চিনা ভাষায় চিনকে এই পদ্ধতিতে কড়া জবাব দিতে চলেছে ভারতীয় সেনা..!

ভারতীয় জওয়ান সেনাদের অস্ত্রের বদলে ধরতে হচ্ছে বই খাতা। যেতে হচ্ছে ভাষাশিক্ষার ক্লাসে। সেনাকর্তার নির্দেশ অনুসারে, শিখতে হবে চীনা ভাষা। মনে এই প্রশ্ন আসতেইপারে, যে জওয়ানরা সীমান্তে গুলির জবাব গুলিতে দেন, তাঁদের আবার নতুন করে ভাষা শেখার কি দরকার?

কিন্তু কানে আসছে, চীনের রেড আর্মিরও চিন্তিত হয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর এই নতুন পরিকল্পনায়। গবেষকদের মতে, একে অন্যের ভাষা জানলে যেমন শান্তির সময় দুই দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, আবার সংঘর্ষের সময়ও এটা একটা মারাত্মক হাতিয়ার হয়ে উঠবে। কয়েক বছর আগেই টের পাওয়া গিয়েছিল যে, চীনা সেনাবাহিনীর একাংশ ভারতীয় ভাষায় দক্ষ। যখন সীমান্ত পার করে আচমকা চীনা ফৌজিরা অরুণাচল প্রদেশে ঢুকে গোলযোগ সৃষ্টি করেছিল, তখন তারা নাকি বিশুদ্ধ হিন্দি ভাষায় কথা বলছিল।

ভারতীয় সেনাবাহিনীর কথা হচ্ছে যে, তারা যদি পারে, আমরা পারবনা কেন? চীনের অধিকাংশ মানুষ যে ভাষায় কথা বলে সেটা হলো মান্দারিন পশ্চিমবঙ্গের বিশ্বভারতী ও মধ্যপ্রদেশের সাঁচির একটি বিশ্ববিদ্যালয়ে এই ভাষা শেখানো হয়। সংবাদ সূত্রে খবর, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ানদের দুটি দলকে ইতিমধ্যেই মান্দারিন শিক্ষা দেওয়ার ব্যবস্হা শুরু হয়ে গেছে। মাত্র একবছরেই নাকি চীনা ভাষা শিখে ফেলবে ভারতীয় জওয়ানরা। এখন শুধু প্রতীক্ষা।

Today Bengali News

*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

নেতাজির আজাদ হিন্দ ফৌজের ধন সম্পত্তি কারা লুঠ করেছিলো ?? বেরিয়ে এল এক চাঞ্চলকর তথ্য..


সুপ্রভাত ডিজিটাল:   নেতাজি সুভাষ চন্দ্র বসু এর সঙ্গে জড়িত অনেক রহস্য এখনো মানুষের কাছে অজানা।সম্প্ৰতি ইন্ডিয়া টুডে এইরকম এক রহস্য ফাঁস করার পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক অবাক করার সাথে সাথে তাদের আঘাত করে।আসলে বিষয় টা হলো নেতাজির জমা করা টাকা -পয়সা ও ধন সম্পত্তি নিয়ে।সেই টাকা-পয়সা যেটা দেশের স্বাধীনতা লড়াইয়ের জন্য তিনি সংগ্রহ করেছিলেন।




কিন্তু নেতাজির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে ওই টাকা-পয়সা লুটে নেওয়ার জন্য লেগে পড়ে কিছু লোক।করা ছিল সেই লোক,যারা নেতাজির জমা করা ধনসম্পত্তি লুটে নিয়েছিলেন? স্বাধীনতার এত বছর পরেও এই রহস্য গুলিকে মানুষের কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছে।কিন্তু ইন্ডিয়া টুডে এর হাতে টপ সিক্রেট ফাইল আসার সাথে সাথে আজাদ হিন্দ ফৌজ এর জন্য নেতাজির জমানো সমস্ত ধনসম্পত্তির গোপন তথ্য ফাঁস হয়ে যায়।নেতাজির কাছে কত ধনসম্পত্তি ছিল,কিভাবে জমা হয়েছিল সেই ধনসম্পত্তি এবং শেষ পর্যন্ত কোথায় গেল সেই ধনসম্পত্তি ,এর সমস্ত তথ্য প্রকাশ করে ইন্ডিয়া টুডে তাদের ম্যাগাজিনে।

নেতাজির জমা করা ধনসম্পত্তি ৪ টি বড় স্টিল এর বাক্সের মধ্যে বন্ধ করা ছিল।যার মধ্যে ছিল ৮০ কিলো সোনা,এছাড়া ছিল সোনার গয়না,হীরা,সোনার তৈরী কয়েন ছিল।তাছাড়াও হিটলারের দেওয়া সোনার তৈরী সিগারেটএর বাক্সের মতো দামি উপহারও ছিল এবং ১ কোটি টাকারও বেশি নগদ টাকাও ছিল।আজাদ হিন্দ ব্যাংকে ৪২ কোটি টাকা এবং ২৮,০০০ সোনার কয়েনও ছিল।এত বিপুল পরিমান ধনসম্পত্তির কথা জহরলাল নেহেরু ভালোভাবেই জানতেন।কিন্তু উনি এই বিষয় নিয়ে কোনো তদন্ত করেননি উল্টে যারা এই ধনসম্পতি চুরির সাথে যুক্ত ছিলেন তাদের পুরস্কার দেন এবং সরকারে বিশেষ পদও দিয়েছিলেন।জানা গেছে নেতাজির ধনসম্পত্তি চুরি করেছিলেন উনারই কিছু ঘনিষ্ট যার মধ্যে এ আইয়ের ও এইম রামামূর্তির নাম জড়িত।

আরো জানা গেছে জাপান সরকার বার বার জহরলাল নেহেরুকে এব্যাপারে সূচিত করা সত্ত্বেও তিনি কিছু ব্যবস্থা নেননি ।উল্টে এদের মতো লোকদের পুরস্কিত করেন এবং তাদের সরকারে পদ দেন,যেটা রাষ্ট্রের সাথে একটা বড় ধোকা।নেতাজির কাছে এত বিপুল পরিমান ধনসম্পত্তি দেশের সাধারণ মানুষ দেশকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দিয়েছিলেন।কিন্তু উনি মারা যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোভী মানুষ সেই ধনসম্পত্তি চুরি করে রাষ্ট্রে সাথে বেইমানি করেন।ইন্ডিয়া টুডেএর মতানুযায়ী ,দেশের হাজার,হাজার মানুষ স্বাধীনতার জন্য এত বিপুল ধন নেতাজিকে দিয়েছিলেন।এখনো সরকারিভাবে সেই দস্তাবেজগুলি বের করা হয়নি যেখানে এই ব্যাপারে সমস্ত তথ্য রয়েছে।এখন দেখার সরকার কখন সেই তথ্য বের করে মানুষের সামনে নিয়ে আসে।



*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
supravat
Today Bengali News

শিশু ধর্ষণে করলে এবার ফাসি, এমনই কড়া আইন তৈরী হল এই বিজেপি শাসিত রাজ্যে…!

সুপ্রভাত ডিজিটাল: এবার শিশু ধর্ষণ নিয়ে এক কড়া আইন নিয়ে আসছে এই বিজেপি শাসিত রাজ্য। 

গতকাল এমন আইন পাশ হল বিধানসভায়, এই আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোনও মেয়েকে ধর্ষণ করলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই নতুন আইন তৈরী হল রাজস্থানে, রাজস্থান সরকার বলে শিশু ধর্ষণের মতো ঘটনা প্রায়ই ঘটে চলেছে।

এই ধরণের ঘটনার মোকাবিলায় কড়া আইন দরকার। এর আগে মধ্যপ্রদেশের বিধানসভাতেও এই আইন পাশ হয়েছে। সেখানেও রয়েছে মৃত্যুদণ্ডের সংস্থান। এই আইন এর পর মনে করা হচ্ছে ধর্ষণের ঘটনা প্রতিরোধ হতে চলেছে। এই নতুন আইনে বলা হয়েছে ভারতীয় দণ্ডবিধির 376-AA ধারায় যোগ করা হয়েছে নতুন আইন। নির্যাতিতার বয়স ১২ বছরের নিচে হলে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে। ১৪ বছরের সশ্রম কারাদণ্ড অথবা আজীবন জেল।

*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।*****

supravat

24 Ghanta

Today Bengali News

ভিডিও: নিজের জালে নিজেই ফাঁসলেন রাহুল, হতে পারে শাস্তিও!! দেখুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: সিঙ্গাপুরের লি কুয়ান ইয়েওই স্কুল অফ পাবলিক পলিসিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে রাহুলকে এক যুবক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়।

প্রশ্ন করেছিলেন পিকে বসু, তিনি বলেন কংগ্রেসের আমলে ভারতের মাথা পিছু আয় সবসময়ই বিশ্বের গড় মাথাপিছু আয়ের তুলনায় কম হয় এবং কংগ্রেস ক্ষমতা থেকে সরলেই তা অনেকটাই বেড়ে যায় কেন? এই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়। 
পিকে বসু দাবি করেন তার প্রশ্নের উত্তর রাহুল গান্ধী দিতে পারেনি। এতটা ঠিক ছিল কিন্তু আসল ঘটনা ঘটলো রাহুল এর সেই প্রশ্নের ভিডিওটি নিয়ে। বর্তমানে সেই ভিডিওটি ছাড়া হয় কংগ্রেস এর তরফ থেকে কিন্তু পিকে বসু দাবি করেন রাহুল তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং রাহুল তাঁর প্রশ্নের উত্তর দিতে পারেননি। 
এই বিকৃত ভিডিও সম্প্রচার করতে থাকলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও হুমকি দিয়েছেন পিকে বসু। তাঁর দাবি, কংগ্রেস যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে রাহুলের উত্তরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।যে ভিডিওটি কংগ্রেস প্রকাশ করেছে তাকে বসুর প্রশ্নের পর দর্শকদের মধ্যে আরও একজনকে দেখানো হয়, যিনি কংগ্রেসের প্রশংসা করেছিলেন।

দেখুন ভিডিওটি 

                                           

***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
supravat

24 Ghanta

আবর্জনা নিয়ে এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ..

সুপ্রভাত ডিজিটাল: আবার এক নতুন পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর সাথে সাথে দেশবাসীকেও অবাক করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ‘সচ্ছ ভারত অভিযান’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অসাধারণ পদক্ষেপ নিলেন যোগী ।

আসল ঘটনাটি হলো যোগী উত্তরপ্রদেশের রাজধানী শহরকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এই পদক্ষেপ। লখনউকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আবর্জনা ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনের বিশেষত্ব এই যে, এই মেশিনে আপনি আপনার অপ্রয়োনজনীয় কোনো বস্তু ফেললে তার জন্য কিছু মূল্য পাবেন।
 বর্তমানে এর নাম আবর্জনা ATM, এই মেশিনের ফলে সাধারণ মানুষেও খুব উপকার হবে। মেশিনে আধার কার্ড রিডার লাগানো আছে যাতে আবর্জনা ফেলার ব্যক্তিটির পরিচয় মেশিন বুঝতে পারবে। এই মেশিনে ২০০ মিটার রেঞ্জ এ Wifi এর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।এই মেশিনে একটি প্লাস্টিক বোতল ফেললে ১ টাকা এবং একটা কাঁচের বোতল ফেললে ২ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।এই মেশিন উত্তরপ্রদেশের প্রত্যেক গ্রাম, শহরে লাগানো হবে।


***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
supravat

বিজেপি চাপে তৃণমূল কংগ্রেস এবার একসাথে..

সুপ্রভাত ডিজিটাল:     ফের বিজেপির চাপে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে মমতা। এমনটাই বলেন নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে সভায় ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিজেরা প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করা হবে, এমন প্রস্তাব খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীই দিয়েছিলেন। কিন্তু, কংগ্রেসের সমর্থন নিতে সিপিএম নারাজ। তাই নিজেদের প্রার্থী ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। পাঁচটি আসনে নির্বাচন হচ্ছে বাংলায়।বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামেদের সক্রিয় হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন ধরে যে ভাবে বার বার মুখ খুলছিলেন তা থেকে বোঝা যাচ্ছে মমতা চাই তৃণমূল কংগ্রেস ও বাম এক সাথে হয়। 
বর্তমান সময় রাজ্যে যে ভাবে বিজেপি তার দল শক্ত করছে তাতে সব দল এর চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপুল জয় এর পর বিজেপি এ রাজ্যেও পড়তে চলেছে নতুন সরকার, দাবি গেরুয়া শিবিরের।

স্বেচ্ছা মৃত্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের..


শুক্রবার দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করলো। মৃত্যুশয্যায় যদি ককোনো ব্যক্তি নিদারুন কষ্ট, যন্ত্রনা ভোগ করেন, তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারবেন।সুইজারল্যান্ড ও আরও অনেক দেশে এই অধিকার থাকলেও আমাদের ভারতে এই স্বেচ্ছামৃত্যুর অধিকার ছিলো আত্মহত্যার সমান দণ্ডনীয় অপরাধ।



কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে গোটা পরিস্থিতি পাল্টে গেল। কমন কজ নামে একটি সংস্থা বলেছে, বেঁচে থাকাটা যেমন মানুষের ব্যক্তিগত অধিকার, তেমনি মৃত্যুশয্যায় রোগে যন্ত্রনা ভোগ করার বদলে সম্মানের সঙ্গে মৃত্যুবরণটাও তাদের অধিকারের মধ্যে পরা উচিত।তবে এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একগুচ্ছ কড়া শর্তও জারী করেছে।

শীর্ষ আদালত জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি চিকিৎসাসুস্থ হতে পারবেন না এবং তিনি কোনো আর্টিফিসিয়াল সাপোর্ট সিস্টেমের সাহায্যে বেঁচে থাকতে চাইবেন না, যখন তাঁকে সজ্ঞানে “লিভিং উইল” করে স্বেচ্ছামৃত্যু চেয়ে রাখতে হবে। তারপর তাঁর অচেতন অবস্থায় উপস্থিত হলে বা সেই অবস্থা থেকে ওঠার সম্ভবনা না থাকলে, রোগীর নিকট আত্মীয় বা ঘনিষ্ট বন্ধু এই ইচ্চাপত্রের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করতে পারবেন। তারপর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************


24 Ghanta Live News

পাকিস্তানের সাথে সম্পর্ক আছে মহম্মদ শামিরের!! বিস্ফোরক মন্তব্য করে আর কি বললেন স্ত্রী…!

সুপ্রভাত ডিজিটাল:   হাসিন জাহান তাঁর স্বামী মহম্মদ শামিরের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন। শামিরের বিরুদ্ধে তিনি বিশ্বাসভঙ্গের অভিযোগ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন। তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে, শামির চেয়েছিলেন একটা বলিউডের এক নায়িকাকে বিয়ে করতে। 
হাসিন অভিযোগ করেছেন, তাঁকে ডিভোর্সের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। পাকিস্তানের এক মহিলার সাথে তাঁর সম্পর্কে আছে। প্রবীণ ত্রিপাঠি, যিনি যুগ্ম পুলিশ কমিশনার তাঁর কাছে হাসিন তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শামিরের বিরুদ্ধে ৩০৭, ৩২৮,৩৭৬ ও ৪৯৮-র জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 
হাসিন জানিয়েছেন, শামির ওই পাকিস্তানের মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শামির নাকি তাঁর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেন। যখন হাসিন শামিরদের গ্রামের বাড়ি যান, শামির তখন তাঁর দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে তাঁকে জোর করেন। তাঁর শশুরবাড়ির লোকেরা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে খুনের চেষ্টা করেন। কিন্তু তা হয়নি। 
কারণ তিনি সেখান থেকে পালিয়ে যান ও নিরাপদে কলকাতায় ফিরে আসেন। কিন্তু শামির এই সব অভিযোগ অস্বীকার করে বলছেন, এই সব তাঁর কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্র। তাঁর স্ত্রীর অভিযোগের সঠিক তদন্ত খুঁটিয়ে দেখতে চেয়েছেন তিনি।

***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News
Today Bengali News

আজ নতুন চমক নিয়ে আসছে ত্রিপুরা যা ইতিহাসে এই প্রথম..

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় এবার ২৫ বছরের বাম শাসন এর পর প্রথমবার ক্ষমতা বিজেপি সরকার। আজ বেলা ১২টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিপ্লব কুমার দেব। আজ বেলা বারোটায় অসম রাইফেলস ময়দানে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। 
বিপ্লব দেবের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জিষ্ণু দেববর্মা।মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং আরো বিজেপির কিছু নেতা। সব থেকে মজার বেপারটি হলো মঞ্চে উপস্থিত থাকতে পারেন পূর্ব মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিপ্লব দেব নিজে গিয়ে সরকারী আবাসনে তাকে আমন্ত্রণ যানান। 
মানিক সরকার ও সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বিপ্লকে বলেন ফলপ্রকাশের পর থেকে জারি থাকা তাণ্ডব বন্ধ করা দরকার এবং বিপ্লব আশ্বাস দিয়েছেন তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ত্রিপুরায় এবার ৬০টির মধ্যে ৫৯ আসনে ভোট হয় এবং বিজেপি ও আইপিএফটি ৮টি তাই আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা বলেন নতুন মন্ত্রিসভায় ২টি দফতর পাবেন তাঁরা।

Anandabazar Patrika

***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

গেরুয়া রাজ – ভারতের 21 রাজ্য সহ 70 শতাংশ দখল বিজেপির..!!

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরা,মেঘালয় ও নাগাল্যান্ড এর পর পর জয়ের পর এবার রেকর্ড করলো এনডিএ সরকার অর্থাৎ মোদী সরকার। এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশের ৭০% ভাগ দখল করেছে। বর্তমানে বিজেপি শাসিত ২১টি রাজ্যে দেশের ৭০% লোক বসবাস করে। এই রেকর্ড ইন্দিরা গান্ধী অর্থাৎ কংগ্রেসেরের আমলেও ছিল না।

দেশে ২০১৪ প্রথম মোদী ঝড় এসেছিল এবং সেই ঝড় যত দিন যাচ্ছে বাড়ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি বিজেপিতে নিয়ে আসলো এক নতুন স্বর্ণযুগ। এর আগে কোনও রাজনৈতিক দল এত বড় সাফল্য পায়নি। বর্তমানে দেশের সবথেকে বড় ১০টি জনবহুল রাজ্যের মধ্যে বর্তমানে ৭টিতে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্দ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং রাজস্থান।

***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News
Design a site like this with WordPress.com
Get started