PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা, দেখুন কি করে তা পাবেন..

মেধাবী ছাত্রদের স্কলারশিপ নিয়ে এক বড় সিধান্ত নিল কেন্দ্রীয় মন্তক। PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা গবেষণা করার জন্য।  আসল কারণটি হলো মেধাবী ছাত্রদের বিদেশে না গিয়ে ভারতে পরার জন্য এমন কদম ভারত সরকারের। IIT, IISER, NIT এর মতো প্রতিষ্ঠান গুলিতে এমন সুযোগ পাওয়া যাবে।দেশের ছাত্রদের দেশে থাকার জন্য এমন ব্যবস্তা এই প্রতিষ্ঠান গুলোর।যাতে পিএম রিসার্চ ফেলোশিপ ও পিএআরএফ নিয়ে পড়াশোনা করা যায়।

সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলা এখন ১ নাম্বার বলছে এই রিপোট..

বাংলার প্রগতির কথা শুনলে সাধারন সব বাংলার মানুষ  এরই আনন্দ হয়কিন্তু সেই আনন্দ ২০১৭ অনেক কমে যার বাংলার যার কারণ হলো বাংলার দুর্গতি। কি এমন দুর্গতি যার কারণে এমন অবস্তা বাংলার,

কারণটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বাংলার দুর্গতির মূল কারণ সাম্প্রদায়িক দাঙ্গা মোট ৮২২ টি সাম্প্রদায়িক দাঙ্গা যার মধ্যে নিহত হয় ১১১ জন মানুস,আর আহত হয়েছে ২৩৮৪ জন মানুস সাম্প্রদায়িক দাঙ্গার হার বর্তমানে গুজরাটকেও হারিয়ে দিয়েছে বাংলামুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন, কর্মসংস্থানে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা বলছে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী কিন্তু তার পরও এমন সাম্প্রদায়িক দাঙ্গা কি করে হয় তা বাংলার সাধারণ মানুষ জানতে চায়

Anandabazar Patrika

জি নিউজের ইন্টারভিউতে জটিল প্রশ্নের অসাধারণ উত্তর দিলেন মোদীজি।দেখুন ভিডিও।

ভারতের এক বড় নিউজ চ্যানেল প্রধানমন্ত্রী ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ইন্টারভিউ নেন।এই ইন্টারভিউ তে জি নিউজের অন্যতম পরিচালক সুধীরজি নরেন্দ্রমোদির ইন্টারভিউ নেন। এই ইন্টারভিউতে মোদীজিকে বিজেপির ২০১৯ ভোটের জন্য কি প্রস্তুতি,ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি কতটা সফল, আন্তর্জাতিক দুনিয়ায় বর্তমানে ভারতকে কেমন চোখে দেখা হয়, এই সব বিষয়ে প্রশ্ন করা হয়। মোদীজি এই সকল প্রশ্নের খুবই যুক্তিসহ উত্তর দেন নরেন্দ্রমোদীজি।জী নিউজের পরিচালক সুধীর বাবু মোদীজি প্রশ্ন করেন আপনি কি লক্ষ্য নিয়ে দাভোসের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দিতে চলেছে?

এই প্রশ্নের উত্তরে মোদীজি অত্যন্ত যুক্তির সাথে বলেন বর্তমানে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে এবং দেশ একটা ভালো অবস্থায় রয়েছে তাই এই সময় বিশ্বের সামনে ভারতের ক্ষমতাকে তুলে ধরতে হবে।বিরোধিদের অন্যতম অস্ত্র GST নিয়ে প্রশ্ন করা হলে মোদীজি উত্তরে বলেন, মানুষ যদি তার বাড়ি পরিবর্তন করে তাহলে প্রথম প্রথম একটু সমস্যা দেখা যায়।
GST একটা এমন পরিবর্তন যার ফল মানুষ কিছু সময় পর পাবেন এবংআমার বিশ্বাস ফল অনেক বড় পাবেন দেশবাসীরা।’ইস অফ বিজনেস ডুইং’ এ ভারত আজ ১৪২ থেকে ১০০ তে উঠে এসেছে এবং বর্তমানে ভারতে যে পরিমান বিদেশী বিনিয়োগ আসে ২০১৪ সালের আগে তা কখনো আসেনি বলে জানান মোদীজি।
তিনি বলেন বর্তমানে পুরো বিশ্ব ভারতের ক্ষমতা সম্পর্কে অবগত।এক দেশ এক নির্বাচন সম্পর্কেও নিজের মত প্রকাশ করে মোদীজি বলেন, বার বার নির্বাচন মানে অর্থ ও সময় দুইয়ের অপচয়।মোদী সরকারের লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জাননা, বিজেপির একটাই লক্ষ্য উন্নয়ন।মোদীজি বলেন, অনেক স্কুলে মেয়েরা স্কুল যেতে চাইতো না কারণ অনেক স্কুলে মেয়েদের আলাদা টয়লেট ছিল না।আমাদের সরকার বড় লক্ষ্য নিয়ে সেই সমস্ত স্কুলে মেয়েদের জন্য টয়লেট তৈরী করেন।মুদ্রাযোজনার কথা বলতে গিয়ে মোদীজি বলেন দেশের ১০ কোটি মানুষ ব্যবসা করার জন্য লোন নিয়েছেন।
24 ghanta live news

 মোদীজির সেই ইন্টারভিউ ভিডিও-

মুখ পুড়লো পাকিস্তানের!!ফাঁস হলো কুলভূষণ যাদব গ্রেপ্তারের রহস্য।

বেইমান,মিথ্যাবাদী,সন্ত্রাসবাদ এই সব শব্দ এখন পাকিস্তানের সমর্থক শব্দ হয়ে উঠেছে তা সবার জানা। পাকিস্তান যতই আন্তর্জাতিক মহলে নিজেকে ভালো দেখাবার চেষ্টা করলেও সত্য এটাই যে  পাকিস্তান নিজের স্বার্থের জন্য বা ভারতকে দুনিয়ার কাছে ছোট করার জন্য অনেক নিচে যেতে পারে। বর্তমানে পাকিস্থানের জেলে থাকা ভারতীয় নাগরিক কুলভূষণকে নিয়ে এমন তথ্য প্রকাশ পেয়েছে যার মাধমে পাকিস্তানের নোংরা চরিত্র সবার সামনে উঠেএসেছে।

আসলে বালোচিস্তানের এক সামাজিক নেতা মামা কাদরি জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কুলভূষনকে ইরান থেকে অপহরণ করার জন্য মোল্লা উমরকে কয়েক কোটি টাকা প্রদান করেছিল।তিনি আরও জানান যে পাকিস্তান দাবি করছে যে তারা বালোচিস্তান থেকে কুলভূষনকে গ্রেপ্তার করেছে এটা সমূর্ণ মিথ্যা। মামা কাদরি আরও জানিয়েছেন,ইরানের শহর ছাবাহার থেকে  অপহরণ করা হয়েছে যাদবকে।যাদবের চোখ,কান বেঁধে গাড়িতে তুলে বালচিস্তান নিয়ে আসা হয়েছিল এবং পরে সেখান থেকে ইসলামাবাদে নিয়ে আসা হয় যাদবকে। মামা কাদরি জানান যে তাঁর সঙ্গীরা অপহরণ স্বচোখে দেখেছেন। অর্থাৎ একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার মিথ্যাবাদী পাকিস্তান শুধুমাত্র আন্তর্জাতিক মহলে ভারতকে ছোট করার জন্য এত নিচ কাজ করেছে।
24 ghanta live news

Big Breaking – নতুন সার্ভে অনুযায়ী লোকসভা ভোট হলে ইনি জিতবেন , সামনে এল অবাক করা ফলাফল !

আমাদের দেশে সার্ভেগুলিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়।এমনঅবস্থায় দেশে এমন একটা সার্ভে সামনে এসেছে যা সবাইকে অবাক করার মতো। নামি দামি সার্ভে কোম্পানি সি ভোটার্স এই সার্ভে করেছে যেখানে দেখানো হয়েছে যে যদি এখন লোকসভা নির্বাচন করা হয় তাহলে কে জয়ী হবেন।আপনাদের জানিয়ে দি ২০১৪ সালের মে মাসে লোকসভার ফলাফল বেরিয়েছিল যেখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল।সেই সময় দেশে একটাই কথা বলা হচ্ছিল সেটা হলো মোদীঝড়।কিন্তু বর্তমানে কি সেই মোদী ঝড় অব্যাহত আছে না নেই তা পরিষ্কার হয়েগেছে এই সার্ভে থেকে।কেন্দ্র বিজেপি আসার পর দেশে নোটবন্দি,GST এর মতো অনেক বড়ো বড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো মানুষ সমর্থন করেছে এবং বিরোধীরা জোর কদমে বিরোধিতা করেছে।কিন্তু এই সার্ভেতে যা ফলাফল এসেছে তা মোদীসরকারের বিরোধীদের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট।
দেখুন কি বলছে সার্ভে:
সার্ভের প্রথম প্রশ্ন ছিল- প্রধানমন্ত্রী হওয়ার জন সাধারণ মানুষের পছন্দের তালিকায় কে আছেন?
নরেন্দ্র মোদী – ৬৩%
রাহুল গান্ধী – ১৩%
দ্বিতীয় প্রশ্ন:
যদি এখন লোকসভা নির্বাচন হয় তাহলে কে কতগুলো আসন পাবে?
NDA – ৩৩৫
UPA  – ৮৯
OTH – ১১৯
তৃতীয় প্রশ্ন:
যদি এখন লোকসভা নির্বাচন হয় তাহলে কে কতগুলো ভোট পাবে?
NDA – ৪১%
UPA – ২৮%
 এই সার্ভের পর আবারও একবার পরিষ্কার হয়েগেছে যে দেশে এখনো মোদী ঝড় অব্যাহত এবং বিরোধীদের বিরোধীতা সত্ত্বেও মোদীসরকারকে দেশের মানুষ সমর্থন করছেন।

ভারতীয় সেনা এবং সেনাপ্রধানের উপর কংগ্রেস এমন প্ৰশ্ন উঠিয়েছে যা জানলে আপনিও রেগে লাল..

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত পরশুদিন এক বৈঠকে বলেছিলেন, “চিন একটি শক্তিশালী দেশ কিন্তু ভারতও কোনো দুর্বল দেশ নয় আর আমরা চিন পাকিস্তান উভয় দেশের সাথে যুদ্ধ করতে সক্ষম।দেশের চিন্তার কোনো কারণ নেই ভারতীয় সেনা চিনকে সামলে নেবে।” এই বক্তব্যের পর কংগ্রেস সাংবাদিক বৈঠক করে এবং সেনার কার্যদক্ষতা নিয়ে এমন কিছু কথা বলে যা শুনলে আপনারাও রেগে যাবেন।আসলে কংগ্রেস পার্টির একজন মুখ্য প্রবক্তা রণবীর সুরাজবেল যিনি প্রায় রাহুল গান্ধীর কথা প্রেসএর কাছে তুলে ধরেন উনি বলেন, কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী ভারতীয় সেনা ও জেনারেল বিপিন রাওয়াত এর উপর কোনো রকম বিশ্বাস রাখেন না।আপনাদের আরোও জানিয়ে রাখি ভারতীয় সেনা জানিয়েছে ভারতীয় সেনা ডোকালামে চীনের থেকে অনেক বেশি শক্তিশালী কারণ ভারতীয় সেনা চীনের থেকে বেশি উচ্চতায় আছে।যদিও সেনাদের বক্তব্য মানতে নারাজ কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

Video: রামদেব বাবর উপর ট্যাক্স চুরির অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিক!তারপর রামদেব বাবা যা বললেন..

ইন্ডিয়ান নিউজ চ্যানেল আজটাক এ একটা শো দেখানো হয় যার নাম থার্ড ডিগ্রি।এই শো তে আসা অথিতিকে নানান প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সময় ওই জায়গার পরিস্থিতি এমন করা হয় যেন কোনো অপরাধীকে প্রশ্ন করা হচ্ছে। সম্প্রতি এই শোএর অতিথি ছিলেন যোগগুরু বাবা রামদেব।বাবা রামদেবকে প্রশ্ন করার জন্য সেখানে অজতক চ্যানেলের 3 জন পরিচালক প্রসূন বাজপেয়ী,অশোক সিংহল ও অঞ্জনা ওম কাশ্যপ উপস্থিত ছিলেন। শো চলাকালীন প্রসূন বাজপেয়ী বাবা রামদেবকে নানান কৌশলের প্রশ্ন করছিলেন।কিন্তু এই প্রশ্ন করতে করতে এমন পরিস্থিতি তৈরী হয় যে বাবা রামদেব একসময় রেগে যান।আপনাদের জানিয়ে রাখি, প্রসূনজি বাবা রামদেবের ক্রমবর্ধমান ব্যাবসার উপর প্রশ্ন করতে গিয়ে উনার উপর ট্যাক্স চুরির অভিযোগ লাগান।যারপরেই বাবা রামদেব রগে গিয়ে বলেন, “আপনি একজন সাংবাদিক ,সাংবাদিকের মতোই কথা বলুন আমাকে রাজনৈতিক ব্যাক্তিদের মতো আমার উপর দোষারোপ করবেন না। আমি এটা সইবো না।” আসলে প্রসূনজি রামদেব বাবাকে বলেন যে উনি ট্যাক্স বাঁচানোর কারিগরি।উনি ট্যাক্স চুরি করেন।এরপরই বাবা রামদেব রেগে গিয়ে ওই সাংবাদিককে পুরো চুপ করিয়ে দেন।
দেখুন সেই ভিডিও-

কলেজ ছাত্রীকে প্রাণে মারার চেষ্টা করলো তৃণমূল কর্মী দেখুন চাঞ্চল্যকর ভিডিও।

বৃহস্পতিবার দিনভর রিষড়ার বিধান কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনার সিসি,কিন্তু প্রথমে কিছু করার কথা ভাবেনি পুলিশ তার পর মিডিয়ার চাপে পড়ে রিষড়াকাণ্ডে অভিযুক্ত সাহিদ হাসান খানের বিরুদ্ধে নিগৃহীতার এফআইআর আনে পুলিস।

গতকাল অভিযুক্তের বাবা রিষড়া পুরসভার উপ-পুরপ্রধান হওয়ায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন নিগৃহীতা।এত অরাজকতা কেন বর্তমান সরকারকে দলের সদস্য বলে নয় তো এমনটাই সন্ধেও করছে সাধারণ মানুষ। সিসিটিভি ফুটেজটি দেখলে আপনিও চমকে যাবেন, কিভাবে খুন করার চেষ্টা করছিল অভিযুক্ত সাহিদ হাসান খান।দেখুন সেই ভিডিওটি…

এবার কি এলাহাবাদের নামও পরিবর্তন করতে চলেছেন যোগিজি!পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি।

উত্তরপ্রদেশে রামরাজ্যের কাজ খুব ভালোরকমভাবে শুরু হয়েগেছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেন উত্তরপ্রদেশে আবার নিজের আগের সংস্কৃতি ও পরিচিত ফেরত পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি মুসলিম মুঘল আক্রমনকারীরা ভারতের কিছু শহরের প্রাচীন নাম পরিবর্তন করে শহরগুলির পরিচয় মুছে দিয়েছিল।এমনকি আজও দেশে অনেক স্থান রয়েছে যেখানে মুসলিম শাসকদের দেওয়া নাম প্রচলিত। কিন্তু বর্তমানে আবার উত্তরপ্রদেশে যোগী সরকার উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দুস্থানের পুরানো নাম ও পরিচিত ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন।শোনা যায় মুঘল আক্রামক আকবর ভারতের প্রয়াগরাজ এর নাম পরিবর্তন করে এলাহাবাদ রেখেছিলেন।বেদ, রামায়ণ,মহাভারতের মতো মহাকাব্যে বর্তমানের এলাহাবাদকে প্রয়াগ বলার সাক্ষী রয়েছে।প্রত্যেক বছর মাঘ মেলার আয়োজন করা হয়।প্রত্যেক বছরের মতো এবছরেও ওই মেলার আয়োজন করা হয়েছে।কিন্তু এই বছর মেলার জন্য আকর্ষিত সরকারি সাইন বোর্ডে এলাহাবাদের জায়গায় প্রয়াগরাজ রাখা হয়েছে। এই প্রয়াগরাজ নামকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে ।অনেক মনে করছেন যোগিজি হয়তো অন্য জায়গার মতো এলাহাবাদের নামও পরিবর্তন করবেন।
আপনাদের আরোও জানিয়ে রাখি দেশের বহু শহরের নাম এখনো অত্যাচারী মুঘল শাসকদের দেওয়া যা পরিবর্তন করা অবশ্যই দরকার কারণ ওই নামগুলি বর্বরতা এবং  ঘৃণার পরিচয় প্রকাশ করে।
Source

Video : রিপোর্টার UP তে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু CM যোগী দিলেন এমন জবাব যে..

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ অপরাধীদের উদেশ্যে সতর্ক করে বলেছিলেন, “অপরাধ করলে এনকাউন্টার করে দেওয়া হবে।” বর্তমানে সেই সতর্কবার্তার প্রভাবও দেখা যাচ্ছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করেই চলেছেন।সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ৪ মাসেই পুলিশ ৪২০টি অপারেশন করেছে যার মধ্যে মিরাথে ৯৩ টি এনকাউন্টার আগ্রায় ৮৪ টি এনকাউন্টার এবং বিরাজিতে ৬০ টি এনকাউন্টার করা হয়েছে।উত্তরপ্রদেশের পুলিশ ৮৬৮ টি নামকরা অপরাধীকে এবং অনান্য ১১০৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।আপনারা জেনে অবাক হবেন যে উটোরপ্রদেশকে একদিন গুন্ডারাজ বলা হতো সেই উত্তরপ্রদেশে ৮৬ অপরাধী নিজে থেকে কোর্টে এসে আত্মসমর্পণ করেছেন।এই বিষয়ের উপর সাংবাদিক যোগী আদিত্যনাথ এর সাথে প্রশ্নআলাপ করছিলেন।এর উপর যোগী আদিত্যনাথ যা উত্তর দেন তা শুনে দর্শকরা তালি  দিয়ে যোগিজিকে সমর্থন করেন।দেখুন সেই ভিডিও-

Design a site like this with WordPress.com
Get started