মুসলিম বুদ্ধিজীবীদের কাছে এক বড়ো প্রতিজ্ঞা করলেন রাহুল গান্ধী।

হিন্দুদের বোকা বানিয়ে এবং মুসলিম সম্প্রদায়কে তোষণ করেই বছরের পর বছর ভারতে শাসন করেছে কংগ্রেস। কিন্তু মোদী সরকার আসার পর থেকে কংগ্রেসের হিন্দু বিরোধী নীতিগুলির পর্দাফাঁস করেছে যার ফলস্বরূপ দেশের সংখ্যাগরিষ্ঠরা কংগ্রেসকে হিন্দুবিদ্বেষী ও দেশ বিরোধী পার্টি বলে ঘোষণা করে দিয়েছে। তাই এখন দেশের হিন্দুদের খুশি করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী(খ্রিষ্টান) নিজেকে পৈতেধারী হিন্দু বলে দাবি করে মন্দিরে মন্দিরে ভ্রমণ করতে শুরু করেছে।

বিশেষ করে গুজরাট ও কর্ণাটক এর প্রচারের আগে প্রায় প্রতিদিন মন্দিরে ভ্রমনে ছিলেন রাহুল গান্ধী। আর এই নিয়েই রাহুল গান্ধীর উপর রেগে আছেন মুসলিম বুদ্ধিজীবি মহল। আপনাদের জানিয়ে রাখি গুজরাট ও কর্ণাটক ভোটের আগে প্রচুর পরিমানে মন্দির ভ্রমন করেই আশানরূপ হিন্দুভোট পাননি রাহুল গান্ধী তাই হিন্দু মন্দির যাওয়া বন্ধ করে আবার মুসলিম বুদ্ধিজীবী ও কংগ্রেসের পুরানো ভোটব্যাঙ্ক দের সাথে বৈঠক করেন এদিন। শোনা যাচ্ছে, মুসলিম বুদ্ধিজীবীরা বৈঠকে মন্দির যাওয়া নিয়ে রাহুল গান্ধীর উপর ক্ষোপ উগরে দেন। জানা গেছে মুসলিম বুদ্ধিজীবীরা জানান যে কংগ্রেস পার্টি তাদের আদর্শ ও মুসলিমদের প্রতি দায়বদ্ধতা থেকে সরে আসছে।এর পর রাহুল গান্ধী মুসলিম বুদ্ধিজীবীদের কাছে এই ব্যাপারে ক্ষমা চান বলেও জানা গেছে। শুধু এই নয় রাহুল গান্ধী মুসলিম বুদ্ধিজীবী মহলের কাছে একটা প্রতিজ্ঞাও করেন।

রাহুল গান্ধী তাদের জানান যে আর এরকমটা কখনোই হবে না। অর্থাৎ তিনি মসজিদ ছেড়ে মন্দিরে মন্দিরে ঘুরবেন না সেই ব্যাপারে নিশ্চিত তাদের কাছে শপদ নেন যে এমনটা আর কখনোই হবে না। আপনাদের জানিয়ে রাখি রাহুল গান্ধীর দল আরো একবার মুসলিম তোষণ করে ভোট নেওয়ার জন্য মাঠে নেমে পড়েছে। সম্প্রতি দেশের প্রত্যেক জেলায় শরিয়া আদালত গঠন করার জন্যেও সমর্থন জুগিয়েছে তারা।

 

The post মুসলিম বুদ্ধিজীবীদের কাছে এক বড়ো প্রতিজ্ঞা করলেন রাহুল গান্ধী। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2uoOxQP

Big Braking: খুনের অভি‌যোগে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের এই সদস্য..

সুপ্রভাত ডিজিটাল: এবার খুনের অভিযোগ উঠলো বর্তমান সরকারের উপর। তৃণমূল নেতা ডালিম সেখকে খুনের অভি‌যোগে গ্রেফতার করা হল বর্ধমান জেলার এক পরিষদের তৃণমূল সদস্য উপর। গতকাল বর্ধমানের উল্লাস মোড় থেকে গ্রেফতার করা হয় বিকাশ নারায়ণ চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে।

গত এক বছর আগে খুন হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ,এবং তার পর থেকেই ওনার স্ত্রী অভি‌যোগ করেন খুনের সঙ্গে জড়িত বিকাশ নারায়ণ চৌধুরী এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রহমতউল্লা চৌধুরী। তদন্তের ভার পরেছিল সিআইডির উপর এবং তার পর থেকেই খুঁজছিল সিআইডি, গতকাল তাকে খুঁজে পায় সিআইডি। ডালিম সেখ খুনের তদন্তে পুলিস ইতিমধ্যেই আগেই ১৬ জনকে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার হলেন বিকাশ চৌধুরী। গত কিছু দিন ধরে সিআইডি বিকাশ নারায়ণের উপর নজর রাখছিল এবং গতকাল তাকে মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করে সিআইডি।


*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

supravat

এবার এই সুবিধা আপনিও পাবেন, স্মার্ট রেল নিয়ে বড় প্রকল্প মোদী সরকারের..

স্মার্ট রেল প্রকল্প এবার ভারত সরকারের। আর কিছুদিনের মধ্যেই স্মার্ট রেল চলবে ভারতে। স্মার্ট রেল শুনে সাধারণ মানুসের একটু হলেও উত্সাহিত হবে। কি কি থাকবে এই রেলে ? কেমন হবে এই গাড়ি দেখতে তাহলে আপনাকে জানিয়ে রাখি ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা তার সাথে আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা। এমনটাই জানালেন দেশের বর্তমান রেলমন্ত্রী পীযূষ গয়াল।

তিনি বলেন আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজ খুব তারাতারি পূর্ণ করবো আমরা। তিনি এর সাথে আরো বলেন আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা হল মোদী সরকারের ধর্ম। তিনি এর সাথে বলেন রায়বরেলির রেল কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবে আমাদের সরকার, এবং তার জন্য যথাযত ব্যবস্তা আমরা এখন থেকেই নিতে শুরু করেছি। 
এর সাথে তিনি বলেন কিছু যাত্রী ভালো সুবিধা গুলিকে ঠিক করে ব্যবহার না করে তাতে ক্ষতি করার চেষ্টা করে যার ফলে যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে। এমন ক্ষতি যারা করছে ধরা পড়লে শাস্তি তাকে পেতেই হবে, কিছু মানুসের জন্য সাধারণ মানুসের অসুবিধা বড়দাস্ত করবো না।

*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

ভিডিও: চাপে পরে রামের নাম ফারুকের মুখে পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা রাম এর নাম করলেন।তিনি বলেন আমি মুসলিম কিন্তু কেন জানি রামের প্রতি একটা অদ্ভূত আবেগ রয়েছে আমার। গতকাল এক জীমিডিয়া মঞ্চে দাড়িয়ে তিনি এই কথা বলেন এবং একটি গানও করেন মেরা রাম… জিস গলি গয়ে মেরা রাম, জিস গলি গয়ে মেরা রাম, মেরা আঙ্গন, সুনা-সুনাস জিস গলি গয়ে মেরা রাম, মেরা শ্যাম, জিস গলি গয়ে মেরা রাম, সখী-সখী ধুন্ডে কহাঁ গয়ে মেরা রাম।

এমন ভোল বদলে আসল কারণটি কি? এর মধ্যেও কি কিছু রাজনীতি লুকিয়ে আছে, ঠিক তাই এমনটাই বিজেপি তরফ থেকে জানা যায় সামনে ভোট তাই আজ সবার রাম এর নাম নিতে হচ্ছে। যে সব সময় দেশ বিরোধী কথা বলে তার এমন রাম রাম করার কারণ কি? ফারুক বলেন হিন্দুরা আমাকে মুসলিম ভাবে। মুসলমানরা ভাবেন হিন্দু। কাশ্মীর সমস্যার সমাধান কবে হবে জানিনা তাই ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি।

দেখুন ভিডিওটি:

             



*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

৫১৫ কোটি ব্যাঙ্ক প্রতারণা রাজ্যে..

সুপ্রভাত ডিজিটাল: এবার টলিউডে ব্যাঙ্ক প্রতারণা ঘটনা উঠে এল। ৫১৫ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক প্রতারণা। প্রতারণা হয় কানাড়া ব্যাঙ্ক থেকে। অভিযোগ ওঠে টলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে। 

কৌস্তুভ রায় এবং শিবাজি পাঁজার বিরুদ্ধে ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলা দায় হয় তদন্তে
সিবিআই।

সিবিআইয়ের সাথে সাথে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু ইডি। ওই দু’জনের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি কৌস্তুভ ও শিবাজির সম্পত্তির তালিকা তৈরি করছে ইডি। ই দুই অভিনেত্রীর মাধ্যমেই টাকা সরানো হতে পারে বলে মনে করছে সিবিআই।


*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।*****
supravat

এই মিথ্যে কারণের জন্য পূর্ব বিজেপি মন্ত্রীর কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল..

সুপ্রভাত ডিজিটাল:  দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল এবার ক্ষমা চাইলেন পূর্ব বিজেপি মন্ত্রীর থেকে। আসল ঘটনাটি হল পাঞ্জাবের নির্বাচনে প্রচারের সময়।

যখন পাঞ্জাবে নির্বাচন প্রচার করছিলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেই সময় হটাত তিনি সেই সময়ের মন্ত্রী বিক্রম সিং মজিদীয়কে ড্রাগ ব্যবসায়ের অভিযোগ করেন এবং তিনি বলেন বিক্রম সিং সাধারণ মানুষকে ড্রাগ এর নেসা করাচ্ছেন।

 ২০১৬ সালের ২০ মে অমৃতসরের আদালতে কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাজিতিয়া। সেই মামলাতেই ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী।এই অভিযোগের পর বিক্রম সিং মজিদীয় মানহানির মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল এর উপর। এই ঘটনা নিয়ে তিনি বলেন আমি আগে যা বলেছি তা ভিত্তিহীন আমি এই বিষয় নিয়ে বিক্রম সিং মজিদীয় এর কাছ থেকে ক্ষমা চাই। আমি এইভাবে আমার সব বিবৃতি এবং আপনার বিরুদ্ধে তৈরি অভিযোগ এবং এটি জন্য ক্ষমা চাই। একজন মুখ্যমন্ত্রী আদালতে চিঠি দিয়ে আমার বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক মুহূর্ত। শেষপর্যন্ত সত্যের জয় হয়েছে।

বিশ্ব সমীক্ষায় ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি ভারত..

সুপ্রভাত ডিজিটাল: সামরিক শক্তির নিরিখে বিভিন্ন দেশের ওপর চালানো সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারত অস্ত্র আমদানিতে যত বাড়ছে তেমনি কমছে পাকিস্থানের। বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরা সমীক্ষা সংস্থা ‘গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী প্রথম স্থানে আমেরিকা ফ্রান্স ও ব্রিটেনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ভারত।

তৃতীয় স্থানে চিন। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৫১ বিলিয়ন ডলার।ভারতের কাছে সবমিলিয়ে ২ হাজারের বেশি যুদ্ধবিমান (যুদ্ধবিমান, সামরিক পরিবহণ বিমান ও সামরিক হেলিকপ্টার মিলিয়ে) রয়েছে। সক্রিয় সেনার সংখ্যা ১৩ লক্ষের বেশি।এছাড়া, আরও ২৮ লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে ভারতের। যুদ্ধট্যাঙ্কের সংখ্যা প্রায় ৪৪০০।ভারত অস্ত্র আমদানিতে যত বাড়ছে তেমনি কমছে পাকিস্থানের। 
এমনটা জানা গেল সোমবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত তথ্যে। গবেষণায় জানা গেছে ভারতের বৃহত্তম প্রধান অস্ত্র আমদানিকারক হিসাবে আবির্ভূত হয়েছে। ২০১৩-১৭ সালে ভারতে বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে যা মোট আমদানির 12 শতাংশ। 
গবেষণায় জানা যায় ২০০৮-১২ এবং ২০১৩-১৭ সালের মধ্যে ভারতে অস্ত্রের আমদানিতে ২4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যে দেশ ভারতকে সর্বাধিক অস্ত্র আমদানি করে তার পরিমাণ 62 শতাংশ। কিন্তু সেই জায়গায় পাকিস্তান সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে যে ২০০৮-২০১২ থেকে ২013-17 এর মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির পরিমাণ 36 শতাংশে নেমে এসেছে।

*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।*****

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এল মোদী সরকার..

সুপ্রভাত ডিজিটাল: সুখবর কেন্দ্র সরককারের কর্মচারীদের বাড়তে চলেছে বেতন। এবার এপ্রিল মাস থেকেই সপ্তম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনু‌যায়ী গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করে কেন্দ্র সরকার। কর্মচারীদের নূন্যতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২১ হাজার টাকা হবে অর্থাৎ ৩ হাজার টাকা বেতন বাড়ছে।

সপ্তম বেতন কমিশনের অনু‌যায়ী বেতন ২১ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়। কিন্তু রাজ্যে সরকারী কর্মচারীদের জন্য কোনো সুখবর নেই চাপে আছে রাজ্য সরকার সামনেই ভোট কিন্তু এখন পর্যন্ত ডিএ বাড়েনি। মোদী সরকার সপ্তম বেতন কমিশন চালু করে দিল কিন্তু রাজ্য সরকার তা করতে পারছে না।

বর্তমানে দেশের ২২টি রাজ্য কেন্দ্রের সমান হারে ডিএ পাচ্ছে সরকারী কর্মচারীরা কিন্তু রাজ্য সরকারের কাছে বড় চাপ আগামী এক বছরের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দেওয়া। রাজ্য সরকার যদি এখন ডিএ না দেয় তাহলে চাপে পরবে সরকার। বর্তমানে রাজ্যের অবস্তা এতটাই খারাপ যার ফলে বর্তমানে রাজ্যে সপ্তম বেতন কমিশন অনেক দূরের এখনও ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টই জমা পড়েনি। রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এখনও মামলার রায় ঘোষণা হয়নি তবে চাপে রয়েছে রাজ্য সরকার।

*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
24 Ghanta

বচ্চন পরিবারে শোকের ছায়া ফের অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন..

সুপ্রভাত ডিজিটাল: আজ সকালে ঘটলো এক ঘটনা বচ্চন পরিবারে। হটাত অসুস্ত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। টাইমস নাও এর সূত্রের খবর থেকে জানা যায় আজ ভোরে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি। 

কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন ও তার পর মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল তাঁর জন্য পাঠানো হয়েছে ওনার জন্য। প্রাথমিক চিকিত্সার পর রাজস্থানের চিকিত্সকরা অমিতাভকে দ্রুত মুম্বই ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। ক্রমাগত সে সব শুটিং করাতেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনো রিপোর্ট জানা যায়নি ওনার বিষয়।


*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

24 Ghanta

Design a site like this with WordPress.com
Get started