রেজাল্টের দুই দিন পর রাহুলের টুইট, কি বলছে রাহুল!

সুপ্রভাত ডিজিটাল:   ভোট এর ফলাফল এর ২ দিন বাদে কংগ্রেস সভাপতি রাহুল এর টুইট এলো যার জন্য কংগ্রেস পার্টিও অপেক্ষা করছিল। ৩ রাজ্যে ভোট ফল এর সময় রাহুল গান্ধী ছিলেন বিদেশে ওনার দিদার বাড়ি। দলের এমন বিপর্যয়ের সময় তিনিই দেশে ছিলেন না ছিলেন ইতালিতে।

অবশেষে নীরবতা ভেঙে উত্তরপূর্বের মানুষের দেওয়া রায় মাথা পেতে নিচ্ছেন, তাঁদের আস্থা ফিরে পেতে তিনি দায়বদ্ধ বলে জানালেন রাহুল গাঁধী এক টুইট করে। তিনি টুইতে বলেন ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ের মানুষের রায় সম্মান করে কংগ্রেস। 
আমরা গোটা উত্তরপূর্বে দলকে শক্তিশালী করে মানুষের আস্থা ফিরে পেতে দায়বদ্ধ হবো, কংগ্রেসের প্রতিটি কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই যাঁরা দলের জন্য কাজ কাজ করেছেন। বর্তমানে এই নির্বাচনে কংগ্রেস মেঘালয়ে ২১টি আসন ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটিও আসন পায়নি কংগ্রেস। বামদের থেকেও খারাপ অবস্তা কংগ্রেসের।
24 ghanta Live News

পর্যটকদের জন্য সুখবর,ভারত সরকারের বড় সিধান্ত বিলাসবহুল ট্রেনগুলির নিয়ে..


রেল সূত্রে খবর, বিলাসবহুল ট্রেন যেমন- প্যালেস অন হুইলস, মহারাজা এক্সপ্রেস ও গোল্ডেন চ্যারিয়টের মতো ট্রেন গুলির ভাড়া কমানো হচ্ছে ৫০ শতাংশ। সাধারণ মানুষ যাতে এই ট্রেনগুলি যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভরতীয় রেল সংসদ।

কয়েকদিন আগে বিলাসবহুল ট্রেন গোল্ডেন এক্সপ্রেসের রাজস্ব ভাগ করার নির্দেশ দেয় কর্ণাটক সরকার। রেলবোর্ড সেই প্রস্তাবে সম্মতি জানালে ১তারিখ বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কমানো নিয়ে বৈঠক বসে। সেই বৈঠকেই ৫০শতাংশ মাল পরিবহনের খরচ কমানোর সিদ্ধান্ত নেয় রেলবোর্ড।

রাজ্যগুলির পর্যটন বিভাগ ও আইআরসিটিসি বিলাসবহুল ট্রেনগুলির পরিবহনের জন্য যে খরচ করে এসেছে তা এবার কমানো হচ্ছে। রেলমন্ত্রক সূত্রে খবর এই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে। প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান নামক ট্রেন দুটি ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ যৌথভাবে চালায়। বর্তমানে প্যালেস অন হুইলস থেকে ২৪ শতাংশ ও রয়্যাল রাজস্থান ট্রেন থেকে ৬৩শতাংশ রাজস্ব আদায় কমে গিয়েছে।

ইন্দিরা গান্ধীকে পিছনে ফেলে নরেন্দ্র মোদী এবার শীর্ষে..

সুপ্রভাত ডিজিটাল: এককভাবে ও জোট করে ক্ষমতায় থাকার ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার শীর্ষে এক সময় ইন্দিরা গান্ধীর নাম ছিল এখন সেই জায়গায় নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন সময় ইন্দিরা গান্ধী দেশের ১৮টি রাজ্যে কংগ্রেস জয় করেছিলেন।
কিন্তু সব রেকর্ড ভেঙ্গে বর্তমানে ইন্দিরা গান্ধীকে পিছুনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বিজেপি সরকার ২১ টি রাজ্যে এটি একমাত্র মোদীর জন্যই সম্ভব হয়েছে। ইন্দিরা গান্ধী আমলে এত কঠিন ছিল না কারণ সেই সময় এত আঞ্চলিক দল ছিল না কিন্তু মোদী আমলে সব ধরনের বাধা পারতে হয়েছে নরেন্দ্র মোদীকে।
24 ghanta live news

গরুকে নিয়ে বিজেপি সরকার নিয়ে আসছে এক কড়া আইন যা শুনলে আপনিও চমকে যাবেন..

সুপ্রভাত ডিজিটাল: এবার এই বিজেপি রাজ্যে অর্থাৎ হরিয়ানা সরকার এবার নিয়ে আসছে এক নতুন আইন যা গরুকে নিয়ে তৈরী। এবার কেউ বাড়ি থেকে গরুকে রাস্তায় বার করে দিলে হবে তার শাস্তি। এবার এই বিষয়ে আইন তৈরি করতে চলেছে হরিয়ানা সরকার।গতকাল এমনটায় জানালেন হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। 
তিনি বলেন গোশালায় যে গরুগুলি আছে সেগুলির গায়ে এক বিশেষ চিহ্ন দেওয়া দেওয়া থাকে কিন্তু সাধারণ মানুসের ঘরে যে গরু থাকে তাতে কোনো চিহ্ন বর্তমানে ছিল না কিন্তু এবার এক নতুন চিহ্ন করা হবে যার ফলে কেউ যদি এই গরুকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে সেই গরুর চিহ্ন ধরে তার মালিকের কাছে যাওয়া যাবে এবং তাকে ধরা হবে। কেউ যদি গরুকে বাড়ি থেকে বার করে দেন, তাহলে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। গরুদের রক্ষা করার জন্য হরিয়ানা সরকার এই সিধান্ত নিয়েছে।

মোদীর চাপে এবার উত্তরপ্রদেশে কি জোট করতে চলেছে সপা-বসপা??

মোদীর চাপে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জোট বাধলো দুই বিরোধী দল। বিজেপিকে আটকাতে এ বার উত্তরপ্রদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি হাত মেলাতে চলেছে। নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। 
রাজনৈতিক মতাদর্শগত ফারাক সরিয়ে রেখেই একজোট হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। আসল ঘটনাটি হলো উপনির্বাচন। এবার উপনির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট হতে চলেছে। ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রে ভোট ও ফল ঘোসনা ১৪ মার্চ। 
বর্তমানে উপনির্বাচনে গোরক্ষপুরের সাংসদ ছিলেন ন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উপনির্বাচনেও সেটাই দেখা গেল চাপে পরে এখন বন্ধুত সপা-বসপা।গোরক্ষপুরে সমাজবাদী পার্টি তাদের সহযোগী দল নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদের ছেলে প্রবীণ নিশাদকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে এবং ওই আসনে বিজেপির প্রার্থী উপেন্দ্র শুক্ল ও কংগ্রেস প্রার্থী হয়েছেন সুহৃতা চট্টোপাধ্যায়।

ভাসন দেওয়ার সময় শুরু আজান ২ মিনিট চুপ প্রধানমন্ত্রী মোদী..

প্রধানমন্ত্রীর আজ এক এমন কাজ করলেন তা সারা ভারতবাসীর গর্ব। আসল ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী মোদী যখন জেতার উপলক্ষে দলেন সব সদস্যদের সাথে দেখা করতে যান বিজেপি কার্যলয়। সেখানে গিয়ে তিনি যা করলেন তা আজ পর্যন্ত খুব কম মানুস করেছেন বা কেউ নাও করে থাকতে পারে।

আজ তিনি যখন বক্তিতা দিতে ওঠেন ঠিক সেই সময় আজান শুরু হয় পাশের এলাকা থেকে ঠিক সেই সময় তিনি হটাত বলে ওঠেন ২ মিনিট অপেক্ষা করুন আজান শেষ হলে আমি আমর বক্তব্য রাখব। আর কি এই ঘটনার ফলে বোঝা যায় প্রধানমন্ত্রী মোদী কতটা আবেক নিয়ে চলেন যার ফলে তিনি ছোট ছোট বেপার গুলিও খুব ভালো ভাবে পূরণ করেন।

সূর্য অস্ত যাওয়ার সময় লাল, উদয়ের সময় গেরুয়া এবার কোথায়..

এবার গেরুয়া ঝর কোথায় ? প্রশ্ন সবার কিন্তু উত্তর তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ দিয়েদিলেন। গতকাল রাজ্য জয় এর পরে প্রধানমন্ত্রী মোদী যখন জয় এর উপলক্ষে বিজেপি কার্যালয় বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদী বলেন বাংলার কথা। 
তিনি বলেন বাংলায় বর্তমানে যে সমাজ বিরোধী কাজ চলছে তা আর বেশিদিন নেই খুব তারাতারি বাংলায় গেরুয়া ঝর দেখা যাবে।নীল-সাদা এবার চিন্তায়। চিন্তায় তৃণমূল এক নেতার কথায়, বিরোধী ভোট যত ভাগ হবে ততই মঙ্গল কিন্তু ত্রিপুরায় কংগ্রেস উধাও, সিপিএম হেরেছে।এবার পালা বাংলা বিজেপির জন্য। 
উত্তরপ্রদেশে স্বামীপ্রসাদ মৌর্য, অনুপ্রিয়া পটেল, হরিয়ানায় চৌধুরি বীরেন্দ্র সিং, ক্যাপ্টেন অভিমন্যু, অসমে হিমন্তবিশ্ব শর্মা, ত্রিপুরায় সুদীপ রায় বর্মনের মতো বহিরাগতরাই পদ্মের জয়ের অন্যতম ভাগীদার এই বাংলার মানুস এবার বাংলায় নতুন বিজেপি আসতে চলেছে। ঘোসনা প্রধানমন্ত্রী মোদী গতকাল করলেন।

প্রধানমন্ত্রীর মোদী আজ মঞ্চে দাড়িয়ে এক ঐতিহাসিক কর্ম করলেন যা দেশে এই প্রথম..

প্রধানমন্ত্রীর আজ এক এমন কাজ করলেন তা সারা ভারতবাসীর গর্ব। আসল ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী মোদী যখন জেতার উপলক্ষে দলেন সব সদস্যদের সাথে দেখা করতে যান বিজেপি কার্যলয়। সেখানে গিয়ে তিনি যা করলেন তা আজ পর্যন্ত খুব কম মানুস করেছেন বা কেউ নাও করে থাকতে পারে।

আজ তিনি যখন বক্তিতা দিতে ওঠেন ঠিক সেই সময় আজান শুরু হয় পাশের এলাকা থেকে ঠিক সেই সময় তিনি হটাত বলে ওঠেন ২ মিনিট অপেক্ষা করুন আজান শেষ হলে আমি আমর বক্তব্য রাখব। আর কি এই ঘটনার ফলে বোঝা যায় প্রধানমন্ত্রী মোদী কতটা আবেক নিয়ে চলেন যার ফলে তিনি ছোট ছোট বেপার গুলিও খুব ভালো ভাবে পূরণ করেন,
আর এই কারণেই হয়তো সবাই এত ভালবাসেন প্রধানমন্ত্রী মোদিকে। উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট যে প্রধানমন্ত্রী মোদিকে সারা দেশের মানুস এখন। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক এজেন্ডায় মানুষ আস্থা রেখেছেন এবং এর থেকেই স্পষ্ট হয় আগামী লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ক্ষমতা ধরে রাখবে এনডিএ।

রাজ্য জয়ের পর প্রধানমন্ত্রী মোদীর এক যুগান্তকারী মন্তব্য..

সুপ্রভাত ডিজিটাল: প্রধানমন্ত্রী মোদী যার জন্য বিজেপি আজ এই জায়গায় জিত। এবার ওনার প্রতিক্রিয়া পাওয়া গেল টুইটারে। তিনি টুইটারে লেখেন মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার মানুষ জনাদেশ দিয়েছেন।
বিজেপির ‘অ্যাক্ট ইস্ট’ নীতিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের স্বপ্নপূরণের জন্য বদ্ধপরিকর আমরা। প্রধানমন্ত্রী মোদী বলেন ত্রিপুরার জয়কে যুগান্তকারী জয়। এই জয় শুধু বিজেপির না এই জয় সব সাধারণ মানুসের। এটা বামেদের সঙ্গে আদর্শের লড়াই ছিল বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নাগাল্যান্ডে বিজেপির সাফল্যের জন্যেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 

৩ রাজ্য হারার পর রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য এই কংগ্রেস নেতার..

সুপ্রভাত ডিজিটাল: রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য করলেন কংগ্রেস এর প্রবীন নেতা। প্রায় দুই দশক কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিন্তু পরে তিনি বিজেপিতে যোগ দেন  ২০১৫-তে। 
তিনি আর কেউনা তিনি হলেন বর্তমানে  অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ তিনি এক মন্তব্য করেন তিনি বলেন বিজেপি সভাপতি অমিত শাহ স্নাতকোত্তরের ছাত্র। আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নার্সারির ছাত্র। 
এই মন্তবের পর বর্তমান রাজনীতি খুব গরম গয়ে যায়।র আগেও হিমন্ত রাহুলের কাজ করার পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি আদৌ দায়িত্বশীল রাজনীতিবিদ নন। তিনি  কংগ্রেস পার্টিকে উন্নতির পথে না নিয়ে গিয়ে অবনতির পথে নিয়ে যাচ্ছেন। 
Design a site like this with WordPress.com
Get started