হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে।
তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়। 
এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার।

তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী। তারপর যা হলো শুনলে আপনিও চমকে যাবেন..

সুপ্রভাত ডিজিটাল: স্বামী তিন তালাক দিতেই থানায় পৌঁছলেন স্ত্রী সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপু নামক এক এলাকায়। জানা গেছে ২০১৫ সালে দুবরাজপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শের খাঁ-কে বাড়ির না বলে পালিয়ে বিয়ে করেছিলেন মিলি বিবি।

পরে সব ঠিক হয়ে যায় এবং বাড়ির লোক মেনে নেন। শের খাঁ পেশায় বিড়ি শ্রমিক ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে শের খাঁ পণ হিসাবে কানের দুল ও কুড়ি হাজার টাকা দাবি করেন এবং মেয়ের বাড়ির লোক তা সব দেন। মিলি যানান তার স্বামী সেই কানের দুল তার কাছ থেকে চায় যা সে বাপের বাড়ি থেকে পেয়েছিল।
কিন্তু মিলি সেটি দিতে চায়না যার ফলে মিলিকে তিন তালাক দেন শের খাঁ। মিলিও ছেড়ে দেবার মেয়ে ছিল না সে সঙ্গে সঙ্গে ছুটে যায় দুবরাজপুর থানায় সেখানে গিয়ে পুরো ঘটনাটি যানান এবং সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
তিনি বলেন আমি জানি তিনতালক নিসিদ্ধ তাই আমি আর ভয় করিনী। সেখান কার স্থানীয় কাউন্সিলার শেখ নাজিরউদ্দিন বলেন আমরা চাই ওরা আবার সংসার শুরু করুক। সব ঘটনার পর স্বামী জেল হবার ভয়ে সব শিকার করেন আমি ভুল করেছি যা বলেছি তা রাগের মাথায় আমি সব ঠিক করে নিতে চাই।

Big Breaking: ত্রিপুরার থেকে বড় Exit poll কি বলছে। গেরুয়া ঝড় আসছে নাকি!!দেখুন..

সুপ্রভাত ডিজিটাল: এবার লাল দুর্গে ফাটল ধরালো বিজেপি, ২৫ বছর ধরে ত্রিপুরার বাম সরকার চলছে, এবার কি তাহলে সেই বাংলার মতো পরিবর্তন। হে ঠিক তাই এমনটাই হতে চলেছে ত্রিপুরায়। ত্রিপুরায় ৬০ বিধানসভা আসন আছে, তার মধ্যে যে দল জিতবে তাকে ৩১ টি আসন পেতে হবে। নিউজ এক্স-এর সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরার পরিবর্তন হবে।

এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। এবার দেখার পালা শনিবার এর ফলাফল।এই ফলাফল দেখে মনে হচ্ছে ত্রিপুরার রং বদল হতে পারে।  

নিউজ এক্স সমীক্ষা – বিজেপি- ৩৫ – ৪৫ বাম- ১৪ – ২৩ অন্যান্য – —-

সি ভোটার সমীক্ষা – বিজেপি- ২৮-৩২ বাম- ২৬ – ৩৪ অন্যান্য – —–

অ্যাক্সিস মাই ইন্ডিয়া – বিজেপি- ৪৪ – ৫০ বাম – ৯ – ১৫ অন্যান্য- 0 -৩

Today Bengali News

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..

এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে।

রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন’ নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।

সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

Big Breaking: আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ল কংগ্রেসর নেতা পি চিদম্বরমের পুত্র..

ফের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এর এক বড় নেতার ছেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। বুধবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমান বন্দরে নামতেই ওনাকে গ্রেফতার করা হয়। 
আসল ঘটনাটি হলো আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারি মামলায় ওনাকে গ্রেফতার করে সিবিআই। কেন হলো গ্রেফতার, অভি‌যোগ ওঠে আইএনএক্স মিডিয়ার বিদেশ থেকে টাকা সংগ্রহের জন্য ‌যে ইনভেস্টমেন্ট প্রেমোশন বোর্ডের ছাড় পাচ্ছিল না।
এবং সেই ছাড়পত্রের জন্য টাকা নেন কার্তি চিদম্বরম। ঘটনাটি ঘটে ২০০৭ সালে এবং সেই সময় কেন্দ্র সরকারে অর্থমন্ত্রী ছিলেন ওনার বাবা পি ছিদম্বরম। বর্তমানে ঘটনার তদন্ত করহে সিবিআই। এর সাথে সিবিআই এক লুক আউট নোটিশ জারি করে যার ফলে বিদেশ‌যাত্রা বর্তমানে বন্ধ কার্তি চিদম্বরম এর জন্য।

পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..

এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়। 

নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো। 

দেখুন ভাইরাল ভিডিওটি 
 
তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।
এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।
 
জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন।
গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

আর্থিক জালিয়াতি করে বিদেশে পালিয়ে বাঁচার পথ বন্ধ এবার এক নতুন কড়া আইন মোদী সরকারের…

 

বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার। 
এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

খুন করা হয়েছে শ্রীদেবীকে, এটি সাধারণ মৃত্যু নয় দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে কদিন ধরেই জল্পনা চলছে। প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণের অভিনেত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রথমেই করেছিলেন, এখন শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী।
তিনি বলেন এই মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ আছে এই মৃত্যুতে হাত রয়েছে দাউদের। তিনি এক সাক্ষাত্কারে বলেন মদ্যপান করতেন না শ্রীদেবী।মাঝেমধ্যে খেলেও, বিয়ার পান করতেন। তিনি আরো অভিযোগ করেন কেন দুবাই পুলিশের তদন্তকারী অফিসারেরা হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ দেখছেন না। 
দুবাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে শ্রীদেবীর যখন মৃত্যু হয়, তখন হোটেলের ঘরের মধ্যেই ছিলেন তার স্বামী বনি কপূর।শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।

Design a site like this with WordPress.com
Get started