সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলা এখন ১ নাম্বার বলছে এই রিপোট..
বাংলার প্রগতির কথা শুনলে সাধারন সব বাংলার মানুষ এরই আনন্দ হয়।কিন্তু সেই আনন্দ ২০১৭ অনেক কমে যার বাংলার যার কারণ হলো বাংলার দুর্গতি। কি এমন দুর্গতি যার কারণে এমন অবস্তা বাংলার,
কারণটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বাংলার দুর্গতির মূল কারণ সাম্প্রদায়িক দাঙ্গা মোট ৮২২ টি সাম্প্রদায়িক দাঙ্গা যার মধ্যে নিহত হয় ১১১ জন মানুস,আর আহত হয়েছে ২৩৮৪ জন মানুস। সাম্প্রদায়িক দাঙ্গার হার বর্তমানে গুজরাটকেও হারিয়ে দিয়েছে বাংলা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন, কর্মসংস্থানে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা বলছে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী কিন্তু তার পরও এমন সাম্প্রদায়িক দাঙ্গা কি করে হয় তা বাংলার সাধারণ মানুষ জানতে চায়।
Anandabazar Patrika
জি নিউজের ইন্টারভিউতে জটিল প্রশ্নের অসাধারণ উত্তর দিলেন মোদীজি।দেখুন ভিডিও।
ভারতের এক বড় নিউজ চ্যানেল প্রধানমন্ত্রী ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ইন্টারভিউ নেন।এই ইন্টারভিউ তে জি নিউজের অন্যতম পরিচালক সুধীরজি নরেন্দ্রমোদির ইন্টারভিউ নেন। এই ইন্টারভিউতে মোদীজিকে বিজেপির ২০১৯ ভোটের জন্য কি প্রস্তুতি,ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি কতটা সফল, আন্তর্জাতিক দুনিয়ায় বর্তমানে ভারতকে কেমন চোখে দেখা হয়, এই সব বিষয়ে প্রশ্ন করা হয়। মোদীজি এই সকল প্রশ্নের খুবই যুক্তিসহ উত্তর দেন নরেন্দ্রমোদীজি।জী নিউজের পরিচালক সুধীর বাবু মোদীজি প্রশ্ন করেন আপনি কি লক্ষ্য নিয়ে দাভোসের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দিতে চলেছে?
24 ghanta live news
মুখ পুড়লো পাকিস্তানের!!ফাঁস হলো কুলভূষণ যাদব গ্রেপ্তারের রহস্য।
বেইমান,মিথ্যাবাদী,সন্ত্রাসবাদ এই সব শব্দ এখন পাকিস্তানের সমর্থক শব্দ হয়ে উঠেছে তা সবার জানা। পাকিস্তান যতই আন্তর্জাতিক মহলে নিজেকে ভালো দেখাবার চেষ্টা করলেও সত্য এটাই যে পাকিস্তান নিজের স্বার্থের জন্য বা ভারতকে দুনিয়ার কাছে ছোট করার জন্য অনেক নিচে যেতে পারে। বর্তমানে পাকিস্থানের জেলে থাকা ভারতীয় নাগরিক কুলভূষণকে নিয়ে এমন তথ্য প্রকাশ পেয়েছে যার মাধমে পাকিস্তানের নোংরা চরিত্র সবার সামনে উঠেএসেছে।
আসলে বালোচিস্তানের এক সামাজিক নেতা মামা কাদরি জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কুলভূষনকে ইরান থেকে অপহরণ করার জন্য মোল্লা উমরকে কয়েক কোটি টাকা প্রদান করেছিল।তিনি আরও জানান যে পাকিস্তান দাবি করছে যে তারা বালোচিস্তান থেকে কুলভূষনকে গ্রেপ্তার করেছে এটা সমূর্ণ মিথ্যা। মামা কাদরি আরও জানিয়েছেন,ইরানের শহর ছাবাহার থেকে অপহরণ করা হয়েছে যাদবকে।যাদবের চোখ,কান বেঁধে গাড়িতে তুলে বালচিস্তান নিয়ে আসা হয়েছিল এবং পরে সেখান থেকে ইসলামাবাদে নিয়ে আসা হয় যাদবকে। মামা কাদরি জানান যে তাঁর সঙ্গীরা অপহরণ স্বচোখে দেখেছেন। অর্থাৎ একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার মিথ্যাবাদী পাকিস্তান শুধুমাত্র আন্তর্জাতিক মহলে ভারতকে ছোট করার জন্য এত নিচ কাজ করেছে।
24 ghanta live news
Big Breaking – নতুন সার্ভে অনুযায়ী লোকসভা ভোট হলে ইনি জিতবেন , সামনে এল অবাক করা ফলাফল !
ভারতীয় সেনা এবং সেনাপ্রধানের উপর কংগ্রেস এমন প্ৰশ্ন উঠিয়েছে যা জানলে আপনিও রেগে লাল..
ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত পরশুদিন এক বৈঠকে বলেছিলেন, “চিন একটি শক্তিশালী দেশ কিন্তু ভারতও কোনো দুর্বল দেশ নয় আর আমরা চিন পাকিস্তান উভয় দেশের সাথে যুদ্ধ করতে সক্ষম।দেশের চিন্তার কোনো কারণ নেই ভারতীয় সেনা চিনকে সামলে নেবে।” এই বক্তব্যের পর কংগ্রেস সাংবাদিক বৈঠক করে এবং সেনার কার্যদক্ষতা নিয়ে এমন কিছু কথা বলে যা শুনলে আপনারাও রেগে যাবেন।আসলে কংগ্রেস পার্টির একজন মুখ্য প্রবক্তা রণবীর সুরাজবেল যিনি প্রায় রাহুল গান্ধীর কথা প্রেসএর কাছে তুলে ধরেন উনি বলেন, কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী ভারতীয় সেনা ও জেনারেল বিপিন রাওয়াত এর উপর কোনো রকম বিশ্বাস রাখেন না।আপনাদের আরোও জানিয়ে রাখি ভারতীয় সেনা জানিয়েছে ভারতীয় সেনা ডোকালামে চীনের থেকে অনেক বেশি শক্তিশালী কারণ ভারতীয় সেনা চীনের থেকে বেশি উচ্চতায় আছে।যদিও সেনাদের বক্তব্য মানতে নারাজ কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।
Video: রামদেব বাবর উপর ট্যাক্স চুরির অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিক!তারপর রামদেব বাবা যা বললেন..
ইন্ডিয়ান নিউজ চ্যানেল আজটাক এ একটা শো দেখানো হয় যার নাম থার্ড ডিগ্রি।এই শো তে আসা অথিতিকে নানান প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সময় ওই জায়গার পরিস্থিতি এমন করা হয় যেন কোনো অপরাধীকে প্রশ্ন করা হচ্ছে। সম্প্রতি এই শোএর অতিথি ছিলেন যোগগুরু বাবা রামদেব।বাবা রামদেবকে প্রশ্ন করার জন্য সেখানে অজতক চ্যানেলের 3 জন পরিচালক প্রসূন বাজপেয়ী,অশোক সিংহল ও অঞ্জনা ওম কাশ্যপ উপস্থিত ছিলেন। শো চলাকালীন প্রসূন বাজপেয়ী বাবা রামদেবকে নানান কৌশলের প্রশ্ন করছিলেন।কিন্তু এই প্রশ্ন করতে করতে এমন পরিস্থিতি তৈরী হয় যে বাবা রামদেব একসময় রেগে যান।আপনাদের জানিয়ে রাখি, প্রসূনজি বাবা রামদেবের ক্রমবর্ধমান ব্যাবসার উপর প্রশ্ন করতে গিয়ে উনার উপর ট্যাক্স চুরির অভিযোগ লাগান।যারপরেই বাবা রামদেব রগে গিয়ে বলেন, “আপনি একজন সাংবাদিক ,সাংবাদিকের মতোই কথা বলুন আমাকে রাজনৈতিক ব্যাক্তিদের মতো আমার উপর দোষারোপ করবেন না। আমি এটা সইবো না।” আসলে প্রসূনজি রামদেব বাবাকে বলেন যে উনি ট্যাক্স বাঁচানোর কারিগরি।উনি ট্যাক্স চুরি করেন।এরপরই বাবা রামদেব রেগে গিয়ে ওই সাংবাদিককে পুরো চুপ করিয়ে দেন।
দেখুন সেই ভিডিও-
কলেজ ছাত্রীকে প্রাণে মারার চেষ্টা করলো তৃণমূল কর্মী দেখুন চাঞ্চল্যকর ভিডিও।
গতকাল অভিযুক্তের বাবা রিষড়া পুরসভার উপ-পুরপ্রধান হওয়ায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন নিগৃহীতা।এত অরাজকতা কেন বর্তমান সরকারকে দলের সদস্য বলে নয় তো এমনটাই সন্ধেও করছে সাধারণ মানুষ। সিসিটিভি ফুটেজটি দেখলে আপনিও চমকে যাবেন, কিভাবে খুন করার চেষ্টা করছিল অভিযুক্ত সাহিদ হাসান খান।দেখুন সেই ভিডিওটি…
এবার কি এলাহাবাদের নামও পরিবর্তন করতে চলেছেন যোগিজি!পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি।
Source
Video : রিপোর্টার UP তে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু CM যোগী দিলেন এমন জবাব যে..
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ অপরাধীদের উদেশ্যে সতর্ক করে বলেছিলেন, “অপরাধ করলে এনকাউন্টার করে দেওয়া হবে।” বর্তমানে সেই সতর্কবার্তার প্রভাবও দেখা যাচ্ছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করেই চলেছেন।সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ৪ মাসেই পুলিশ ৪২০টি অপারেশন করেছে যার মধ্যে মিরাথে ৯৩ টি এনকাউন্টার আগ্রায় ৮৪ টি এনকাউন্টার এবং বিরাজিতে ৬০ টি এনকাউন্টার করা হয়েছে।উত্তরপ্রদেশের পুলিশ ৮৬৮ টি নামকরা অপরাধীকে এবং অনান্য ১১০৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।আপনারা জেনে অবাক হবেন যে উটোরপ্রদেশকে একদিন গুন্ডারাজ বলা হতো সেই উত্তরপ্রদেশে ৮৬ অপরাধী নিজে থেকে কোর্টে এসে আত্মসমর্পণ করেছেন।এই বিষয়ের উপর সাংবাদিক যোগী আদিত্যনাথ এর সাথে প্রশ্নআলাপ করছিলেন।এর উপর যোগী আদিত্যনাথ যা উত্তর দেন তা শুনে দর্শকরা তালি দিয়ে যোগিজিকে সমর্থন করেন।দেখুন সেই ভিডিও-









