বড়ো জয় মোদী সরকারের! রাজ্যসভায় উপসভাপতি নির্বাচনে ২৩০টি সমর্থনের মধ্যে NDA পেলো…

৯ আগস্ট অর্থাৎ আজ রাজ্যসভার উপসভাপতি নির্বাচন ছিল।কংগ্রেসে অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে বি কে হরিপ্রসাদ তার নাম দাখিল করিয়েছিলেন। অন্যদিকে NDA এর তরফে হরিভানশকে প্রার্থী ছিলেন। দুই পার্টির কাছেই সম্পূর্ন ভোট ছিল না যার জন্য দুই পার্টির সমস্যা বেড়েই যাচ্ছিল। এদিকে ৮ আগস্ট আসা এক খবর প্রথম থেকে কংগ্রেসকে গভীর চিন্তার ফেলে দিয়েছিল। খবর ছিল এই যে উড়িষ্যার পার্টি বিজেডি তাদের সমর্থন NDA কে দেওয়ার কথা ঘোষণা করেছিল। আপনাদের জানিয়ে দি, ২৪৪ সদস্যের রাজ্যসভাতে উপসভাপতি নির্বাচন জেতার জন্য ১২৩ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

NDA এর কাছে ১১৫ টি সদস্য ছিল, বিজেডি এর সমর্থন পাওয়ার পর এই সংখ্যা ১২৪ হয়ে গেছে। বিজেডির কাছে ৯ টি সদস্য ছিল। অন্যদিকে বিরোধীদের কাছে ১১৩ টি সদস্য ছিল। চারটি পার্টি এই নির্বাচনে অনুপস্থিত ছিল যার মধ্যে আম আদমি পার্টি, ডিএমকে, পিডিপি ও ভিএসার ছিল। এই কারণেই বিপক্ষের পাল্লা হালকা হয়েগেছিল। এখন রাজ্যসভায় উপসভাপতি নির্বাচনের জন্য ১১৬ মতের দরকার ছিল।বিভিন্ন দলের সদস্য অনুপস্থিত থাকায় ২৩০ টির মধ্যে ১১৬ টি সমর্থন প্রয়োনজন ছিল।

এখন নির্বাচন সম্পূর্ন হওয়ার পর যে পরিসংখ্যান সামনে আসছে তা চমকে দেয়ার মতো । অবিশ্বাস প্রস্তাবের পর আর একটা বড় জয় লাভ করল মোদী সরকার। নির্বাচনের পর উপসভাপতি হিসেবে হরিবংশকে নির্বাচিত করা হয়েছে। বিরোধী দলের কে বি প্রাসাদ ১০৫ টি ভোট পেয়েছেন সেখানে NDA এর সমর্থনে ১২৫ ভোট পেয়ে রাজ্যসভায় সম্পূর্ন কবজা করে নিয়েছে NDA তথা মোদী সরকার।

উল্লেখ, উপসভাপটি নির্বাচনে আরো একবার বড় হারের সম্মুখীন হতে হলো কংগ্রেসকে। আপনাদের জানিয়ে রাখি, এই নির্বাচনে কংগ্রেসের জেতার সুযোগ অনেক ছিল কিন্তু অমিত শাহের মাস্টারপ্ল্যানের জন্য কংগ্রেসকে হারের মুখ দেখতে হলো। আসলে খবর পাওয়া যাচ্ছে অমিত সাহের কথামতো নীতিশ কুমার আগে থাকতেই বিজেডির সাথে কথা বলে তাদের সমর্থন টেনে নিয়েছিল যার ফলে রাজ্যসভায় বেশ বড়রকমের জয় পেল মোদী সরকার।

The post বড়ো জয় মোদী সরকারের! রাজ্যসভায় উপসভাপতি নির্বাচনে ২৩০টি সমর্থনের মধ্যে NDA পেলো… appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2no17vq
24 ghanta

মোদী সরকারের সুনামে এই আন্তর্জাতিক সংস্থা যা বললো জানলে আপনিও গর্বিত হবেন।

কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকেই দেশকে অর্থনৈতিকভাবে মুজবুত করতে এবং দেশের দুর্নীতিকে ব্যবস্থাকে ঝটকা দেওয়ার জন্য বড়ো বড়ো পদক্ষেপ নিয়েছিল। যার মধ্যে নোটবন্দি ও GST ছিল অন্যতম, সেই সময় বিরোধীরা এই পদক্ষেপ গুলিকে নিয়ে বিরোধিতা করলেও এখন যখন দেশের GDP ও বিদেশি মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পেতে শুরু করেছে তখন নিশ্চুপ হয়ে বসে পড়েছে বিরোধী শক্তিগুলি। কোনো দেশের বিকাশ হচ্ছে কিনা তার সঠিক মূল্যায়ন করার জন্য বিশেষজ্ঞরা GDP এর উপর নজর দেন। জানলে অবাক হবেন কংগ্রেস আমলের ভারতের নমিনাল GDP এর দিক থেকে ৯ ও ১০ স্থানের মধ্যে থাকতো। কিন্তু মোদী সরকার মাত্র ৪ বছরে ভারতের GDP কে ৫ স্থানে নিয়ে গেছে।

২০১৪ সালে ভারত নমিনাল GDP তে নবম স্থানে ছিল কিন্তু মোদী সরকার আসার পর ২০১৭ সালে ব্রিটেন সহ তাবড় দেশগুলোকে পিছনে ফেলে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলির দাবি, এইভাবে চলতে থাকলে ২০২০ এর মধ্যে ভারত জার্মানিকে পেছনে ফেলে দেবে এবং ২০২৩ এর মধ্যে জাপানের আগে স্থান দখল করবে ভারত। শুধু এই নয়, সম্প্রতি IMF ভারতের অর্থব্যাবস্থা সম্পর্কে যা মন্তব্য করেছে তা জানার পর প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ফুলে উঠবে।

IMF জানিয়েছে বর্তমানে ভারতের অর্থব্যাবস্থা সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। IMF ভারতের অর্থব্যবস্থাকে এমন হাতি বলে উল্লেখ করেছে যা দৌড়াতে শুরু করেছে। ইন্টারন্যাশনাল মনিটারী ফান্ডের তাজা রিপোর্ট অনুযায়ী মার্চ ২০১৯ থেকে ভারত ৭.৩ % ও তারপর ৭ ৫% হারে বিকাশ করবে। শুধু এই নয় গ্লোবাল গ্রোথে ভারতের ১৫% অবদান থাকবে বলেও জানিয়েছে এই আন্তর্জাতিক সংস্থা।

এইভাবে বৃদ্ধি হতে থাকলে পরবর্তী তিন দশকে ভারতের চীনের স্থান দখল করবে বলে দাবি সংস্থার। শুধু IMF নয়, ওয়ার্ল্ড ব্যাঙ্কের এক আধিকারিকও দাবি করেছে যে ২০৩০ এর জন্যে বিশ্ব স্তরের যে বিকাশের লক্ষ্য রাখা হয়েছে তা সম্পুর্নভাবে ভারতের উপর নির্ভর করবে। এমনকি চীনের সরকারি মিডিয়া ‘গ্লোবাল টাইমস’ পর্যন্ত স্বীকার করেছে যে মোদী সরকারের আমলে ভারতের অর্থনীতিতে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে।

The post মোদী সরকারের সুনামে এই আন্তর্জাতিক সংস্থা যা বললো জানলে আপনিও গর্বিত হবেন। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2MAuCVK
24 ghanta

রাজ্যে বিজেপির উত্থানে ভয় পেয়ে একইদিনে তিন বিজেপি নেতার উপর হামলা করানোর অভিযোগ তৃণমূলের উপর।

সারা ভারতবর্ষ জুড়ে যে ভাবে মানুষ বিজেপিতে যোগদান করছেন, তাতে দিনের পর দিন বিজেপির ঘাটি শক্ত হচ্ছে। মানুষ এখন বিজেপিকে ভরসা করে বিজেপির পাশে এসে দাড়িয়েছেন। আর এই সব কারনেই বিজেপি বর্তমানে বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। সারা দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের রাজ্যেও। মানুষের মধ্যে বিজেপি করার একটা প্রবনতা চোখে পড়ছে। ধীরে ধীরে মানুষ বিজেপির দিকে ঢলে পরছেন।
আর এই সব নানান কারনে রাজ্যের বর্তমান শাসক দল তৃনমূল কংগ্রেস এখন বিজেপির এই উত্থান কে ভয় পেয়েছে। তাই তারা নানারকম ভাবে ভয় দেখিয়ে, গুণ্ডামি করে বিজেপিকে থামানোর চেষ্টা করছে বলে অভিযোগ রাজ্য বিজেপির। তারা উন্নয়নশীল কাজে বিজেপিকে হারাতে না পেরে গায়ের জোর খাটিয়ে পুলিশ প্রশাসনের অপব্যবহার করে বিজেপিকে রুখে দেবার চেষ্টা করছে বলেও অভিযোগ বিজেপি সমর্থকদের। তাই একই দিনে তিন বিজেপি নেতাদের উপর পর পর হামলার ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গ।

আর সেই হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছে রাজ্য তৃনমূল। বিজেপির প্রাক্তন বিধায়ক শমিক ভট্টাচার্য কে তৃনমূলের গুন্ডাবাহিনীর দারা আক্রান্ত হতে হল। যখন তিনি চাকদায় জনসভা করতে গিয়েছিলেন সেই সময় তার উপর হামলা করা হয়। তার গাড়ীটি প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্ত হয় এই হামলার ফলে। টিংকু রায় যিনি ত্রিপুরার রাজ্য যুব মোর্চার সভাপতি তিনি এই দিন ব্যারাকপুরে একটি সভা করতে এসেছিলেন, এখানে এসেই তিনি আক্রান্ত হলেন তৃনমূলের গুণ্ডাবাহিনীর দারা।

তারপরই যখন রাত ১০:৩০ টা বাজে ঠিক সেই সময় তৃণমূল দুষ্কৃতীদের হাতে বাঁকুড়াতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হামলার শিকার হলেন। বিবেকানন্দ পাত্র যিনি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি তিনি অভিযোগ করেন যে সভা শেষ করে দিলীপ বাবু দলীয় নেতা বাড়ি থেকে ১০:৩০ টা নাগাদ নৈশ ভোজ শেষ করে বেড়োন তারপরই দীলিপ বাবুর উপর কয়েকজন দুষ্কৃতী হামলা করে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, মানুষের মধ্যে ভয়ের প্রভাব দেখা দিয়েছে। জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র এই ব্যাপারটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

আগামী ১১ ই আগস্ট কলকাতাতে যুব মোর্চার তরফে একটি সভা করার কথা আছে। সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মহাশয়। তাই বিজেপি নেতৃত্ব এর প্রচারে ব্যাস্ত হয়ে পড়েছেন। কিন্তু চারিদিকে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হল শাসক দল বিজেপির এই উত্থানে ভয় পেয়ে তাদের সভায় বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। তাই দিকে দিকে এই ভাবে বিজেপি নেতাদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু এই ভাবে তারা বিজেপিকে দমিয়ে রাখতে পারবে না সেটা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে।
#অগ্নিপুত্র

The post রাজ্যে বিজেপির উত্থানে ভয় পেয়ে একইদিনে তিন বিজেপি নেতার উপর হামলা করানোর অভিযোগ তৃণমূলের উপর। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2Ook4JZ
24 ghanta

২০১৯ নির্বাচন নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন বড়ো ভবিষ্যতবাণী।

২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। বিজেপি কৃষক, মধ্যমবর্গ, ও ব্যাবসায়ীদের জন্য বেশ সুবিধাদায়ী যোজনা নিয়ে এসেছে। সেই সাথে যাতে সমস্ত সুবিধা সরাসরি জনগনের কাছে পৌঁছায় সেই লক্ষ্যে সরকার ডিজিটাল ইন্ডিয়াকে গুরুত্ব দিচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে । মোদী সরকার এই বিধানসভা নির্বাচনগুলিকে সেমিফাইনালের মতো নিয়ে প্রচার শুরু করেছে।

এখন বিধানসভা নির্বাচনের আগে জনশীর্বাদ যাত্রা নিয়ে চর্চিত এক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমন ভবিষতবাণী করেছেন যে বিরোধীদের মধ্যে হৈচৈ শুরু হয়েগিয়েছে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই সময় তার জনশীর্বাদ যাত্রা নিয়ে চর্চিত রয়েছে। শিবরাজ চৌহান এই সময় তার জনশীর্বাদ যাত্রার মাধ্যমে জনগণের কাছে তার কাজের প্রচার করে ভোট দেওয়ার অনুরোধ করছেন। শিবরাজ চৌহান তার এই সফরে নিয়ে বিবিসি হিন্দির সাথে প্রশ্নউত্তরের সম্মুখীন হয়েছিলেন।

সেখানেই চৌহান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ে ভবিষ্যতবাণী করেন। শিবরাজ চৌহান বলেন যে নরেন্দ্র মোদী আগের থেকে বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শিবরাজ চৌহানের এই মন্তব্যের পর একদিকে বিজেপি বুস্ট পেয়েছে তেমনি অন্যদিকে বিরোধী দলগুলির ভেতরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। কংগ্রেসের সাথে উনার লড়াইয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, “কোন কংগ্রেস, কটা কংগ্রেস, কেমন কংগ্রেস? কংগ্রেসের ব্যাপার কংগ্রেস জানে। আমার শুভেচ্ছা রইলো কংগ্রেসের সাথে।”

শিবরাজ চৌহান নিশ্চিতভাবে বলেন যে এবারেও মানুষের ভালোবাসা তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রাখবে। তবে উনি জানান যে কেন্দ্রের রাজনীতিতে উনি এখন পা রাখবেন না। শিবরাজ সিং চৌহান ১৩ বছর ধরে মধ্যেপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছে সেই সূত্রে উনার বক্তব্য রাজনৈতিক জগতে খুবই গুরুত্বপূর্ণ আবার সেটা যখন কয়েকটি রাজ্যে নির্বাচন লড়াইয়ের প্রস্তুতি জোরকদমে চলছে।

The post ২০১৯ নির্বাচন নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন বড়ো ভবিষ্যতবাণী। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2Mbt4Vl
24 ghanta

রাহুল ও সোনিয়াকে জেলে ঢোকানোর জন্য তৈরি হয়ে পড়েছে বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী।

বিগত ৬০ বছর ধরে ভারতকে লুটেপুটে খাওয়া কংগ্রেসের শেষসময় এগিয়ে এসেছে। মহাভন্ড গান্ধী পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর যে স্বপ্ন দেশবাসীর মধ্যে রয়েছে তা এবার পূরণ হতে বেশি সময় লাগবে না। আর এর সমূর্ন শ্রেয় যাবে বিজেপির ক্ষমতাশালী ও তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন নেতা সুব্রামানিয়াম স্বামী। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের পূর্ব সভাপতি সোনিয়া গান্ধীর(আন্তোনিয়া মিয়ানো) এর উপর সমস্যা আরো তীব্র হয়ে চলেছে। এই মামলায় আয়কর বিভাগ ২৫০ কোটি টাকার জরিমানা লাগিয়েছে বলে সূত্রের খবর।

পাইনিয়ার সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী শহর বিকাশ মন্ত্রালয় হেলরাল্ড হাউস সিজ করা নিয়ে ইতালির সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের এই নোটিসের পর সোনিয়া ও রাহুলের সমস্যা আরো বেশি বেড়ে গিয়েছে। সোনিয়া ও রাহুল গান্ধীর মালিকানা ভিত্তিক কোম্পানি ইয়াং ইন্ডিয়া অবৈধভাবে ন্যাশনাল হেরাল্ড এর প্রকাশন কোম্পানি এসোসিয়েট জেনারেল লিমিটেডের অধিগ্রহণ করেছিল।

বিজেপির বরিষ্ঠ নেতা সুব্রামানিয়াম স্বামী ইয়াং ইন্ডিয়ার মালিক সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ধোঁকাবাজি করার মামলা দায়ের করেছিলেন। কিছুমাস আগে ,আয়কর বিভাগ করচুরি করার মমালায় সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার জরিমানার নোটিস জারি করেছিল। ন্যাশনাল হেরাল্ড এর মামলায় সাফভাবে ধোঁকাবাজি করার প্রমাণ পাওয়ার পর শহরবিকাশ মন্ত্রণালয় সিজ করার সিধান্ত নিয়েছে।

এখন আয়কর বিভাগ ন্যাশনাল হেরাল্ড ও ইয়ং ইন্ডিয়ার ট্যাক্সের মূল্যায়ন করার আদেশ দেওয়ার পর রাহুল গান্ধী দিল্লি আদালতের দারস্ত হয়েছিল। কিন্তু সেখানেও কোর্ট রাহুল গান্ধীর কথা শুনতে নারাজি প্রকাশ করে। রাহুল গান্ধীর উকিল আদালতের আবেদন করে যে এই খবরের রিপোটিং যেন মিডিয়ায় না করা হয় কিন্তু আদালত রাহুল গান্ধীর উকিলের এই আবেদনকে তিরস্কার করেন।

The post রাহুল ও সোনিয়াকে জেলে ঢোকানোর জন্য তৈরি হয়ে পড়েছে বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2ATqRcN
24 ghanta

বঙ্গে বিজেপি মজবুত হচ্ছে দেখে তৃণমূলকে তীব্রভাষায় হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ফের একবার পাওয়া গেল চেনা মেজাজে। এই দিনও তিনি তীব্র ভাষায় আক্রমণ করতে পিছু পা হলেন না। তিনি শমহিমায় এই দিন শাসক দল কে আক্রমণ করলেন। দিলীপবাবু রবিবার কেশিয়াড়ি বাজারে একটি প্রতিবাদ জনসভাতে যোগ দিয়েছিলেন। এই দিনের এই জনসভা থেকেই তিনি তৃনমূলকে আক্রমণ করেন। তিনি বলেন যে শাসক দল যেভাবে গায়ের জোরে ভয় দেখিয়ে বিরোধী দের চুপ করিয়ে রাখছেন সেটা আর বেশি দিন চলবে না। শাসক দল তো বিরোধীদের ভয় পেয়েছিল তাই এবার পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দিতে দেয় নি। কারন তাদের নিজের দলের নেতা মন্ত্রী দের উপর বিশ্বাস ছিল না।

কিন্তু এই ভাবে ভয় দেখিয়ে আর কিছু হবে না। তারা যত অত্যাচার করেছে সাধারণ মানুষ সহ বিরোধীদের উপর সবকিছু লিখে রেখে দিয়েছি আমি। যদি রাজ্যে পরিবর্তন আসে তাহলে সব কিছু ঠান্ডা করে দেওয়া হবে। তাই তৃনমূলকে বলছি এখন থেকে ঠাণ্ডা হয়ে যান। তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। এখন থেকে ঠান্ডা হলে মার কম হওয়ার কথা বলেন দিলীপ ঘোষ। সেই দিনের সেই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমীর দাস, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সনাতন দোলই প্রমুখ।

তাদেরকে সামনে রেখে এই জনসভাতে তিনি বলেন যে চারিদিকে তৃনমূল যেভাবে অত্যাচার চালাচ্ছেন, খুন খারাবি করছেন। তার জবাব মানুষই দেবে।  এই রাজ্যের মানুষ যারা একদিন তৃনমূল কে রাজ্যের উন্নতি করার জন্য নিয়ে আসেছিল তারাই একদিন তৃনমূলকে ছুড়ে ফেলে দেবে। কারন তৃনমূল তাদের দেওয়া কথা রাখতে পারেন নি। উলটে তাদের আমলে রাজ্যে সাধারণ মানুষ কে অত্যাচারিত হতে হয়েছে। তাদের পুষে রাখা গুন্ডাবাহীনির দারা খুন হতে হয়েছে অনেক নিরিহ মানুষ দের।

রাজ্যে প্রচুর বেকারত্ব বেড়েছে। অনেক কৃষক প্রান হারিয়েছেন দারিদ্র্যতার জন্য। কিন্তু তৃনমূল সরকার সেই দিকে নজর দেই নি কারন তাদের শুধু মাত্র গদির লোভ আছে।  তাই এই দিনের জনসভায় তিনি সাধারন মানুষজন কে অনুরোধ করেন যে আপনারা দলে দলে বিজেপিতে যোগদান করুন। আপনাদের জন্যই আমাদের এই লড়াই। তাই আপনারা আমাদের পাশে থাকুন এবং ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন।
#অগ্নিপুত্র

The post বঙ্গে বিজেপি মজবুত হচ্ছে দেখে তৃণমূলকে তীব্রভাষায় হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OTLRTK
24 ghanta

নিজের ৯ বছর বেতনের অর্থ নিয়ে এই বিজেপি সাংসদ যা করলেন তাতে গর্বিত হবে বিজেপি সমর্থকেরা।

আমাদের ভারতবর্ষের রাজনীতিতে কোনো নেতা জনগনকে প্রতিশ্রুতি দিয়ে সেই কাজ সঠিক ভাবে পালন করেছেন এই রকম ঘটনা খুব কমই ঘটেছে। কিন্তু এখনকার দিনেও ভারতের রাজনীতিতে এমন একজন নেতাকে খুঁজে পাওয়া গেছে যিনি এই কাজটি করে দেখিয়েছেন। তাই এখন তিনি ভারতের রাজনীতিতে নুতন প্রেরণা হয়ে উঠেছেন। দেশের বড় বড় সাংসদদের নিজেদের বেতন ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছে বিজেপি সাংসদ বরুন গান্ধী। উনি যে শুধু অন্যদের বলেছেন এটা নয়, নিজে সেই কাজ করে প্রেরণা দিয়েছেন। বিগত ৯ বছরে তিনি একটা পয়সা নেন নি তার বেতনের। তিনি যখন সাংসদ ছিলেন তখন গরিবদের মধ্যে দান করে দিতেন ওনার সম্পুর্ন বেতনের টাকা।

এই ব্যাপারটিকে কেন্দ্র করে উনি একটি চিঠি লিখেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনকে। সেই চিঠিতে তিনি দাবি করেন যে, দেশের যে সকল সাংসদরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী তারা গরিব মানুষদের কথা ভেবে নিজেদের বেতন ছেড়ে দিক। উনি আরও বলেন যে ভারতের মাত্র এক শতাংশ ধনী লোক দেশের ৬০ শতাংশ সম্পদের অধিকারী। এটা বিপদজনক হয়ে দাড়িয়েছে গণতন্ত্রের ক্ষেত্রে।কিছু দিন আগে রামজি গুপ্তা নামে একজন ব্যাক্তি তার বাবার চিকিৎসা করাবার জন্য বরুন গান্ধীর কাছে আর্থিক সাহায্য চান। কারন তার বাবার ক্যান্সার হয়েছে। সব কিছু শুনে বরুন গান্ধী বিন্দু মাত্র দেরি করেননি তাকে সাহায্যদান করবার জন্য।

তিনি সাথে সাথে সেই ব্যাক্তিকে আড়াই লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন, তার বাবার চিকিৎসা করাবার জন্য। এছাড়াও পাওয়া তথ্য অনুযায়ী তিনি কিছু দিন আগে একজন কৃষকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন। এছাড়াও তিনি নানা জেলা ঘুরে ঘুরে গরিব, আর্থিকভাবে পিছিয়ে পড়া অনেক কৃষক কে সাহায্য করেছেন। তিনি নিজের পয়সায় বাড়ি করে দিয়েছেন সুলতানপুরে দু ডজন গরীব মানুষকে।

এছাড়াও উনি বলেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু মাত্র সাধারণ মানুষ দের সাহায্য করবার জন্য। দেশের গরিব মানুষজনের অসুবিধার কথা জেনে তাদের পাশে দাঁড়ানো হল আমার মূল লক্ষ্য। দেশের কোনো গরিব কৃষক যাতে কষ্টের মধ্যে দিয়ে দিন না কাটায় সেই দিকেই আমি লক্ষ্য রাখি। টাকা পয়সা কামানো জন্য আমি রাজনীতিতে আসি নি।
#অগ্নিপুত্র

The post নিজের ৯ বছর বেতনের অর্থ নিয়ে এই বিজেপি সাংসদ যা করলেন তাতে গর্বিত হবে বিজেপি সমর্থকেরা। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2Ms2P9Y
24 ghanta

মোদী সরকারের ৪ বছরের কাজের উপর WHO যা রিপোর্ট বের করলো তা অবাক করবে দেশবাসীকে।

২০১৪ তে ক্ষমতায় আসার পর প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি, GST, স্বচ্ছতা অভিযান, শৌচালয় নির্মাণ এর মতো একের একের পর বড় পদক্ষেপ নিয়ে ছিলেন। প্রথমদিকে মানুষজন এই পদক্ষপের গম্ভিরতা বুঝতে পারছিলেন না। কিন্তু এখন ৪ বছর পর যেইমাত্র এই যোজনাগুলির রিপোর্ট আসতে শুরু করেছে তখন দেশের জনগণ নিজের চোখে দেখেও রিপোর্টে বিশ্বাস করতে পারছেন না। রিপোর্ট যে দেশের সরকার বের করছে তা নয় বরং বিশ্বের আন্তর্জাতিক এজেন্সিগুলি এই রিপোর্ট বের করছে। এইরকমই আরো এবার দেশের সবথেকে বড় সংস্থা প্রধানমন্ত্রীর যোজনার উপর দারুন রিপোর্ট পেশ করেছে।

আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোদী সরকারের যোজনাগুলির উপর এমন রিপোর্ট পেশ করেছে যে বিরোধীদের চোখ খুলে যাবে। ওয়ার্ল্ড হেলদ অর্গানাইজেশন প্রধানমন্ত্রীর স্বচ্ছতা অভিযান ও বাইরে শৌচকর্ম আটকাবার জন্য শৌচালয় নির্মাণের কাজের ভরপুর প্রশংসা করেছে। শুক্রুবার দিন WHO জানিয়েছে যে যদি ভারত এই ভাবেই স্বচ্ছতা অভিযানকে চালিয়ে যেতে পারে তাহলে প্রতি বছর ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণ ঘটিত রোগ থেকে যে লক্ষ লক্ষ মানুষের মৃত ঘটে তা আটকাতে সম্ভব হবে।

এই বিষয়ে WHO কয়েক বছরের ভারতে এই ধরণের রোগ সংক্রমণে মৃত্যুর রিপোর্ট এর সাথে বর্তমানের রিপোর্ট এর তুলনাও করেছে। রিপোর্ট অনুযায়ী স্বচ্ছতা অভিযান শুরু হওয়ার পর গ্রামীণ এলাকায় ১.৮ লক্ষ মানুষের মৃত্যুকে আটকানো সম্ভব হয়েছে। স্বচ্ছতা অভিযানে মূলত বাইরে শৌচকর্ম আটকানো এবং শৌচালয় নির্মানের উপর জোর দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, দেশের জনগণকে সচেতন করার জন্য প্রধানমন্ত্রীর কাজে যোগ করতে এগিয়ে এসেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো অভিনেতারা। আমিতভাভ বচ্চন বাইরে শৌচকর্মের খারাপ প্রভাব সম্পর্কিত বহু প্রচার চালিয়েছিলেন যার বড়রকমের লাভ এখন দেখা মিলছে।

অন্যদিকে অক্ষয় কুমার তার টয়লেট সিনেমার মধ্যে দিয়ে দেশকে দারুন ভাবে সচেতন করতে সক্ষম হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অক্ষয় কুমারের টয়লেট সিনেমা দেখেছিলেন। মোদী সরকার ২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছতা অভিযান মিশন চালু করেছিল যাতে গ্রামে রোগ সংক্রমণের প্রভাবে যে মৃত্যু ঘটে তা আটকানো যায়। এখন WHO এর রিপোর্ট আসার পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদী সরকার তাদের কাজ সঠিকভাবে করতে সক্ষম হচ্ছে।

The post মোদী সরকারের ৪ বছরের কাজের উপর WHO যা রিপোর্ট বের করলো তা অবাক করবে দেশবাসীকে। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2vOq9I3
24 ghanta

“DJ বাজওয়া দিয়া যোগী নে”- যোগী আদিত্যনাথের কাজে খুশি হয়ে শিবভক্তরা কি করলো জানলে অবাক হবেন।

বহুবছর পর দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ এক শক্তিশালী নেতার হাতে গিয়েছে। যে উত্তরপ্রদেশে দেশের জনসংখ্যার প্রায় ২০% মানুষ বাস করেন সেই উত্তরপ্রদেশের শাসন ক্ষমতা সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একসময় যে প্রদেশ গুন্ডারাজ্যে পরিণত হয়েছিল সেই প্রদেশকে উত্তম প্রদেশে পরিণত করার প্রতিজ্ঞা নিয়েছেন যোগী আদিত্যনাথ। অখিলেশ ও মায়াবতীর শাসনকালে উত্তরপ্রদেশকে গুন্ডা শক্তি এবং জিহাদি শক্তির মূল উৎস বানিয়ে তোলা হয়েছিল কিন্তু যোগী সরকার আসার পর পরিবর্তন হতে থাকে উত্তরপ্রদেশের পরিবেশ।

আপনাদের জানিয়ে রাখি, শ্রাবন মাস শুরু হওয়ার সাথে সাথে অন্যান রাজ্যের মতো উত্তরপ্রদেশেও শিবভক্তরা বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য রাস্তায় হাঁটা শুরু করেছেন। তবে অখিলেশ ও মায়াবতীর সময়কালের থেকে একটু বেশি আনন্দ উপভোগ করছেন ভক্তরা। আসলে অখিলেশের সরকার উত্তরপ্রদেশে কাবাড় যাত্রার জন্য DJ বন্ধ করে দিয়েছিল কিন্তু যোগীজি নিজে ঘোষণা করে জানিয়েছেন যে কাবাড় যাত্রায় ভক্তরা অবশ্যই DJ বাজাবে।

আর তারপরেই আনন্দে যোগী আদিত্যনাথের উপর খুশি হয়ে উনার নামের ও কাজের উপরেই DJ তৈরি করে বাজাতে শুরু করেছেন ভক্তরা। উত্তরপ্রদেশে এখন ‘DJ বাজাদিয়া যোগী নে, রাঙ্গ জমা দিয়ে যোগী নে। অখিলেশ নে হুকুম শুনায় থা, DJ পে ব্যান লাগায় থা। ছক্কে ছুটয়া দিয়া যোগী নে DJ বাজওদিয়া যোগী নে।’ এই গানেই মত্ত হয়েছেন ভক্তরা। তবে শুধু এই গান নয় যোগী আদিত্যনাথকে নিয়ে তৈরি হয়েছে আরো বেশ কিছু DJ, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন শিবভক্তরা।

শুধু এই নয় তৈরি হয়েছে যোগী আদিত্যনাথের ছবি দেওয়া গেরুয়া টি-সার্ট যা পরে রাস্তায় আনন্দের সাথে হাঁটছেন বাবার ভক্তরা। আপনাদের জানিয়ে রাখি অখিলেশের সরকার এক সম্প্রদায়ের তোষণে এতটাই মনোনিবেশ করেছিলেন যে কিছু মুসলিমবহুল এলাকা দিয়ে ভক্তদের যাত্রা বন্ধ করে দিয়েছিলেন এমনকি বহুবার ভক্তদের উপর লাঠিচার্জ করিয়েছিলেন। কিন্তু যোগীজি সাফ জানিয়েছেন যে ভক্তরা যেকোনো এলাকা দিয়ে যেতে পারবে এবং পুলিশ তাদের সুরক্ষা নিশ্চিত করবে।

The post “DJ বাজওয়া দিয়া যোগী নে”- যোগী আদিত্যনাথের কাজে খুশি হয়ে শিবভক্তরা কি করলো জানলে অবাক হবেন। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OQhs8I
24 ghanta

বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে চুপিসারে আনার গুরুতর অভিযোগ আনলেন বিমল গুরুং।

লোকসভা ভোট প্রায় এসেই গেল, তাই নির্বাচনকে কেন্দ্র করে সব দল তাদের নিজের নিজের ঘাঁটি গোছাতে ব্যাস্ত হয়ে পড়েছে এখন। এই সব কিছুর উরধে গিয়ে এখন জাতীয় রাজনীতি সরগরম হয়ে রয়েছে অসম এ NRC ইস্যু কে কেন্দ্র করে। সেখানে সম্প্রতি ৪০ লক্ষ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং সেই ইস্যু কে তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন যে, কেন্দ্র সরকার যে সমস্ত ৪০ লক্ষ  অনুপ্রবেশকারীদের নাম ঘোষনা করেছেন তাদের সবাইকে শুধু মাত্র ২০১৯ লোকসভা ভোটের কথা মাথায় রেখে আমাদের রাজ্য সরকার তাদেরকে চুপিসারে রাজ্যের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, শুধু মাত্র ভোট ব্যাংক বাড়ানোর জন্য।

কিছুদিন আগে অমিত শাহ জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গেও NRC করা হবে যারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গৃহযুদ্ধ ও রক্ত গঙ্গার মতো শব্দ ব্যবহার করেছিলেন। এখন গুরুং মমতার সরকারের বিরুদ্ধে অবৈধ বাংলাদেশি ঢোকানোর অভিযোগ আনার পর মমতা ব্যানার্জী কি মন্তব্য করে সেটাই দেখার। তিনি আরও বলেন যে, যেসমস্ত মানুষের নাম নাগরিক পুঞ্চের তালিকায় নেই তাদের কে আরও ভালো করে যাচাই করে তবেই দেশ থেকে তাড়ানো উচিৎ কেন্দ্র সরকারের।

যারা সত্যি আমাদের দেশের নাগরিক তাদেরকে কখনওই তাড়ানো উচিৎ নয়। সেই সাথে তিনি আরও বলেন যে এই রাজ্যে নিজেদের আত্মপরিচয় প্রতিস্থাপনের লক্ষ্যেই গোর্খারা এতদিন ধরে লড়ে এসেছেন তাই যদি রাজ্যের তৃনমূল সরকার ভেবে থাকে যে তারা এই ভাবে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আমাদের আন্দলনকে লাঘু করবেন সেটা ভুল ভাবছে।

দার্জিলিং ও পাহাড়ের পাদদেশের এলাকাজুড়ে বাংলাদেশিদের বসানো নিয়ে তিনি বলেন যে, রাজ্য সরকার সব কিছু জানার সত্ত্বেও এই ভাবে বাংলাদেশিদের রাজ্যে প্রবেশ করাচ্ছেন।  তারা শুধু নিজেদের ভোট ব্যাংক দেখছেন দেশের কথা একটুও ভাবছেন না। এর ফলে দেশের যে কতটা পরিমানে ক্ষতি হচ্ছে সেই দিকে তাদের নজর নেই।
#অগ্নিপুত্র

The post বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে চুপিসারে আনার গুরুতর অভিযোগ আনলেন বিমল গুরুং। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2vrXoRX
24 ghanta

Design a site like this with WordPress.com
Get started