

from India Rag https://ift.tt/35hbl4S


from India Rag https://ift.tt/35hbl4S



from India Rag https://ift.tt/34aelQt



from India Rag https://ift.tt/2OadklW


from India Rag https://ift.tt/2D3Gc8U



from India Rag https://ift.tt/2QEmBnF

অলোক কুমার বলেন, মিডিল ক্লাস মানুষদের যদি দেশে উন্নত স্বাস্থ পরিষেবার নির্মাণের জন্য ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতে হয়, তাহলে তাঁরা কোন সমস্যায় পড়বেনা। এই যোজনা কার্যকর হবে বলেন আশা করেন উনি। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুষ্মান ভারত) অনুযায়ী, মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ সুবিধা পায়। এই যোজনা দরিদ্র মানুষদের জন্য আর এই যোজনা অনুযায়ী ৫ লক্ষ টাকার বীমা পাওয়া যায়।
যদিও সরকার মধ্যবিত্তদের জন্য এরকম কোন প্রকল্প চালু করেনি। তবে এই নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রথম দেশের মধ্যবিত্তরা হেলথ কেয়ারের সুবিধা নিতে পারবে।
from India Rag https://ift.tt/2O6ZNv8


from India Rag https://ift.tt/2XqPZ20
Union Minister Babul Supriyo in West Bengal: Asaduddin Owaisi is becoming second Zakir Naik. If he speaks more than required, then we do have law and order in our country. pic.twitter.com/X7JgOkCVxb— ANI (@ANI) November 16, 2019
উল্লেখ্য, ওয়াইসি অযোধ্যা বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ট্যুইটারে লিখেছিলেন, ‘আমি আমার মসজিদ ফেরত চাই।” ওয়াইসির এই ট্যুইটের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজের প্রতিক্রিয়া দেন। আপনাদের জানিয়ে রাখি, জাকির নায়েক হলেন এক বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক। যিনি গ্রেফতারির ভয়ে এখন ভারত ছেড়ে মালয়শিয়ায় গিয়ে ঘাঁটি গেঁড়ে বসে আছে।
২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় হওয়া একটি জঙ্গি হামলায় জাকির নায়েকের নাম আসার পর, ভারতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয় জাকির নায়েক ও তাঁর সংগঠনকে। মুম্মবাইয়ের বাসিন্দা পিস টিভির সংস্থাপক জাকির নায়েক এখন ভারত ছেড়ে মালয়শিয়ায় বসবাস করছে। আর ভারত ওনাকে মালয়শিয়া থেকে দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
I want my masjid back. https://t.co/S3gOvF7q95— Asaduddin Owaisi (@asadowaisi) November 15, 2019
অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসার পর, আসদউদ্দিন ওয়াইসি বলেন, আমি আমার মসজিদ ফেরত চাই। আমার মনে হয় এই সিদ্ধান্ত স্বাক্ষ প্রমাণ না, বিশ্বাসের উপর ভরসা করে নেওয়া হয়েছে। যেসব মুসলিম এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেনি, মনে রাখবেন তাঁদের কন্ট্রোল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি ১৯৯২ সালে মসজিদ না ভাঙা হত, তাহলে আজ সিদ্ধান্ত অন্য রকম হত। এটা আমাদের অধিকারের লড়াই ছিল। আর থাকবে।
from India Rag https://ift.tt/37fr3PJ



from India Rag https://ift.tt/2XruTAB
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দুই দিনের ব্রিকস সন্মেলন সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি পুতিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, S-400 মিসাইল এর ডেলিভারি পরিকল্পনা মাফিক চলছে, আর আমরা খুব শীঘ্রই ভারতের হাতে এই মিসাইল তুলে দেব।
প্রসঙ্গত, ভারত রাশিয়ার সাথে ৫.২ বিলিয়ন ডলারের S-400 মিসাইল কেনার জন্য গত বছর চুক্তি করেছিল। আপনাদের জানিয়ে রাখি, ইউক্রেন এবং সিরিয়ায় সৈন্য গতিবিধি এবং আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে হাতিয়ার কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ভারত আমেরিকার এই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে নিজেদের সৈন্য ক্ষমতা বাড়াতে রাশিয়ার সাথে চুক্তি করে।
জানিয়ে দিই, এই বছরের অক্টোবর মাসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তরফ থেকে নিষেধাজ্ঞার পরেও রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য ভারতের অধিকারের রক্ষা করেন। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে, প্রতিরক্ষা উপকরণ কেনার জন্য আমরা স্বাধীন। এস জয়শঙ্কর বলেছিলেন, ভারত রাশিয়ার থেকে S-400 মিসাইল কেনার জন্য স্বাধীন।
from India Rag https://ift.tt/2NWX8Ef