মমতাকে খুশি করতে পারলাম না, দিলীপ ঘোষ এর নতুন ধামাকা দেখেনিন..

সুপ্রভাত ডিজিটাল:   লাল দুর্গ এবার গেল। ত্রিপুরার জিত এবার বাংলায় জোস আনছে। কলকাতায় উত্সব শুরু হল বিজেপি কা‌র্যালয়ে। আজ গেরুয়া রং কলকাতা তেও দেখা যাচ্ছে। এক সঙ্গে আবির মাখলেন দিলীপ ঘোষ ও মুকুল রায়।

সামনে পঞ্চায়েত ভোটের আগে ভালো খবর এল বিজেপির জন্য।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার মাননীয়কে মন্তব্য করে এক দারুন কথা বলেন, তিনি বলেন সিপিএমকে জেতাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে আমরা খুশি করতে পারলাম না।
তিনি আরো বলেন গুজরাট থেকে ত্রিপুরা পর্যন্ত পরিবর্তন হয়েছে এবার পালা বাংলার, সাম্প্রতিক রাজনীতি বন্ধ করেপঞ্চায়েত থেকেই বাংলায় পরিবর্তন শুরু করবে বিজেপি। ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান হল। এবার বাংলায় তৃণমূল সরকারের পতন হবে।

মানিকে বদলে গেরুয়া ঝড়, এবার ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ইনি..

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় এবার ইতিহাস গড়ল বিজেপি। লাল দুর্গ ধস নাবিয়ে জয় বিজেপির। ভোট গণনায় যা ফলাফল এসেছে, তাতে স্পষ্ট যে ৪০-র বেশি আসন নিয়ে ত্রিপুরায় গড়তে চলেছে মোদী সরকার। 
বিজেপির নেতারা এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সভাপতি অমিত শাহকে। পঁচিশ বছর রাজত্ব এবার ইতিহাস। সেই রাজত্ব দখল করে নিল বিজেপি ও সহযোগী আইপিএফটি। এবার প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবে ? কিছু সূত্র থেকে জানা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার রাজ্য সভাপতি বিপ্লব দেব হতে পারে।
ওনার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি বলা হয়েছে আজ সন্ধেয় তা এক বৈঠকে ঠিক হবে, বৈঠকে উপস্তিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।তিনি আরএসএসের সাথেও যুক্ত এবং তিনি ত্রিপুরায় আরএসএসের প্রচারও করেছিলেন। এবং আরো বাকি দুজন হেমন্ত বিশ্বশর্মা, সুনীল দেওধর।

Live Result- ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের ভোটের অন্তিম ফলাফল সরাসরি দেখতে ক্লিক করুন !


সুপ্রভাত ডিজিটাল: আজ এই ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বড় যুদ্ধ কে জিতেবে শেসে দেখার পালা আজ।ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। ত্রিপুরায় ২৫ বছরের মানিক দুর্গে আঘাত হানাই ছিল বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। টান টান উত্তেজনার মাঝেই ভোটগ্রহণ হয় ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে। আর শনিবার সকালে ভোটগণনা শুরু দেখুন লাইভ ফলাফল।


                                          

                                          
Today Bengali News

Live Video- ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের ভোটের ফলাফল সরাসরি দেখতে ক্লিক করুন!

আজ এই ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বড় যুদ্ধ কে জিতেবে শেসে দেখার পালা আজ।ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। ত্রিপুরায় ২৫ বছরের মানিক দুর্গে আঘাত হানাই ছিল বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। টান টান উত্তেজনার মাঝেই ভোটগ্রহণ হয় ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে। আর শনিবার সকালে ভোটগণনা শুরু দেখুন লাইভ ফলাফল।

সরকার, প্রশাসন ও মায়ের চেষ্টাতে জঙ্গি ছেলে ফিরে এল বাড়িতে..

মায়ের ডাকে সাড়া দিয়ে অস্ত্র ত্যাগ করে ঘরে ফিরল জঙ্গি ছেলে। ঘটনাটি ঘটে কাশ্মিরে কিন্তু 

যুবক ও তার পরিবারের নিরাপত্তার জন্য পরিচয় প্রকাশ করা হয়নি।গত একমাসে চারজন বিপথগামী যুবক হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে। 

গত বছর থেকে প্রায় ১২ জন যুবক অস্ত্র ছেড়ে মৌলবাদী ছেড়ে সমাজের ফিরেছে। বিধান পরিষদে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন গত একমাসে চারজন বিপথগামী যুবক হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে।তিনি যোগ করেন, যারা আসেনি তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা চলছে। তিনি যোগ করেন, যুবকদের চরমপন্থা ও মৌলবাদের রাস্তা অনুসরণ করা রুখতে তাঁর সরকার একাধিক গঠণমূলক পদক্ষেপ নিয়েছে।

আর্থিক প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নতুন বিল মোদী সরকারের..

বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার। 

এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

মমতার স্বভাব নিয়ে মুকুলের কড়া মন্তব্য..

মুখমন্ত্রীর স্বভাব নিয়ে আজ মন্তব্য করলেন তার খুব পরিচিত মানুস মুকুল রায়। ঘটনাটি ঘটে পুরুলিয়ায়, বর্তমানে মুকুল রায় এখন বিজেপিতে তাই বিজেপির এক সভায় তিনি কড়া জবাব দেন মাননীয়া মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন মুখ্যমন্ত্রীর স্বভাবই হল ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া। এখই ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। 

ভারতী ঘোষ থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়কে একইভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন বর্তমান রাজ্যে এমনই একটা অবস্থা এতটাই খারাপ যে কোনও পুলিশ অফিসারই বুঝতে পারছেন না- ওনার অবস্থা কী হবে। এখন রাজ্যে শিল্প মানে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এই সব।তিনি সাফ জানিয়ে এও বলেন বেশি দিন মানুস এই অপমান বরদাস্ত করবেন না।

এক ঝটকায় কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম কমালো এত টাকা..

এক ঝটকায় রান্নার গ্যাসের দাম কমল, ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কিছুটা কমল। ভর্তুকিহীন রান্নার গ্যাস ৪৫.৫০ টাকা ও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২.৫০ টাকা কমল। এই দাম গতকাল থেকে কার্যকর হয়েছে। বর্তমানে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হবে ৪৯৬.০৭ টাকা এবং ভর্তুকিহীন রান্নার গ্যাস এর দাম হবে ৭১১.৫০ টাকা।পেট্রোল ও ডিজেলের দাম সামান্য বাড়লেও গ্যাসের দাম কমাতে সাধারণ মানুস খুসি।
24 ghanta live news

সরকার যেটা করতে পারবে না সেটা করে দেখায় ভারতীয় সেনা, কেন এমন উত্তর..

সুপ্রভাত ডিজিটাল: সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন সরকার যেটা করে দেখাতে পারবে না সেটা ভারতীয় সেনা করে দেখাবে। কেন এমন মন্তব্য সেনা প্রধানের, তার আসল কারণটি হলো এখনও দেশের বিভিন্ন জায়গায় ভারত সরকার শিক্ষা ও স্বাস্থ্যের মতো কিছু সুবিধা দিতে পারে না। সেই সমস্ত জায়গায় ভারতীয় সেনা শিক্ষা ও স্বাস্থ্যের মতো পরিষেবা পৌঁছে। বর্তমানে এখন ও কিছু জায়গা রয়েছে যেখানে যেখানে সরকারের জনকল্যাণমূলক কাজ পৌঁছয়ই না। কিন্তু সে সব এলাকাতেও স্বাস্থ্য বা শিক্ষার আলো পৌঁছে দেয় সেনা বাহিনী। এইসব এলাকার মানুষ বহুলাংশে সেনা বাহিনীর উপর নির্ভর করেন। ভারত সরকার যে কাজ করতে পারে না সেই সব জায়গায় কাজ করে দেখায় বাহিনী।
24 ghanta live news

মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ..

মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। ভারত সবসময় বাংলাদেশের সাহায্য করেছে।জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বা বিপুল বাণিজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় ভারত সাহায্য করেনি যেমন রোহিঙ্গা সমস্যা ও তিস্তা চুক্তি। 
এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারতের বন্ধুত্বের সঙ্গে তার তুলনাই হয় না। ভারত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু। তিনি এও বলেন আমরা কখনো কখনও মৌলবাদের সঙ্গে আপস করবেন না। তাদের মতে সরকার কখনই চলবে না।
এ ব্যাপারে চোখ বুজে ভারত আমাদের উপর ভরসা করতে পারে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তাকে ধরে রাখাই আজ এ দেশের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের বড় ভরসা ভারত। ভারত পাশে থাকলে আমরা মোকাবিলায়ও জিতব।
Design a site like this with WordPress.com
Get started