ভারত কখনো কাউকে অপমান করে না।ফের প্রমান করলেন প্রধানমন্ত্রী মোদী..

Anandabazar Patrika

প্রধানমন্ত্রী কখনো কাউকে অসন্তোষ করে না তার প্রমান ফের আজ পাওয়া গেল। কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন।আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ট্রুডোকে সন্মান করেনি ভারত। 
কিন্তু আজ যে ভাবে প্রধানমন্ত্রী মোদী ওনাকে জড়িয়ে ধরে সাগত করেছেন তাতে সেটি এখন এখন ব্রেকিং নিউজ। আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়েও। ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর যানান প্রধানমন্ত্রী মোদী।

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..

গেরুয়া রং না বিদ্যালয়ে তাহলে কি সাদা নীল? এই নিয়ে চিন্তায় ডায়মন্ড হারবারের কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ চায় বিদ্যালয় এর রং থাকুক গেরুয়া। এবং এই নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠিও লেখেন তারা কিন্তু তাতেও ফল হয়নি।

 রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বিদ্যালয় সর্বশিক্ষা অভিযান-এর আওতায় ও সর্বশিক্ষা অভিযান-এর বর্তমান রং সাদা নীল তো সেই রং বিদ্যালয় করতে হবে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তিনি বলেন বিদ্যালয় এর রং গেরুয়া এটা এক ঐতিহ্যের কথা।
 তিনি বলেন ৭২ বছর আগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুল নির্মিত হয়।ঠিক তখন থেকেই গেরুয়া রং এ এই বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এর জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, কিন্তু কিছু ফল হয়নি। গোটা স্কুলই সিসিটিভি নজরে ও বর্তমানে প্রায় ৩,৫০০ পড়ুয়া এই স্কুলে পড়াশুনা করে।

মোদী যুগে দেশে প্রথম ইডির সাফল্য করলো রেকর্ড..

ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি।

এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

দেখুন ভিডিও: মঞ্চে উঠে এক মহিলা মুখ্যমন্ত্রীর পায়ে পরলেও তার কথা শুনলেন না মমতা..

উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উঠে পড়লেন এক মহিলা, সেই মহিলা চোখের জল ফেলতে ফেলতে মুখ্যমন্ত্রীকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার কোনো কথা শোনেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন ভিডিওটি:

সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন ঠিক তখনি হঠাত্ দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে দুই মহিলা মঞ্চের দিকে ছুটে যায়, এবং তার মধ্যে এক মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পা ধরতে চায়, কিন্তু তা আর হয় না। মুখ্যমন্ত্রী এই কান্ড দেখে আরো রেগে যান ও তাকে নামাবার কথা বলেন তিনি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রস্ন ওঠে।

কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চিন্তায় ভারতের সেনাপ্রধান? পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: ভারতের সেনাপ্রধান তার এক বক্তবে তিনি যানান অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কাজ হলো এলাকা দখল করে ছায়াযুদ্ধ করা। তিনি বলতে চেয়েছেন যে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে।
কারণ এরা ভারতীয় নয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মানুস, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশে কিছু মন্তব্য করিনা।কিন্তু এই মন্তব্য এর বিরোধিতা করেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি টুইটারে রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের ওনার নয়।

এক দশকের সেরা পুরস্কার পেলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ..

সুভাষ চন্দ্র নামটা অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন। সুভাস চন্দ্র হলো বিজেপির রাজ্যসভার সাংসদ ও তার সাথে জীমিডিয়ার মালিক। ওনাকে Entrepreneur of the Decade পুরস্কারে সম্মানিত করল বম্বে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। 
আন্তর্জাতিক বিনোদনশিল্পে অন্যতম মুখ সুভাষ চন্দ্র। তিনি জি টিভি নিয়ে যে টেলিভিশন জগতে এক বিপ্লব তৈরী করেছিলেন তা ভারতে প্রথম। তিনি প্রথম ভারতে প্রাইভেট টিভি চ্যানেল নিয়ে আসেন, সময়টা ছিল ১৯৯২ সাল সেই সময় সরকারী চ্যানেল ছাড়া আর কিছু ছিল না, তিনি প্রথম এই মিডিয়া যুগ শুরু করেছিলেন। তিনি ২০১১ সালে International Emmy Directorate Award পেয়েছিলেন। বর্তমানে ১৭১টি দেশের ১০০ কোটি মানুষ দেখেন জি-র বিভিন্ন চ্যানেল।

চিনের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশ বললেন সেনাপ্রধান। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

চীন নিজে চায়না শান্তিতে থাকতে এই কারণে এমন অশান্তি জিইয়ে রাখতে চিন সাহায্য করছে পাকিস্তানকে। পাকিস্তান ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং তার অঙ্গ হিসাবে বাংলাদেশ থেকে পাকিস্তান এর জঙ্গি ঢুকছে ভারতে। এমনই দাবি করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের।
তিনি বলেন বাংলাদেশের পশ্চিমের প্রতিবেশীর কারণে প্ল্যানমাফিক অভিবাসন চলছে। ওরা ছায়াযুদ্ধ চালিয়ে সবসময় চেষ্টা করে যায় যাতে এই অঞ্চলটা দখল হয়ে যায় এবং অশান্তি বাঁধিয়ে রাখতে চিনের সমর্থন ও পাচ্ছে ওরা। তিনি আরো বলেন, সরকার উত্তরপূর্বের দিকে নজর সঠিক দৃষ্টিভঙ্গি রেখেছে যদি তেমন কিছু হয় তাহলে ভারত ও ছাড়বে না পাকিস্তান ও চীনকে। 

রামনবমীতে অস্ত্রমিছিল নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ..


সুপ্রভাত ডিজিটাল:   রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। বিশ্ব হিন্দু পরিষদ এর তরফ থেকে জানানো হয় ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত মিছিল ও শোভাযাত্রায় বিজেপি নেতা কর্মীরা তরোয়াল বা ত্রিশূলের মতো কোনও অস্ত্রই হাতে নেবেনা। 
এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা। তিনি বলেন কাউকে মিছিলে অস্ত্র নিয়ে আসতে হবে না, তবে অস্ত্রের রেপ্লিকা হাতে থাকবে ও শোভাযাত্রায় থাকবে ‘ওঁ’ লেখা গেরুয়া পতাকা এবং হিন্দু ধর্মের নানা প্রতীক।
 রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এর এবার কর্মসূচি শুরু হচ্ছে ১৮ মার্চ ও ২৫ মার্চ রামনবমী এবং তার পর হনুমান জয়ন্তী।বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা এও যানান আমাদের ও বিজেপির তরফ থেকে কোনো ভুল হবে না কিন্তু রাজ্য সরকার ও প্রশাসন দ্বারা যদি কিছু করা হয় তা ঠিক হবে না।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের এই বিজেপি বিধায়কের..

সুপ্রভাত ডিজিটাল: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এর, নাম লোকেন্দ্র সিংহর, তিনি ছিলেন সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক। দুর্ঘটনাটি ঘটে ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায়, সেখানে বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। 
এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ দুই গানার এবং ট্রাক চালকের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পরেন তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Today Bengali News

সত্যি কথা বলায় দলের প্রাক্তন মন্ত্রীকে ধমক রাজ্যের মুখ্যমন্ত্রীর..

এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলেরই প্রাক্তন মন্ত্রী-বিধায়ক কেও ছাড়লেন না। বৈঠক চলাকালীন সভার সামনে এক ধমকে প্রাক্তন মন্ত্রীকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
এমনকি ওনাকে কোন কথাই বলতে দিলেন না মুখ্যমন্ত্রী। ঘটনাটি ঘটে মালদহে প্রশাসনিক এক বৈঠকে। দলের প্রাক্তনমন্ত্রী সাবিত্রী মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে বলতে ওঠেন দলের হয়ে ঠিক তখনি তাঁকে থামতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 মুখ্যমন্ত্রী বলেন এটা প্রশাসনিক বৈঠক এটা সকলের বলার জায়গা নয় যাঁকে জিজ্ঞাসা করছি তিনিই শুধু বলবেন। তার পরও সাবিত্রী মিত্র বলতে থাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে বসিয়ে দেন। ফের মালদহ তৃণমূলের বিভাজন প্রকাশ্যে দেখা গেল।
Today Bengali News

Design a site like this with WordPress.com
Get started