই সিদ্ধান্ত জানতে ক্লিক করুন।

কেন্দীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন ২০১৮ থেকে হজ যাত্রীদের জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হবে না ।প্রতি বছর বিপুল পরিমান টাকা খরচ হতো হজ ভর্তুকির জন্য, এবার সেই টাকা কাজে লাগানো হবে মুসলিম মহিলাদের শিক্ষার উন্নয়নের কাজে।কিন্তু বর্তমানে আসাউদ্দিন ওয়েসির দল ও তৃণমূল দল সহ কিছু জন এই হজ বাতিলের বিরোধিতা করেছেন।তাঁদের দাবি এতদিন ধরে চলে আসা হজ বাতিল করা ঠিক নয়।এতে সমস্যায় পড়বেন গরিব ধর্মপ্রাণ মুসলিমরা।আপনাদের জানিয়ে রাখি হজ ভর্তুকি বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করা হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন কয়েকটি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি মোদী সরকারের একটা পলিসি,যেখানে মোদী সরকার প্রথম থেকেই সবার সমান অধিকার নিয়ে কথা বলতেন। মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন সরকার চাই সংখ্যালঘুদের তোষণ না করে উন্নয়ণ করতে ,তাদের যোগ্য মর্যাদা দিতে।যার জন্য ওই টাকা মুসলিম মহিলাদের শিক্ষার জন্য কাজে লাগাতে চাই কেন্দ্র।আপনাদের জানিয়ে দি পাকিস্তান ,বাংলাদেশে হজএর কোনো ভূর্তুকি দেওয়া হয় না।বর্তমানে সুপ্রিম কোর্টের আইন মেনে ভারতেও বন্ধ হলো এই ভূর্তুকি।

মোদী সরকারের হজের সাবসিডি বাতিলে বিরোধিতা তৃণমূলের।হজ ভর্তুকি নিয়ে অন্য বক্তব্য ফিরহাদ হাকিমের।

হজ যাত্রার ভর্তুকি প্রত্যাহার করে সেই টাকা মুসলিম মহিলাদের শিক্ষাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর তৃণমূল সরকার।পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম  বিরোধিতা করে বলেছেন, এই ভর্তুকি বন্ধ করলে বিপদে পড়বেন অনেক গরিব ধর্মপ্রাণ মুসলিম।আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান ও পশ্চিমবঙ্গের লাগোয়া দেশ বাংলদেশও হজের জন্য ভর্তুকি দেওয়া হয় না। শুধু মাত্র ভারতেই চালু ছিল এই নিয়ম।কেন্দ্র সরকার এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বন্ধ করলো সেই ভর্তুকি।আপনাদের জানিয়ে দি, দিন কয়েক মেহরাম বা পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলাদের হজযাত্রা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।সেই সঙ্গে এখন থেকে ৪৫ বছরের বেশি বয়সি মুসলিম মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া দলবদ্ধভাবে হজে যেতে পারবেন।অবশ্য এব্যাপারে সিপিএম সংসদ মোহম্মদ সেলিম কেন্দ্র সরকারকে স্বাগত জানিয়েছেন।এর আগেও মোদী সরকারের আনা তিন তালাক আইনের বিরোধিতা করেছিল তৃণমূল।
Source

দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

ধরতে গেলে রাজ্য সরকারের একটা ঝটকাও হতে পারে,কারণ কিছুদিন আগেই সরকার চন্দননগরকে হেরিটেজ শহর থেকে বাতিল করেছে।তারপর এমন ঘটনা এখন ফরাসীরা চাই চন্দননগরকে সুন্দর করে সাজাতে চন্দননগর এর গৌরবকে আবার ফিরিয়ে আনতে।সালটা ছিল ১৬৭৩ যখন এই চন্দননগরে ফরাসীরা উপনিবেশ স্থাপন করেছিল।
বলতে গেলে আধুনিক চন্দননগরের গোড়াপত্তন হয়েছিল ফরাসীদের হাত ধরেই।সেই সময় চন্দননগর এর উন্নতি ও প্রগতিশীল শহর সারা ভারতে ছিল না,কিন্তু বর্তমানে চন্দননগর এর অবস্তা খুব খারাপ তার কারণে এখন   ফরাসীদের তৈরি কিছু বাড়ির মেরামতি সম্ভব হলেও এখনও বেহাল দশায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রেজিস্ট্রি বিল্ডিং। এই দিন চন্দননগর কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের যে সব ছাত্র-ছাত্রী এই প্রকল্পের জড়িত ছিলেন তাঁদের হাতে সার্টিফিকেট, ছবি তুলে দেন ফরাসী রাষ্ট্রদূত অ্য়ালেকসান্দ্রে জিয়েগলার।

যখন এক মুসলিম জিজ্ঞেস করলো রাম মন্দির কেন চাই তখন যোগীজি দিলেন এমন উত্তর দেখলে তালি বাজাবেন !

সুপ্রিম কোর্ট যখন থেকে রামমন্দিরের উপর রায় দিয়ে বলেছেন, হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় এই বিষয়ের উপর আলোচনা করে সমস্যার সমাধান করুন তখন থেকে সব জায়গাতেই এই বিষয়ের উপর চর্চা শুরু হয়ে গেছে।সবার মনে প্রশ্ন রাম মন্দির তৈরী হবে না হবেনা,হলেও কবে? দুটি সম্প্রদায়ের(হিন্দু ও মুসলিম) লোক এই বিষয়ের উপর তাদের নিজ নিজ মত প্রকাশ করছেন।এই বিষয়ে ধর্মনিরপেক্ষতা ও উদারপন্থীরা দোহাই দিয়ে কিছু মানুষ উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোপ প্রকাশ করছেন,কারণ উনি চাইছেন কোনো বিবাদ ছাড়া শান্তির সাথে রামমন্দির নির্মাণ করতে।আজ আমরা আপনাদের যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেখানে যোগীজি নিজের পক্ষ থেকে রাম মন্দিরের বিষয়ে বলেছেন এবং এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যোগীজি কতটা মন থেকে চান যে অযোধ্যায় রামমন্দির বানানো হোক ।রামমন্দিরের উপর হিন্দুদের আস্থা আছে সেটাও উনি বুজিয়েছেন।একজন মৌলবী যখন যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেন যে উনি কেন রাম মন্দির বানাতে চান? সেই প্রশ্নের উত্তরে যোগীজি যা বললেন তা শুনে মৌলবী হচকচিয়ে যান এবং দর্শকদের থেকে তালি পড়তে শুরু করে।আপনারাও সেই ভিডিওটি দেখুন যেখানে যোগিজি খুব পারদর্শিতার সাথে এবং যুক্তির সাথে উত্তর দিয়েছেন। ভিডিও-

গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদীসরকারের-হজের ভর্তুকি বাতিল! এক উল্লেখযোগ্য খাতে লাগানো হবে সেই টাকা।

নোটবন্দি ও GST এর পর আরো এক বড়ো ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো মোদী সরকার যারা সরাসরি প্রভাব পড়বে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে। যা এত দিন পর্যন্ত কংগ্রেস সরকার করে দেখতে পারেনি,তা করে দেখালো মোদী সরকার।   কেন্দ্র সরকার হজ যাত্রার জন্য দেওয়া সাবসিডি পুরোপুরো বন্ধ করে দেয়ার ঘোষণা করলো।কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আব্বাস নাকিব জানান এবার থেকে হজে যাওয়ার জন্য সংখ্যালঘুদের কোনো সাবসিডি দেওয়া হবে না।এই বছর থেকে হজে যাওয়ার জন্য ভূর্তুকি বন্ধ করে তা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার জন্য খরচ করা হবে।মুক্তার আব্বাস জানিয়েছেন এই বছর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মুসলিম হজে যাবেন সাবসিডি ছাড়াই হজে যাবেন।প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা খরচ হতো হজের ভর্তুকি জন্য সেই টাকা এবার খরচ হবে সংখ্যালঘু মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য।এই পদক্ষেপে খুশি সংখ্যালঘু সম্প্রদায় থেকে সাধারণ মানুষ সবাই
24 ghanta live news
24 ghanta

১২ ঘন্টা নিখোঁজ থাকার পর প্রেসকনফারেন্সে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিশ্ব হিন্দু সংঘটনের নেতা প্রবীণ তেগোরিয়া।

সোমবার থেকে নিখোঁজ ছিলেন বিশ্বহিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।১২ ঘন্টা নিখোজ থাকার পর আমেদাবাদের শাহীবাগ এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন তোগাড়িয়া।উদ্ধার করার  পর উনাকে আমেদাবাদের চন্দ্রমনি হাসপাতলে ভর্তি করা হয়েছিল।আজ মিডিয়া কনফারেন্স এ প্রবীণ তোগাড়িয়া রাজস্থান পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে বলেন,”পুলিশ দুইদশকের এক পুরানো মামলায় আমার পেছনে পড়ে আছে।আমার কাছে খবর ছিল আমাকে এনকাউন্টার করার চেষ্টা চলছে।তাই আত্মগোপন করতে হয়।আমি বরাবরি রামমন্দিরে নির্মাণ,গোহত্যা বন্ধ নিয়ে সরব ছিলাম,তাই ওরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে।”তোগাড়িয়াজ আরও বলেন, আমি এখনো রাম মন্দির নির্মাণের জন্য কাজ চালিয়ে যাবো।আমি কাউকে ভয় পাইনা। আপনাদের জানিয়ে রাখি সোমবার দিন আমেদাবাদে শাহীবাগ এলাকার একটি টোটো থেকেও অচৈতন অবস্থায় গুজরাট পুলিশ উদ্ধার করেন প্রবীণ তেগোরিয়াকে।

পাকিস্তানকে করা জবাব ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের,যা শুনলে আপনিও গর্বিত হবেন..

সেনা দিবসে পাকিস্তানকে করা ভাসায় জবাব দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।সোমবার বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় ৭ জন পাক রেঞ্জার্স খতম হয়। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন বাধ্য করলে আমরা অন্য ব্যবস্থা নেব ফের করা জবাব ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের।তবে অন্য ব্যবস্থা কী সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি সেনাপ্রধান বিপিন রাওয়াত। তবে তাঁর বার্তা পাকিস্তান যদি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ভারতের তরফ থেকে।

নরেন্দ্রমোদী ও বেঞ্জামিন এর গলাগলিতে আপত্তি দেখানোই যা জবাব পেলেন…দেখুন সেই ভিডিও।

আপনারা হয়তো দেখে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশ সফরে যতবার গিয়েছেন ততবার ওই রাষ্ট্রের প্রমুখের সাথে আলিঙ্গন করেছেন।১৪ জানুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী যখন ৬ দিনের সফরে ভারতের আসেন তখনও মোদীজি উনাকে আলিঙ্গন করে ভারতে স্বাগত জানান।যদিও এই গলাগলি করা বা অলিঙ্গনকে মোদী বিরোধীরা রাজনীতির রূপ দিয়েছেন।কংগ্রেস মোদীজির এই বেঞ্জামিনকে আলিঙ্গন করার উপর একটা অপমানজনক ভিডিও তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।বিরোধী দল রাজনীতি করতে গিয়ে ভুলে জান নরেন্দ্র মোদী শুধু বিজেপির নেতাই নন একই সাথে ভারতের প্রধানমন্ত্রী।এই সমস্ত বিষয়ের উপর রোহিত সারদানা  আজ তাক চ্যানেলে একটি শো হোস্টিং করছিলেন।এই শোতে আগত প্রবক্তা অনুরাগ বাহাদুরিয়াকে রোহিত জিজ্ঞাসা করেন,’মোদীজি বেঞ্জামিন এর সাথে গলাগলি করেছেন,এতে খারাপ কি আছে?’উত্তর আসে , ‘খারাপ কিছুই নেই কিন্তু গলাগলি করে আমাদের কি লাভ হলো সেটা তো দেখতে হবে,।’এর পর থেকেই অনুরাগ বাবুকে কড়া ভাষায় জবাব দেন রোহিত।দেখুন সেই ভিডিও-

রাস্তা আটক করে দাঁড়িয়ে থাকায় জুতো পেটা খেলেন তৃণমূল নেতার পুত্র।দেখুন ভিডিও।

হাসপাতাল ঢোকার মুখে ব্যাপক যানজট আর সেই রাস্তাতেই বাইক দাঁড় করিয়ে রংবাজ করছিলেন এক যুবক।টোটোতে করে মরণাপন্ন রোগীকে নিয়ে হাসপাতাল আসছিলেন এক মহিলা।কিন্তু ঘিঞ্জি রাস্তা আর তার মধ্যে ওই যুবক রাস্তা আটকে রাখায় মেজাজ গরম হয় ওই মহিলার।বার বার বলা সত্ত্বেও বাইক সরাইনি ওই যুবক।রাস্তায় বাড়তে থাকে যানজট।শেষ পর্যন্ত ওই রোগীর আত্মীয় মহিলা টোটোতে নেমে লাথি মারেন ওই যুবকের বাইকে। আর তারপর নিজের পায়ের জুতো খুলে পেটায় ওই যুবককে।ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল যাওয়ার পথে।পরে ওই মুমূর্ষ রোগীকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।ওখানে থাকা লোকেদের দাবি,সেখ লাল নামের ওই যুবক রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ খোসগল্প করছিলেন।তাঁকে বাইকে সরিয়ে দাঁড়াতে বললেও শোনে না সে।এইদিকে টোটোয় থাকা রোগীর অবস্থা ছিল খুবই খারাপ।তাই রোগীর আত্মীয় রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে জুতো পেটা করে শেখ লালকে।দেখুন সেই ভিডিও-

ইজরায়েলের সাথে ভারত স্বাক্ষরিত করতে যাচ্ছে এমন কিছু চুক্তি! যা দেখে হতাশ পাকিস্তান ও চিন।

ইজরায়েরেল প্রধানমন্ত্রী ৬ দিনের জন্য ভারত সফরে এসেছেন।এই ৬ দিনে ইজরায়েল এবং ভারতের মধ্যে অনেককিছু বোঝাপড়া এবং বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।জানা গেছে ভারত ইজরায়েল থেকে আন্টি ট্যাংক গাইডেড মিসাইল ক্রয় করার চুক্তি সাক্ষর করবেন।এই ক্রয় ইজরায়েল সরকার এবং ভারত সরকারে মধ্যে সরাসরি হবে।গত বছর মোদীজি যখন ইজরায়েল গিয়েছিলেন তখন ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং উনার মধ্য খুব ভালো বন্ধুত্বপূর্ণ সমপর্ক গড়ে উঠেছিল।বেঞ্জামিন নেতাইয়াহু মোদীজির জন্য একটি বিশেষ উপহার এনেছেন বলে জানাগিয়েছে।জানা গেছে বেঞ্জামিন ইয়াহু মোদীজির জন্য সমুদ্র এর জল পরিষ্কার করার এক বিশেষ গাড়ি উপহার এনেছেন।

ইজরায়েল সফর কালে মোদীজি সমুদ্রতীর এইরকম এক গাড়িতে ঘুরে ছিলেন এবং বেঞ্জামিন সেই গাড়ি দ্বারা পরিষ্কৃত জল মোদীকে দিয়েছিলেন।আপনাদের জানিয়ে রাখি এক আধিকারিক সূত্রে খবর পাওয়া গেছে সরকার বর্তমানে ইজরায়েলের থেকে মিসাইল কেনার চিন্তাভাবনা শুরু করেছে। ভারত ও ইজরায়েলের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো ছিল কিন্তু মোদীজির ইজরায়েল সফর এবং ইজরায়েলর প্রধানমন্ত্রীর ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হলো।জানা গেছে ভারত এর সাথে ইজরায়েলের এত ভালো সম্পর্ক ভালো নজরে দেখছে না চিন এবং পাকিস্তান।চিন এবং পাকিস্থানের মিডিয়া এই বিষয় স্বীকার করেছে।
24 ghanta

Source

Design a site like this with WordPress.com
Get started