24 Ghanta Live News
লেনিনের সাথে নেতাজি ও স্বামীজির তুলনা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
24 Ghanta Live News
সুপ্রভাত ডিজিটাল: এনাকে চিনতে পারছেন ? কে ইনি? ইনি হলেন বিজেপির বড় নেতা, ইনি এমন এক নেতা যে যখন তিনি বলা শুরু করেন তখন বিরোধীরা চুপ হয়ে যায়। কেন এমন সাজ এই নেতার তার আসল কারণটি হলো ইন্দৌরে এক হাস্যকবি সম্মেলন হয় প্রতিবছর ইন্দৌরে আয়োজিত হয় বাজার বাট্টু নামে এই হাস্যকবি সম্মেলন।
সুপ্রভাত ডিজিটাল: ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেব এর নাম চলছিল সব জায়গায় এবং আজ সেই নামে সরকারি সিলমোহর দিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার পর দিন রাত খেটে এই ফল পাওয়া যায় তাই দলের মধ্যে অনেকেই স্বীকারও করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে।
সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের লক্ষ করে পাথর ছুড়লে শাস্তি হবে। ২৭ জানুয়ারি পাথরছোঁড়া জনতাকে আটকাতে মেজর আদিত্য গুলি চালান এবং ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আসল প্রশ্ন হচ্ছে পাথরছোঁড়া জনতা সেনাদের উপর পাথর ছুড়লে কিছু করা যাবে না আর সেনা যদি কিছু করে তাহলে মেবুবা মুফতি সরকার তার বিরুদ্ধে এফআইআর দায় করে।
সুপ্রভাত ডিজিটাল: রামমন্দির ইস্যুর শীঘ্রই সমাধান না হলে ভারত সিরিয়ায় পরিণত হতে পারে ভারতে। কেন এমন মন্তব্য দিলেন শ্রী শ্রী রবিশঙ্কর? তার আসল কারণটি হলো সিরিয়ায় গত আট বছর ধরে চলতে থাকা সংঘাতে ৪ লক্ষ ৬৫ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।
সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ টেনে রবিশঙ্কর বলেন মুসলিমদের অযোধ্যার জমির ওপর দাবি ছেড়ে দেওয়া উচিত তার সাথে অযোধ্যা মুসলিমদের ধর্মস্থান নয়। তা কিছু দিন আগেই প্রমান হয়ে গেছে। তার এই মন্তব্যে রামজন্মভূমি ও বাবরি মসজিদ ইস্যুতে নতুন বিতর্ক শুরু হয়ে যায়।
Today
সুপ্রভাত ডিজিটাল: আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন।পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা। আজ এই নিয়ে সংসদও চালানো যায়নি।
গোলমালের জেরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। বিরোধীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনারা সংসদে আছেন না অন্য কোথাও?’ কিন্তু তিনি বারবার আসনে ফিরে যেতে বললেও, সে কথা না শুনে হইচই করতে থাকেন বিরোধী দলগুলির সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
24 ghanta Live News