শ্রীকৃষ্ণের জায়গায় রাহুল গান্ধী কেন ?? দেখুন পুরো বিষয়টি ও তারপর মতামত দিন..

দেশে ফের কিছু রাজনৈতিক দল এমন কান্ড করে তার পরিভাষা নেই। এবার ঘটনা রাহুল গান্ধীকে নিয়ে,তার সমর্থকেরা এবার তাকে মহাভারতের আসরে বসালেন, রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে হাসছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।সে সময় কার্যত তাঁকে ধমক দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপর রেণুকাকে থামিয়ে নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে বলেন যে রামায়ণের পর এমন হাসি রেণুকার থেকেই ফের শুনতে তিনি আজ। এই ঘটনার পর কংগ্রেস ওই ঘটনার প্রেক্ষিতেই এবার বিতর্কিত পোস্টার দিয়েছেন যুব কংগ্রেস নেতা হাসিম আহমেদ। দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব দেখানো হয়েছে ওই পোস্টারে। সেখানে কৃষ্ণের ভূমিকায় স্বয়ং রাহুল গান্ধীকে দেখানো হয়, কৃষ্ণের জায়গায় রাহুল কেন? তাহলে কি রাহুলকে ভগবানের দরজা দিচ্ছে কংগ্রেস পার্টি।

আবু ধাবিতে প্রথম বিশ্বের সব থেকে বড়ো হিন্দু মন্দির যার শিলান্যাসে প্রধানমন্ত্রী মোদী যা বললেন শুনলে আপনিও..



আবু ধাবি (দুবাই) তে তৈরী হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির,মন্দির বানানো ও সমস্ত কাজের দায়িত্ব পেয়েছে গুজরাট,আজ মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহিতে এখনও পর্যন্ত একটি মাত্র হিন্দু মন্দির রয়েছে। সেটি দুবাইয়ে।নরেন্দ্র  মোদী ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান মোদী। তার পরই সে দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ৫৫ হাজার বর্গ মিটার জমি দেওয়া হয়।আসলে দুবাইতে ৭০% মানুস বর্তমানে ভারতীয়,সেই নজর থেকে দেখতে গেলে একটি বড় হিন্দু মন্দির দরকার ছিল ও তা আজ পূরণ করলেন প্রধানমন্ত্রী মোদী 


জম্মু সেনা ক্যাম্পে জঙ্গি হানায় এক বড় কদম ভারতীয় সেনার জানতে ক্লিক করুন..

ভারতীয় সেনা তাদের বাহাদুর প্রতিভা আবারও দেশ বাসীকে দেখিয়ে দিল,সারা ভারতবাসী যে ভারতীয় সেনা নিয়ে গর্ভ করে তা আবারও সঠিক প্রমান হলো।গতকাল জইশের আফজল গুরু স্কোয়াড এর জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন দুই সেনা।
 তার বদলে খতম করা হয়েছে তিন জঙ্গিও,জম্মুর সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী।এর ফলে অভিযান শেষ করতে অনেক সময় লাগবে বলে গোড়াতেই জানিয়ে দেন সেনা ও পুলিশের কর্তারা। সাবধানতা সত্ত্বেও ইতিমধ্যেই মহিলা ও শিশু-সহ ন’জন আহত হয়েছেন।উদ্ধার হয়েছে বেশ কয়েকটি একে ৪৭ রাইফেল। ৯ ফেব্রুয়ারি আফজল গুরুর ফাঁসির বর্ষপূর্তি ছিল। তাই সতর্কবার্তায় কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি এমনও বলেছিলেন যে জইশ মহম্মদ এর আফজল গুরু স্কোয়াড এই আক্রমণ শানাতে পারে।ঘাঁটির ভিতরে আটকে পড়া সেনা, তাঁদের পরিবারের সদস্য এবং অন্য সাধারণ মানুষকে রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেনা। 

এই প্রথম প্রধানমন্ত্রী মোদীকে রাজকীয় সম্মান প্যালেস্তাইনে,যা ভারতীয়দের গর্বিত করবে..

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্তাইন সফরে গিয়ে রাজকীয় সংবর্ধনা পেলেন নরেন্দ্র মোদী। ভারত ও প্যালেস্তাইনের সম্পর্কে উন্নতির জন্য সেদেশের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস গ্র্যান্ড কলারে সম্মাননা জানালেন ভারতের প্রধানমন্ত্রীকে।

 এত বড় দেশের নেতা তিনি তার তো সাগতম হবে ভালো করে সবাই জানত, কিন্তু তার পর ওপ্যালেস্তাইন যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে তাদের সব থেকে বড় সন্মান জানান তাতে ভারতীয়দের গর্বিত হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বলেন আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত ও তার  সঙ্গে ভারতকেও ধন্যবাদ। ভারত সবসময় প্যালেস্তাইনের শান্তির পক্ষে পাশে দাঁড়িয়েছে। আমরা সবসময় আলোচনার জন্য তৈরি রয়েছি। এক্ষেত্রে ভারতের উপরে সবসময় ভরসা রেখেছি।প্যালেস্তাইন ও এখন ভারতের হাত ধরে চলতে চায় 


দেখুন কিভাবে তেরঙার আলোয় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে রেকর্ড করলো দুবাই..

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সেজে উঠেছে দুবাই, শুক্রবার রাতে দুবাইয়ের প্রসিদ্ধ জায়গাগুলি সেজে উঠল তেরঙা আলোয়। সমস্ত বড় বড় জায়গায় ভারতের পতাকা লাগানো হয়েছে,ভারতের ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশের ব্যবস্থা করা হয়েছে।বিশ্বের উচ্চতম বাড়ি বুর্জ খলিফা ও দুবাই ফ্রেম সেজে উঠেছে ভারতীয় জাতীয় পতাকার রঙে,আজ সন্ধেয় আবু ধাবিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁকে স্বাগত জানাবেন আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়েন।

পঞ্চায়েতের আগেই বিজেপির বড়সড় রদবদল যা শুনলে আপনিও চমকাবেন..


রাজ্যে উপনির্বাচনের সময় থেকেই বিজেপিতে রদবদল নিয়ে নানা জল্পনা চলছে। বর্তমান সরকারকে কড়া জবাব দিতে তৈরী হচ্ছে বিজেপিবিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র মধ্যে গোপন বৈঠক হয়। সেই বৈঠকেই মঞ্জুদেবী বিজেপির টিকিটে নোয়াপাড়া উপনির্বাচনে প্রার্থী হবেন বলে কথা দেন বলে মুকুল-কৈলাশ দাবি করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত একজন সৈনিক এবার তাকে নিয়েই কড়া জবাব দিতে চলেছে বিজেপি বলছে রাজনৈতিক মহলপঞ্চায়েত নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলে শুরু হয়েছে। বিজেপি চায় বাংলায় উন্নতি চরম শিকড়ে নিয়ে যেতে ও তার সাথে ধর্মীও রাজনীতি বন্ধ করতে। এবার দেখার পালা কি হয় পঞ্চায়েত নির্বাচনে


হার্দিক তৃণমূলে যুক্ত হলে বাংলার পতন অনিবার্য বললেন ইনি..

হার্দিক প্যাটেলকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তিনি এবার চান হার্দিক প্যাটেলকে মাঠে নাবাতে।হার্দিক তৃণমূলে যুক্ত হলে বাংলার পতন অনিবার্য বললেন বিজেপি যুক্ত কিছু কর্মী।
 

এখন সাধারন ও বিরোধী বিজেপি রাজনৈতিক দলের একই কথা,তিনি যখন ১০ বছরের শাসনে অনেক ভালো কাজ করেছেন তাহলে তার গুজরাট থেকে ছেলে আনতে হচ্ছে কেন।এমন কথা শুনে চুপ বর্তমান সরকার। ২০১৯ সালে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে আসবেন তিনি। গুজরাত নির্বাচনের সময় থেকেই হার্দিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মমতা।তিনি আজ কলকাতায় ‘দ্য টেলিগ্রাফ’ বিতর্কে অংশ নেবেন হার্দিক।সেই উপলক্ষে শুক্রবার তাঁর কলকাতায় আসা। বাংলায় যেভাবে ধর্মীয় রাজনীতি চলছে তা হার্দিক এলে ফুলেফেপে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

ভারতীয় সেনার কর্মে রাতারাতি কোটিপতি এই গ্রাম, জানতে দেখুন..

অরুণাচলের এক দিকে চিন, অন্য দিকে ভুটান। মধ্যে গুরুত্বপূর্ণ জেলা তাওয়াং। চিন সীমান্তের কাছে তাওয়াংয়ে সেনা ঘাঁটি মজবুত করা সেনাবাহিনী অনেক দিনের পরিকল্পনা তাই এবার তৈরী হলো।

এখানে ১০০ শতাংশ পরিবারই রাতারাতি কোটিপতি,আসল কারণটি হলো ভারতীয় সেনা।বর্তমানে গ্রামের ৩১টি পরিবারের হাতে মোট ৪০ কোটি ৮০ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকার চেক পায়, চেয়ে বেশি জমির টাকা পেয়েছেন ৬ কোটি ৭৩ লক্ষ ২৯ হাজার ৯২৫ টাকা ও তার মধ্যে গ্রামের ২৯টি পরিবার সমান হারে ১ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৮১৩ টাকার চেক পেলেন এবং একটি পরিবার পেয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৮৬ টাকা আর তাই নিয়ে সোসাল মিডিয়ায় বলা হচ্ছে রাতারাতি কোটিপতি গ্রাম।

কথা না শুনলে এবার এনকাউন্টার – হঙ্কার যোগীর, কার জন্য এমন প্রতিক্রিয়া জানতে নিচে ক্লক করুন..

বর্তমান রাজনীতিতে দেশে প্রধানমন্ত্রী মোদীর পর আর কোনো কদ্দাবর নেতা খুজলে সবার আগে এখন নাম উঠবে যোগী আদিত্যনাথ এর,তিনি যা বলেন তাই করেন বলছে সাধারণ মানুষ।
এবার এনকাউন্টার বিতর্ক আসলে ঘটনাটি হলো সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে শান্তিভঙ্গকারীদের ছাড়া হবে না। যারা বন্দুকের ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রশাসনকে বলে দিয়েছি, এ বিষয়ে ভাবার কিছু নেই।যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে অপরাধী দমন অভিযান শুরু করেছে প্রশাসন। দিন কয়েক আগেই ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ১০টি জেলায় ১৫টি এনকাউন্টার করে পুলিস। যোগীর আসার পর পুলিশকের ফর্ম দেখে সাধারণ মানুষ খুসি।

Anandabazar Patrika

মুখে অনেক ময়লা জমেছে কড়া জবাব পার্থকে, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর। দেখুন ভিডিওটি..

মুখে অনেক ময়লা জমেছে, বাথরুমে গিয়ে ময়লা পরিষ্কার করুন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর।এবার কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন।আয়নায় নিজের মুখ দেখুন।

এদিন ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল। সেখানেই তাঁর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, কড়া জবাব দেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদরা।পার্থ চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ সেদিনই খারিজ করে দেন রাজ্যপাল।

দেখুন ভিডিওটি..

Design a site like this with WordPress.com
Get started