লেনিনের সাথে নেতাজি ও স্বামীজির তুলনা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


সুপ্রভাত ডিজিটাল: এবার লেনিন-মূর্তি প্রতিবাদে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া বাঁকুড়ার পাত্রসায়রে এলাকায় এক জনসভা আজ করতে যান, সেখানে তিনি বক্তব্য রাখেন।এবং সেই  বক্তব্য এর মাঝে তিনি বলে বলেন সরকারে এলে, হামলা করা কাজ নয়। 


কারও মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয়, লেনিন, নেতাজি, স্বামীজির মূর্তি ভাঙা মেনে নেব না।গণতন্ত্র মানে জবরদখল করা নয়। এত ঔদ্ধত্য ভাল নয়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। এর মন্তবের পর থেকেই বিতর্ক শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী কি করে লেনিন এর সাথে নেতাজি ও  স্বামীজির তুলনা করলেন। বিজেপি তরফ থেকে এই নিয়ে প্রতিবাদ শুরু হয় মমতা  বন্দ্যোপাধ্যায় এর ক্ষমা চাওয়া উচিত এই মন্তবের জন্য এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু জানানো হয়নি  


Today Bengali News



***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News

চিনতে পারছেন এনাকে? ইনি হলেন বিজেপির এক বড় নেতা, কেন এমন সেজেছেন জানলে আপনিও খুসি হবেন..

সুপ্রভাত ডিজিটাল: এনাকে চিনতে পারছেন ? কে ইনি? ইনি হলেন বিজেপির বড় নেতা, ইনি এমন এক নেতা যে যখন তিনি বলা শুরু করেন তখন বিরোধীরা চুপ হয়ে যায়। কেন এমন সাজ এই নেতার তার আসল কারণটি হলো ইন্দৌরে এক হাস্যকবি সম্মেলন হয় প্রতিবছর ইন্দৌরে আয়োজিত হয় বাজার বাট্টু নামে এই হাস্যকবি সম্মেলন। 

সেখানে অংশগ্রহণ করেন গোটা দেশের হিন্দি হাস্যকবিরা। এই সম্মেলনে মার্কিন রক গায়ক এলভিস প্রিসলের সাজে দেখা গেল তাঁকে। এবার এই নেতা কে সে আর কেউ না তিনি হলেন কৈলাস বিজয়বর্গীয় বিজেপির সাধারণ সম্পাদক। 
এই সম্মেলনে তিনি প্রতি বছর যোগ দেন গত বছর তিনি সচিন সেজেছিলেন, আর এই বছর গায়ক এলভিস প্রিসল। রাজনীতির সাথে সাথে রসিকতার হাসিয়ে সাধারণ মানুসের মন জয় করে নিলেন তিনি। গিটার হাতে শুধু পোজ দিয়ে তিনি এক গান ও করলেন।

ত্রিপুরা ও মেঘালয় নতুন বিজেপি মুখ্যমন্ত্রী কে এবং কারা জেনে নিন..


সুপ্রভাত ডিজিটাল:  ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেব এর নাম চলছিল সব জায়গায় এবং আজ সেই নামে সরকারি সিলমোহর দিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার পর দিন রাত খেটে এই ফল পাওয়া যায় তাই দলের মধ্যে অনেকেই স্বীকারও করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে।

এবার বিপ্লব এর হাতে তৈরী হবে নতুন ত্রিপুরা। এই দিকে কংগ্রেস কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র ২ বিধায়ক নিয়েই মেঘালয় বিজেপি সরকার ন্যাশনাল পিপিলস পার্টি(১৯) ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি(৬), পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্ট(৪), বিজেপি(২), হিল স্টেট ডেমোক্রেটিক পার্টি(১) ও ১ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা।
24 ghanta Live News

সুপ্রিম কোর্ট: সেনাদের সঙ্গে অপরাধীর মত ব্যবহার করা যায় না, আর কি বলল সুপ্রিমকোর্ট দেখুন…

সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের লক্ষ করে পাথর ছুড়লে শাস্তি হবে। ২৭ জানুয়ারি পাথরছোঁড়া জনতাকে আটকাতে মেজর আদিত্য গুলি চালান এবং ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আসল প্রশ্ন হচ্ছে পাথরছোঁড়া জনতা সেনাদের উপর পাথর ছুড়লে কিছু করা যাবে না আর সেনা যদি কিছু করে তাহলে মেবুবা মুফতি সরকার তার বিরুদ্ধে এফআইআর দায় করে।

তাহলে কি সেনারা বসে বসে মার খাবে? এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে সাধারণ নাগরিকদের বাঁচাতে প্রাণ দেন শত শত সেনা কর্মী তাদের সময় আপনারা কোথায় থাকেন। এবং কাশ্মীরে সেনা বাহিনীর বিশেষ অধিকার আইন বলবৎ রয়েছে, এই আইন অনুযায়ী কেন্দ্রের অনুমতি ছাড়া কোনও সেনাকর্মীর বিরুদ্ধে আইনি বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।২৪ এপ্রিল এ ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হবে, তার আগে ওই এফআইআরের ভিত্তিতে মেজরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

লেনিন কে? কেন ভাঙা হল লেনিনের মূর্তি ত্রিপুরায়? কেন রাজ্যপাল এই বিসয় সমর্থন করলেন? দেখুন চাঞ্চলকর তথ্যটি..

                                 

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় বাম দুর্গ পতনের পর এবার নিশানায় ছিল লেনিন মূর্তি। সোমবার দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, বুলডোজার চালককে মদ্যপান করিয়ে এই কাণ্ড হয়। কিন্তু এমন কান্ড হওয়া খুসি ত্রিপুরা বাসী।  এই ঘটনার পরেই টুইট করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব  বলেন 
জনতা লেনিনের মূর্তি ভাঙছে রাশিয়ায় নয়, এটা ত্রিপুরার ছবি. চলো পাল্টাই‍। এর পর টুইট করেন 
ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় তিনি বলেন একটি নির্বাচিত সরকারের কীর্তি অন্য নির্বাচিত সরকারের ধ্বংস করার অধিকার রয়েছে। এমন দেশ বিরোধী মূর্তি সাধারণ মানুস ও চান না তাই এমন সিধান্ত বলে মনে করছে সুপ্রভাত।  
দেখুন ভিডিওটি,

                                 

আপনিও জানলে রেগে যাবেন " কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা এবার আত্মসাৎ করবে 40000 রোহিঙ্গা "

সুপ্রভাত ডিজিটাল: রোহিঙ্গাদের নিয়ে সরকার থেকে সাধারণ সব মানুস এখন চিন্তায়। গোয়েন্দা সুত্রে খবর পশ্চিমবঙ্গের উত্তর ২4 পরগনা ও দক্ষিণ ২4 পরগণা জেলায় ক্রমশ হাজার হাজার রোহিঙ্গা বসতি স্থাপন করছে। অনুমান করা হচ্ছে ৪০ হাজার রোহিঙ্গা বর্তমানে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এবং তারা আসতে আসতে বসতি  স্থাপন করছে। 
পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যস্ততা নেওয়া হয়নি।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে বলা হয়েছে আইএসআই ও আইএসআইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে পারে রোহিঙ্গারা, তারা পরবর্তী কালে দেশের সংবেদনশীল এলাকায় ঢুকে অনেক ক্ষতিও করতে পারে।
 ২9 টি রোহিঙ্গারা বর্তমানে  উত্তর ২4 পরগনার মধ্যে বসবাস শুরু করেছে এবং তাদের বসতি স্থাপনের জন্য নতুন ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশ্ন এখন এটাই সরকার সব জেনে কেন চুপ করে এদের সাহায্য করছে। নিকটবর্তী গ্রামগুলিতে বসবাসরত জনগণকে তাদের জমি রোহিঙ্গাদের দান করার জন্য বলেছে যাতে তারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে পারে।

বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয় যেন চায় বাংলাদেশ, দেখুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: এবার বাংলাদেশও চায় ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হয় যেন বিপ্লব দেব। শুনতে কেমন লাগলেও এটাই সত্যি, আসল কারণটি হলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে পাকাপাকিভাবে ত্রিপুরায় চলে এসেছিলেন বিপ্লব দেবের মা ও বাবা। 
বাংলাদেশের সংবাদ সুত্রের খবর বাংলাদেশের কচুয়ায় এখনও বিপ্লব দেবের আত্মীয়স্বজন থাকেন। কচুয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও তার কাকা যানান মুক্তিযুদ্ধের সময় বিপ্লব দেবের মা ও বাবা ভারতে চলে আসেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি বিজেপি তাকে ত্রিপুরার বিজেপি সভাপতির দায়িত্ব দেয়। 
মাত্র দুই বছরে ত্রিপুরাকে তিনি বদলে দিলেন। তাই ওনাকে নিয়েই এখন মুখ্যমন্ত্রী করার কথা শোনা যাচ্ছে। তিনি বাংলাদেশে গতবছর আওয়ামি লিগের কেন্দ্রীয় কাউন্সিলে বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে ঢাকায় গিয়েছিলেন এবং তিনি তার ভিটেমাটি বাড়িতেও গেছিলেন।
Today Bengali News

সানি লিওন আজ এক নতুন মানবিকতার পরিচয় দিলেন..

একটি কন্যা সন্তানের পর এবার দু’টি যমজ ছেলের বাবা মা হলেন ড্যানিয়েল ওয়েবার ও সানি লিওন। সানি ও তাঁর স্বামী ন’মাস আগেই দত্তক নিয়েছিলেন একটি কন্যা সন্তান। এবার তাঁরা সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের অভিভাবক হলেন।
সোমবার ইনস্টাগ্রামে তাঁরা তাদের তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেছেন। ছবি ক্যাপশনে সানি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগেই আমাদের ছেলেদের জন্ম। ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখে ছিলেন। এখন আমরা তিন সন্তানের গর্বিত বাবা-মা…’। 
আসলে বিয়ের প্রায় ছ’বছর পর মহারাষ্ট্রের লাতুর এলাকার চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি থেকে ২০১৭-র ২১ জুলাই প্রথম সন্তান দত্তক নিয়েছিল।তাঁর প্রথম মেয়ে সন্তানের নাম রাখেন নিশা কওর ওয়েবার। সানি ছবি শেয়ার করে জানিয়েছেন তাঁদের দুই ছেলের নাম হচ্ছে আশার সিংহ ওয়েবার ও নোয়া সিংহ ওয়েবার।
24 Ghanta Live News

Big Breaking: দ্রুত রামমন্দির তৈরী না হলে ভারত সিরিয়ায় পরিণত হবে, কেন এমন মন্তব্য পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: রামমন্দির ইস্যুর শীঘ্রই সমাধান না হলে ভারত সিরিয়ায় পরিণত  হতে পারে ভারতে। কেন এমন মন্তব্য দিলেন  শ্রী শ্রী রবিশঙ্কর? তার আসল কারণটি হলো সিরিয়ায় গত আট বছর ধরে চলতে থাকা সংঘাতে ৪ লক্ষ ৬৫ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।

সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ টেনে রবিশঙ্কর বলেন  মুসলিমদের অযোধ্যার জমির ওপর দাবি ছেড়ে দেওয়া উচিত তার সাথে অযোধ্যা মুসলিমদের ধর্মস্থান নয়। তা কিছু দিন আগেই প্রমান হয়ে গেছে। তার এই মন্তব্যে রামজন্মভূমি ও বাবরি মসজিদ ইস্যুতে নতুন বিতর্ক শুরু হয়ে যায়।
Today 

Anandabazar Patrika

Bengali News

বিরোধী দল আজ এমন এক কান্ড করলো সংসদে যাতে বাধ্য হয়ে চেয়ারম্যান অধিবেশন মুলতুবি করেন…

সুপ্রভাত ডিজিটাল: আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন।পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা। আজ এই নিয়ে সংসদও চালানো যায়নি 

গোলমালের জেরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। বিরোধীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনারা সংসদে আছেন না অন্য কোথাও?’ কিন্তু তিনি বারবার আসনে ফিরে যেতে বললেও, সে কথা না শুনে হইচই করতে থাকেন বিরোধী দলগুলির সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
24 ghanta Live News

Design a site like this with WordPress.com
Get started