পিতা সমান অটলজির অন্তিম যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করলেন তাতে আপনিও গর্ব অনুভব করবেন।

ভারতরত্ন পূর্ব প্রধানমন্ত্রী ও বিজেপির দ্বিগজ নেতা অটল বিহারী বাজপেয়ী ৯৩ বছর বয়সে দেহত্যাগ করেন। বৃহস্পতিবার দিন বিকেল ৫.০৫ এ দিল্লির এমসে অটল বিহারি বাজপেয়ী অন্তিম নিঃস্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সন্ধেই উনার পার্থিব শরীরকে উনার আবাস কক্ষে রাখা হয়েছিল যেখানে সকলে উনাকে শ্রদ্ধাঞ্জলি দেন। শুক্রুবার সকাল ৯ টেই উনার শরীরকে ভারতীয় জনতা পার্টির মুখ্যালয় নিয়ে যাওয়া হয়। যেখানে সাধারণ মানুষের সাথে ভিআইপি মানুষজন উনার শেষ দর্শন করেন।

অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি স্থল পৌঁছে যায়। এই অন্তিম যাত্রা বিজেপি মুখ্যালয় থেকে রাষ্ট্রীয় স্মৃতি স্থল পর্যন্ত চলে। অন্তিম যাত্রায় লক্ষাধিক মানুষ পায়ে হেঁটে অন্তিম যাত্রার সাথে যান। উল্লেখযোগ্য বিষয় এই যে এই যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি অধ্যক্ষ অমিত শাহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিশ সহ বিজেপির অনেক দ্বিগজ নেতারা অটলবিহারী বাজপেয়ীর পার্থিব শরীরের গাড়ির সাথে পায়ে হেটে যাত্রা করেন।

প্রধানমন্ত্রী সহ এই নেতারা সাধারণ মানুষের সাথে পায়ে হেঁটে বিজেপি মুখ্যালয় থেকে স্মৃতি স্থল পৌঁছান। এর আগে অটলজির নিধনের খবর শোনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবুক হয়ে পড়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ স্বর ও শব্দ দেওয়া আমাদের সবার প্রেরণা স্রোত অটল বিহারী বাজপেয়ী আর আমাদের মধ্যে নেই। বাজপেয়ী এর রূপে ভারতবর্ষ অমূল্য অটল রত্ন হারিয়েছে। অটলজির বিরাট ব্যাক্তিত্ব ও উনার চলে যাওয়ায় দুঃখ দুটোই সীমার বাইরে। উনি একজন জননায়ক, প্রখর বক্তা, তেজস্বী কবি, পত্রকার, প্রভাবশালী অন্ত্ররাষ্ট্রীয় ব্যাক্তিত্বের ধনী ও সবার উপরে মা ভারতীয় সৎ সুপুত্র ছিলেন।’

আপনাদের জানিয়ে দি অটলজিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কখনো গুরু বলেননি ঠিকই। কিন্তু অটল ও আদবানীর জন্যেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী একথা তিনি বহুবার ব্যাক্ত করেছেন। পার্টির বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হোক বা গুজরাটের মুখ্যমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে বসানো হোক কোনো ক্ষেত্রেই অটলজি খামতি রাখেননি। নরেন্দ্র মোদীর ভেতরের উত্থিত শক্তিকে দেখে যখন উপলদ্ধি করে বাম পন্থীরা ও কংগ্রেসিরা বিশ্বজুড়ে দুর্নাম ছড়াতে ব্যাস্ত হয়ে পড়েছিল তখনও পাশে দাঁড়িয়ে সংকটমুক্ত করেছিলেন অতল বিহারী বাজপেয়ী।

The post পিতা সমান অটলজির অন্তিম যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করলেন তাতে আপনিও গর্ব অনুভব করবেন। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OEYz7Z
24 ghanta

নিজের কাছে থাকা শেষ ১০০০ টাকা স্কুল ছাত্রছাত্রীদের দান করে অটল বিহারী বাজপেয়ী যা বলেছিলেন তা আপনাকেও ভাবুক করবে।

পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরি সমস্ত মহান নেতাদের মধ্যে ছিলেন যাদের ভক্ত বিরোধীরাও হতেন। অটল বিহারী বাজপেয়ী তার ভাষণ শৈলী ও ব্যাঙ্গাত্মক কলার দ্বারা বিরোধীদের হাসতে বাধ্য করতেন। আসলে অটল বিহারী বাজপেয়ী তার নরম বক্তব্যের মাধ্যমে এমনভাবে বিরোধীদের উপর আক্রমণ করতেন যে বিরোধীরা অটলজির বক্তব্য খুব মনযোগ সহকারে শুনতেন।
৯৩ বছরের বাজপেয়ী বহু বছর ধরে রাজনীতি থেকে দূরে রয়েছেন। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পরেও বাজপেয়ীজির চর্চা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় হতো। গতকাল অতল বিহারী বাজপেয়ীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যার জন্য পুরো দেশ শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এখন বাজপেয়ীজি ছেয়ে রয়েছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় এখন অটলজির পুরানো একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ছে যা খুবই আকর্ষিত করছে মানুষকে। ভিডিওতে দেখা যাচ্ছে অটলজি স্কুলের ছাত্রছাত্রীদের সম্বোধন করে বলছেন যে আমি তোমাদের স্কুলকে ১০০০ টাকা দান করছি। এখন আমার কাছে টাকা নেই তাই আমি এর থেকে বেশি দান করতে পারছি না। অটল বিহারী বাজপেয়ী এর এই ভিডিওটি খুবই পুরানো। ভিডিওতে অটল বিহারী বাজপেয়ীজি স্কুলের ছাত্রছাত্রীদের অভিনন্দ জানিয়ে বলেছেন, নির্বাচনে হার জিত হয়েই থাকে, কিন্তু আমি নির্বাচনের হার নিয়ে বেশি চিন্তা করি না।

অটলজি হেসে বলছেন নির্বাচনে হারার পর আমি কখনো কাঁদিনা যে হায় আমি হেরে গেলাম কেন। বাচ্চাদের অটল বিহারী বাজপেয়ীজি বলেছেন, তোমরা আমাকে মামা মনে করেছো। তোমাদের এই মামার রোজগার সম্প্রতি হারিয়ে গেছে। এই জন্যে আমি তোমাদের স্কুলকে ১০০০ টাকার থেকে বেশি সাহায্য করতে পারলাম না। এটা একটা দেখার মতো বিষয় যে কিরকম সৎভাবে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী নিজের বাধ্যতাকে বাচ্চাদের সামনে প্রকাশ করছেন।

 

আসলে অটল বিহারী বাজপেয়ী একজন স্পষ্টবাদী, রাষ্ট্রবাদী, নির্ভীক ও সৎ ব্যাক্তিত্বের মানুষ ছিলেন। অটল বিহারী বাজপেয়ী সর্বদা দেশ চালানোর জন্য রাজধর্ম পালনের কথা বলতেন। অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষ সকলেই শাসকের কাছে সমান। আর এই শিক্ষা ও চিন্তাধারা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন শ্রদ্ধেয় অটলজি। দেশের মাথা উঁচু রেখে , সবাইকে সাথে নিয়ে শত্রুদের সাথে সঠিক শিক্ষা দিয়ে এবং রাজনৈতিক বিরোধীদের ঘৃণা না করে তীব্র বিরোধ করার শিক্ষা অটলজি থেকে ভালো কেউ আর জানতেন না।

The post নিজের কাছে থাকা শেষ ১০০০ টাকা স্কুল ছাত্রছাত্রীদের দান করে অটল বিহারী বাজপেয়ী যা বলেছিলেন তা আপনাকেও ভাবুক করবে। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OHG1Ut
24 ghanta

‘অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি করা হবে অটল বিহারী বাজপেয়ীর প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি।’ – এমনটাই বললেন এই বিজেপি নেতা।

ভারতরত্ন, ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গতকাল সংসার ছেড়ে পরলোকগমন করেছেন। কাল বিকেল ৫.০৫ টেয় অটলজি দিল্লির এমসে শেষ নিঃস্বাস ত্যাগ করে সর্গবাস করেছেন। কাল অটলজিকে লোকজন বিভিন্নভাবে শ্রদ্ধাঞ্জলী দিচ্ছিলেন এবং শোক পালন করছিলেন। অন্যদিকে দিকে কেজরিওয়ালের মতো সার্থন্বেষী নেতারা নিজেদের জন্মদিন পালন ও কেক কাটতে ব্যাস্ত ছিলেন। আসলে অটল বিহারী বাজপেয়ী এমন একজন নেতা ছিলেন যার সন্মান সমস্ত বর্গের সমস্ত পার্টির নেতারা করতেন কারণ রাজধর্ম কিভাবে পালন করতে হয়, বিরোধে থাকাকালীন কিভাবে সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিতে হয় তা হয়তো অটলজির থেকে ভালো কেউ জানতেন না। এই কারণেই দেশের সমস্ত মানুষ গতকাল শোকপালন ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে অটল বিহারী বাজপেয়ীজির আত্মমার জন্য শান্তি কামনা করেন। এই পরিপেক্ষিতে বিজেপির হিন্দুবাদী নেতা কপিল মিশ্র একটা বড়ো মন্তব্য করে দিয়েছেন যা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে আপনাদের জানিয়ে দি, অটল বিহারী বাজপেয়ী স্বাধীনতা সংগ্রামী, নেতা, পত্রকার, কবি অনেক কিছুই ছিলেন। অর্থাৎ বহু প্রতিভাসম্পন্ন ভারত মাতার এক সুপুত্র ছিলেন অটলজি। সেই সাথে অটল বিহারী বাজপেয়ীজি একজন করসেবকও ছিলেন। হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী একজন করসেবক , স্বভিমান সনাতনী ও রাম ভক্ত ছিলেন। অটলজির স্বপ্ন ছিল রাম মন্দির দেখা, আজ সবথেকে দুঃখের বিষয় এই যে আজ ভগবান শ্রী রামের মন্দির , শ্রী রামের ঘর না দেখেই চলে গেলেন অটল বিহারী বাজপেয়ীজি।

কপিল মিশ্র টুইট করে বলেছেন অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি করাই হবে উনার রাজনৈতিক জীবনের আসল শ্রদ্ধাঞ্জলী। কপিল মিশ্র এর এই দাবি খুবই বৈধ এবং আমাদের উচিত এই মন্তব্যকে সমর্থন করা। অটলজি আমাদের ছেড়ে চলে গেছেন, উনি নিজের চোখে আর রাম মন্দির দেখতে পাবেন না। কিন্তু সনাতন হিন্দু ধর্মে এটা মান্যতা পাপ্ত যে, কোনো ব্যক্তির আত্মা কখনো মারা যায় না, আত্মা চিরঅমর। আর রাম মন্দির নির্মাণ করেই অটলজির আত্মাকে সত্তিকারের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। অটলজির ইচ্ছা যততাড়াতাড়ি সম্ভব হয় তার চেষ্টা আমাদের করতে হবে।

অটল বিহারী বাজপেয়ী বলতেন, “ভারত কোনো জমির টুকরো নয়, এটা একটা জীবন্ত রাষ্ট্রপুরুষ। ভারত বন্দনার ভূমি, অভিনন্দনের ভূমি। এটা অর্পণের ভূমি, এটাই তর্পনের ভূমি। এখনের এক একটা নদী আমাদের জন্য গঙ্গা , এখনের প্রত্যেক কঙ্কর আমাদের জন্য শঙ্কর। আমরা বেঁচে থাকবো তাও এই ভারতের জন্য আর মরবো এই ভারতের জন্য। আর মৃত্যুর পরেও গঙ্গা জলে বয়ে চলা আমাদের অস্তিতে যদি কেউ কান লাগিয়ে শোনে তাহলে একটাই আওয়াজ আসবে-ভারত মাতা কি জয়।”

The post ‘অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি করা হবে অটল বিহারী বাজপেয়ীর প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি।’ – এমনটাই বললেন এই বিজেপি নেতা। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OEXBss
24 ghanta

ইন্দিরা গান্ধীর বিরোধীতা করতে যখন গরুর গাড়ি নিয়ে সাংসদে পৌঁছেছিলেন অটলজি। তখন যা ঘটেছিল…

পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর ব্যক্তিত্ব সম্পর্কে মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন সবক্ষেত্রেই খুব উজ্জ্বল ছিল এনার যাত্রা। অটলজি এমন একজন নেতা ছিলেন যার প্রভাব অন্য দলেও ছিল এবং অন্য পার্টির নেতারাও উনার কথা খুব মনোযোগ সহকারে শুনতেন। সরকারের বিপক্ষে থাকাকালীন অটলজি এমন এমন কাজ করেছেন যে সরকারকে বড়ো সমস্যায় ফেলে দিতো। তা সত্ত্বেও বিরোধীরা অটলজির খুব সন্মান করতেন। অটলজির জীবনে এমন কিছু ঘটনা আছে যার সম্পর্কে খুব কম মানুষ জানেন।

আজ যেমন পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বিরোধীরা বিজেপিকে ঘিরে ফেলেছে তেমনি এক সময় ছিল যখন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অটল বিহারী বাজপেয়ীজি সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিতেন। আজ থেকে ৪৫ বছর আগে অটল বিহারী বাজপেয়ী পেট্টোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে ইন্দিরা গান্ধীর সরকারের বিরোধিতায় নেমে ছিলেন। অটলজি সেই সময় এমনভাবে বিরোধিতা করেছিলেন যে আজও দেশের মানুষ সেই ঘটনাকে ভুলতে পারে না। সেই সময় অটল বিহারী বাজপেয়ী পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরোধের জন্য গরুর গাড়ি নিয়ে সাংসদে পৌঁছে গেছিলেন।

১২ নভেম্বর ১৯৭৩ এ প্রকাশিত খবর অনুযায়ী অটল বিহারী বাজপেয়ীজির এই নতুন বিরোধের পদ্ধতি এতটাই প্রভাব ফেলেছিল যে ইন্দিরা গান্ধীর সরকারকে সাংসদে বাকি দলগুলির ক্ষোপের শিকার হতে হয়েছিল। সেই সময় বিজেপি জনসঙ্ঘ নামে পরিচিত ছিল এবং জনসঙ্ঘ খুব ছোট একটা পার্টি ছিল। এই জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী ও উনার দুই সহযোগী পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে করে সাংসদে পৌঁছে যান। এই প্রতিবাদের পদ্ধতি নতুন হলেও এতটাই জোরালো ছিল যে ইন্দিরা গান্ধী পর্যন্ত বাধ্য হন জনগণকে বোঝাতে।

ইন্দিরা গান্ধী সেইসময় জনগণকে পেট্রোল ও ডিজেল বাঁচিয়ে যাতায়াত করার কথা বলেন এবং নিজে ঘোড়ার গাড়ি ব্যাবহার করে পেট্রোল ডিজেল বাঁচানোর দৃষ্টান পেশ করতে বাধ্য হন। সেই সময় জনসঙ্ঘ এতটাই ছোট দল ছিল যে অন্যান্য দল হাসাহাসি করতো, কিন্তু অটলজি তার নিষ্ঠার সাথে দলের ভীত এতটাই শক্তিশালী করে তোলেন যে আজ বিশ্বের সবথেকে বড়ো পার্টিতে পরিণত হয়েছে বিজেপি। আজ শ্রদ্ধেয় অটলজি সর্গবাস করেছেন। উনার জন্য আজ পুরো দেশ শান্তি কামনা করছে ও শোক পালন করছে।

The post ইন্দিরা গান্ধীর বিরোধীতা করতে যখন গরুর গাড়ি নিয়ে সাংসদে পৌঁছেছিলেন অটলজি। তখন যা ঘটেছিল… appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2MmEDKg
24 ghanta

কেজরিওয়ালের ছবি ফাঁস! পুরোদেশ আজ শোক পালন করছে আর কেজরিওয়াল করছেন এই জঘন্য কাজ।

শেষের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই মাদের মধ্যে নেই। আজ বিকেলে ৫.০৫ এ অটলজি সর্গবাস করেন। ১১ জুন থেকে অটলজি এমস এ ভর্তি ছিলেন। প্রধানমন্ত্রী মোদী সহ বড়ো নেতারা লাগাতার উনার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। কিন্তু গতকাল স্বাধীনতা দিবসের রাতে উনার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী মোদী আরো একবার উনার সাথে দেখা করতে পৌঁছান। আজ দেশের বড়ো বড়ো নেতা এমনকি আমিত শাহ অনেক সময় ধরে এমসে উপস্থিত ছিলেন এবং উনার সুস্থতার কামনা করছিলেন। কিন্তু ৯৩ বছরের অটলজি শেষমেষ আমাদের ছেড়ে চলে গেলেন।

অটলজি সেই সমস্ত নেতাদের মধ্যে ছিলেন যার প্রভাব শুধু মাত্র নিজের পার্টির উপরেই ছিল না একইসাথে অন্য পার্টিতেও ওনার প্রভাব ছিল। দেশের সবথেকে জনপ্রিয় সম্মানীয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন অটলজি। সেই দিকেই লক্ষ রেখে বিজেপি তাদের সমস্ত মিটিং ও কার্যক্রম ক্যান্সেল করে দেয়। এমনকি ১৫ আগস্টের জন্য দপ্তরে যে সাজানো হয়েছিল তাও সরিয়ে ফেলা হয়। একদিকে যখন পুরো দেশ সারাদিন ধরে অটলজির জন্য পার্থনা করছিল এবং এখন শোকপালন করছে তখন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যা করছেন জানলে আপনিও রেগে লাল হয়ে উঠবেন।

আসলে কেজরিওয়ালের জন্মদিন এবং উনি আজ ৫০ বছরে পা দিয়েছেন। সেই হিসেবে আজ সকালেই প্রধানমন্ত্রী উনাকে অভিনন্দন জানান। কিন্তু লজ্জার বিষয় এই যে অটলজির দেহ ত্যাগের পরেও উনি নিজের জন্মদিন ধুমধাম করে পালন করতে শুরু করেছেন। সূত্রের খবর উনি দাবি করেছিলেন যে উনি নিজের জন্মদিন পালন করবেন না। কিন্তু এই মাত্র উনার এমন ছবি সামনে এসেছে যা আপনাকেও লজ্জা দেবে।

হ্যাঁ কেজরিওয়াল আজ লক্ষ লক্ষ মানুষের আবেগকে গুরুত্ব না দিয়ে নিজের জন্মদিনের কেক কাটতে ব্যাস্ত হয়ে পড়েছেন। পুরো দেশ যখন রত্ন হারানোর জন্য শোক পালন করছে তখন কেজরিওয়াল তার নোংরা চরিত্র ফুটিয়ে তুলে কেক কাটতে লেগে পড়েছেন। আজ কেজরিওয়ালের আসল চরিত্র সমস্ত দেশবাসীর কাছে ফুটে উঠেছে।কেজরিওয়ালের এই নোংরামি দেখে ফেসবুক থেকে টুইটার সমস্ত জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে এবং মানুষজন কেজরিওয়ালকে ধিক্কার জানাতে শুরু করেছে।

The post কেজরিওয়ালের ছবি ফাঁস! পুরোদেশ আজ শোক পালন করছে আর কেজরিওয়াল করছেন এই জঘন্য কাজ। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2OGTHPH
24 ghanta

আমাদের ছেড়ে চলে গেলেন অটল বিহারী বাজপেয়ীজি। প্রধানমন্ত্রী টুইট করে বললেন…

এই সময় পুরো দেশের নজর এমসের উপর রয়েছে যেখানে দেশের পূর্ব প্রধানমন্ত্রী ও বিজেপির বরিষ্ঠ নেতা অটল বিহারী বাজপেয়ী জীবনের লড়াই করছিলেন। জুনমাস নাগাদ বাজপেয়ীজির শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায় যারপর উনাকে এমএস এ ভর্তি করা হন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো বড়ো নেতারা সেইসময় অটলজির সাথে দেখা করতে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাগাতার অটলজির অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছিল। কিন্তু কাল সন্ধ্যেই একটা খারাপ খবর এসেছিল। কাল সন্ধেই এমএস কর্তৃপক্ষ জানিয়েছিল যে অটলজির শারীরিক অবস্থার লাগাতার অবনতি হচ্ছে। এই খবর পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমস এ পৌঁছেছিলেন অটলজির স্বাস্থ্যের খোঁজ নিতে। আজ দুপুর থেকে অটলজির অবস্থা নিয়ে খবর আসছিল তবে তখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

তবে এবার অটলজির সম্পর্কে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন অটলজি আর আমাদের মধ্যে নেই। প্রধানমন্ত্রী লিখেনছেন “আমি নিঃশব্দ, স্মৃতিগুলো বার বার মনে আসছে। আমাদের সবার শ্রদ্ধেয় অটলজি আর আমাদের মধ্যে নেই। নিজের জীবনের প্রত্যেক মুহূর্ত উনি রাষ্ট্রের জন্য সমর্পিত করেছিলেন। উনার চলে যাওয়া একটা যুগের শেষ হওয়ার মত।”

দিল্লির এমস থেকে সাংবাদিকদের জানানো হয়েছে যে শ্রী অটল বিহারী বাজপেয়ীজি বিকেল ৫.০৫ তে দেহত্যাগ করেছেন। ৯ সপ্তাহ এমস এর দেখাশোনায় থাকার পর দেহত্যাগ করেছেন অটলজি। বিগত ২৪ ঘন্টায় উনার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানিয়েছে এমস কতৃপক্ষ।

The post আমাদের ছেড়ে চলে গেলেন অটল বিহারী বাজপেয়ীজি। প্রধানমন্ত্রী টুইট করে বললেন… appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2MhoJRo
24 ghanta

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড়ো ঘোষণা! ১৫ তারিখের পর গঙ্গা…

২০১৪ তে মোদী সরকার আসার পরেই পন নেওয়া হয়েছিল যে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এবং আমাদের দেশের যে ঐতিহ্যবাহী সম্পদ রয়েছে সেগুলোকেও পরিষ্কার রাখা হবে। যাতে ভবিষ্যতের সমাজকে দূষণ, নোংরা পরিবেশের মোকাবিলা করতে না হয় এবং একই সাথে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ঠিকই তেমনি থাকে যেমনটা আগে ছিল। সেই সময় এটাও বলা হয়েছিল যে গঙ্গা মাকে পুনরায় স্বচ্ছ করে তুলতে স্বচ্ছতা অভিযানের উপর কাজ করা হবে। গঙ্গাকে পরিষ্কার ও স্বচ্ছ করার জন্য কেন্দ্র সরকার নমামী গঙ্গা নামক অভিযান শুরু করেছে।
দেশের যে রাজ্যগুলির মধ্যে দিয়ে গঙ্গা গিয়েছে সেই রাজ্যগুলিকে ফান্ড দেবে কেন্দ্র সরকার। নমামী গঙ্গা অভিযানের জন্য সরকার ২০ হাজার কোটি টাকার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মুখরিত হয়েছেন। যোগীজি বলেন, মা গঙ্গাকে নির্মল ও স্বচ্ছ করার জন্য ২০ হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে যার মধ্যে সবথেকে বেশি টাকা(সাড়ে ৮ হাজার কোটি টাকা) উত্তরপ্রদেশকে দেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ বলেন, আমরা অবশ্যই গঙ্গাকে পরিস্কার করে ফেলবো এটা আমাদের পূর্বজদের ঐতিহ্য। আমাদের উচিত গঙ্গাতে নোংরা না ফেলানো। আগামী বছর জানুয়ারি মাসে কুম্ভ মেলা শুরু হতে চলেছে এবং ১৫ জানুয়ারি প্রথম স্নান দিবস পালন হবে। এই বিষয়ের উপর লক্ষ রেখে যোগী আদিত্যনাথ বলেন, ১৫ ডিসেম্বরের পর রাজ্যের কোনো নালা যেন গঙ্গায় না পড়ে তার নির্দেশ আধিকারিকদের দেওয়া হয়েছে।

কোনো কারখানা হোক বা কোনো প্রতিষ্ঠান বা অন্য কোথাও থেকে নালার জল গঙ্গাতে ফেলানো চলবে বলে জানান যোগী আদিত্যনাথ। আর তার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বরের পর গঙ্গাতে কেউ নালার জল ফেলাচ্ছে এইরকম অভিযোগ পর্যন্ত যেন না আসে তার ব্যাবস্থা করতে নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। এর পর গঙ্গা মায়ের মূল ধারাকে কোনোভাবে বাধা প্রদান না করে গঙ্গার জলস্তর বাড়ানোর চেষ্টা করা হবে। এর জন্য গঙ্গার উপকূলে গাছ লাগিয়ে ও পুকুর তৈরি করে কাজ করা হবে।

The post মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড়ো ঘোষণা! ১৫ তারিখের পর গঙ্গা… appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2nEMN1Q
24 ghanta

মোদী সরকারের উপর এলো গর্ব করার মতো UN রিপোর্ট!এই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ভারতে..

ভারতে আল কায়দা হামলা নিয়ে ইউএন ভারত ও মধ্যেএশিয়ার দেশগুলিতে সর্তর্কতা জারি করেছে। আসলে যেহেতু জঙ্গিদের সবথেকে বড় শত্রু নরেন্দ্র মোদী আরো একবার ২০১৯ এ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। তাই অন্তরাষ্ট্রীয় জঙ্গি সংগঠন ভারতে বড়ো হামলা করার সুযোগ খুঁজছে। আসলে ভারত এই সময় স্বাধীনতা দিবস ও অন্যান্য বোরো কার্যক্রমের মধ্যে দিয়ে পেরোচ্ছে। রিপোর্ট অনুযায়ী জঙ্গি সংগঠনগুলি ভারতে আক্রমণ করার সুযোগ থাকলেও ভারতের কড়া নিরাপত্তার জন্য তাদের চেষ্টা বিফলে যাচ্ছে। মোদী সরকার আসার পর থেকে সুরক্ষা ব্যাবস্থা এত কড়া হয়েছে যে আতঙ্কিদের বাধ্যতামূলক হয়েপড়েছে।

জাতি সঙ্ঘ জানিয়েছে আল কায়দা ও আইএসআইএস ভারত সহ মধ্যে এশিয়ার দেশগুলির জন্য খুব বিপদজনক হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে আতঙ্কি সংগঠন আল কায়দা ভারতে নিজেদের শক্তি বৃদ্ধি ও হামলা করার চেষ্টা করছে। আর এতে আল কায়দার সাহায্য করছে আল কায়দা ইন্ডিয়া সাব কন্টিনেন্ট।যদিও ভারতে সুরক্ষা ব্যাবস্থা ফেল হওয়ার জন্য তাদের সমস্থ বড়ো প্রয়াস একের পর এক ব্যার্থ হয়ে চলেছে।

রিপোর্টে ইসলামিক স্টেট অফ ইরাক ও লেভ্যান্ট এর উল্লেখ রয়েছে। আইএসএস নামক জঙ্গি সংগঠন ভারত দেশের জন্য খুব সমস্যা তৈরি করতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। আপনাদের জানিয়ে দি, এননিটিক্যাল সাপোর্ট ও সৈনিকশান মনিটরিং টিম আলকায়েদা, ইসলামিক স্টেট ও বাকি জঙ্গি সংগঠনের তথ্য ৬ মাসে একবার জাতিসংঘ অর্থাৎ ইউএন এর কাছে দেয়। এই রিপোর্টেই বলা হয়েছে যে জঙ্গি সংগঠনগুলি ভারতে আক্রমণের সুযোগ খুঁজছিল। কিন্তু সুরক্ষা ব্যাবস্থা খুব কড়া রাখার জন্য আতঙ্কিরা তাদের গুহা থেকে বের হতে পারছে না।

রিপোর্ট অনুযায়ী আলকায়দা দুর্বল হলেও দক্ষিণ এশিয়ায় জঙ্গিরা তাদের ঘাঁটি শক্ত করে রেখেছে এবং ভারতে আক্রমণ করার জন্য স্থানীয় সমর্থন খুঁজে বেড়াচ্ছে। জঙ্গিদের প্রমুখ সদস্য আলমান আল জাহারি ও ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন আফগানিস্থান ও পাকিস্থানের বর্ডারে লুকিয়ে রয়েছে। জঙ্গি সংগঠনের মোট ৩৫০০ থেকে ৪০০০ সদস্য পাকিস্থান ও আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে ভারতের এটা বড়ো উপলদ্ধি যে মোদী সরকারের কড়া সুরক্ষার জন্য মোদিযুগে মুম্বাই হামলার মতো কোনো জঙ্গি হামলা হয়নি। হিজবুল মুজাইদ্দিনের মতো সংগঠনগুলো মোদী সরকারকে যে ভয় পেতে শুরু করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

The post মোদী সরকারের উপর এলো গর্ব করার মতো UN রিপোর্ট!এই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ভারতে.. appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2PaAoiV
24 ghanta

মমতাকে মুসলিম সাম্প্রদায়িক বলে নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন এই বীর স্বাধীনতা সংগ্রামী।

১০ বছর বয়স থেকে স্বাধীনতা সংগ্রামে নেমে ছিলেন পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য। এমনকি স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ভারত মাতার বীরপুত্র সুভাষ চন্দ্র বসুর সাথে দেখাও করেছেন বহুবার। স্বাধীনতা থেকে দেশের পরিবর্তনশীল রাজনীতি, সবকিছুর সাক্ষী রয়েছেন এই পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য। দেশের নেহেরু/ গান্ধী পরিবারের হাত থেকে শাসন ক্ষমতা এক গরিব মাতার সন্তানের হাতে গিয়েছে এ বিষয়ে যথেষ্ট নজর রেখেছেন ৯৮ বছর বয়সী এই বীরপুরুষ। কাল স্বাধীনতা দিবস উপলক্ষে এক সাংবাদিকের কাছে নিজের ধারনা তুলে ধরেন পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য।

দেশের সাম্প্রদায়িকতা প্রসঙ্গে বেশকিছু প্রশ্ন তোলেন ইনাডু ইন্ডিয়ার সাংবাদিক। সাম্প্রদায়িকতার ব্যাপারে প্রশ্ন তোলে সাংবাদিক জিজ্ঞাসা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা কেমন। উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মুখরিত হন পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য মহাশয়। সাংবাদিক প্রশ্ন তোলেন, মোদী কি সাম্প্রদায়িক? এর উত্তরে পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য বলেন,’ মোদী যে সাম্প্রদায়িক তার কোনো প্রমাণ পাইনি।

শুধু এই নয় মমতা সাম্প্রদায়িক কিনা এর উত্তরে বলেন, মমতা মুসলিম সাম্প্রদায়িক। এই বক্তব্য শুনে সাংবাদিক প্রশ্ন তোলেন, তাহলে কি মোদী হিন্দু সাম্প্রদায়িক! উত্তরে পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য মহাশয় বলেন, মোদী তার রোল ভালো বজায় রেখেছে। পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য জানান যে মোদী যেটা করেছে সেট পরিবারতন্ত্র নয়। অর্থাৎ উনি বুঝিয়ে দেন যে গান্ধী/ নেহেরু পরিবার এতকাল ধরে দেশে পরিবারতন্ত্র চালিয়ে এসেছে কিন্তু নরেন্দ্র মোদী পরিবার তন্ত্র না চালিয়ে দেশের জন্য কাজ করছে।

রাজ্যের কথা উল্লেখ করে পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য বলেন, বর্তমান শাসক দল যখন এসেছিল তখন অনেক আশা জাগিয়েছিল কিন্তু তারা হতাশ করেছে। তবে কেন্দ্রের মোদীর উপর আশা আছে উনি সাম্প্রদায়িক নন, বরং গণতন্ত্র চালাচ্ছেন। রাজ্যের শাসক দল ক্ষমতা রক্ষার জন্য যে নীতিগুলো প্রয়োগ করছেন সেগুলো সর্বনাশের দিক ঠেলেদিচ্ছে। নিজেকে সংশোধন না করলে বিপন্ন হবে বলে জানান স্বাধীনতা সংগ্রামী পুনেন্দুপ্রসাদ ভট্টাচার্য মহাশয়।

The post মমতাকে মুসলিম সাম্প্রদায়িক বলে নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন এই বীর স্বাধীনতা সংগ্রামী। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2BeSRYr
24 ghanta

ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে সন্মান জানালো গুগল।

গতকাল ৭২ তম স্বাধীনতা দিবস পালন করলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে দেশবাসীর উদ্যেশে এক স্মরণীয় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির সোনিয়া গান্ধী(আসল নাম আন্তোনিয়া মিয়ানো) এর হাত থেকে দেশের ক্ষমতা এসেছে গরিব মায়ের ছেলে নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর হাতে। সেই অর্থে দেশবাসীর কাছে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ স্বাধীনতার আনন্দ আরো বাড়িয়ে তোলে। তবে শুধু দেশ নয় বিদেশের সচেতন মানুষেরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য উদ্বুদ্ধ হয়েছিল।

জানলে অবাক হবেন,গুগল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে উৎসাহিত ছিল। গতকাল লালকেলা থেকে প্রধানমন্ত্রী ভাষণ পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্মান দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করেছিল। গুগল হোমপেজ থেকে শুরু করে ইউটিউবে লাইভ স্ট্রিমড করা হয়। গুগল জানিয়েছিল এটা বিশ্বের অন্যতম গ্রেটার ভিসিবল ইভেন্ট যা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে এই উদ্যেগ নেওয়া হয়েছে।

প্রসার ভারতীয় তফরেও জানান হয়েছে একই মন্তব্য করে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। প্রসার ভারতীয় CEO জানিয়েছেন প্রতি বছর এই অনুষ্ঠান বিশ্বের প্রায় ২ মিলিয়ন মানুষ দেখেন আর সেই কারণেই প্রসার ভারতী গুগলের সাথে জোট করেছে। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল পুরো দিন গুগল ডুডলে রাখা হয়েছিল উপরের ছবিটি। ছবিটিতে ময়ূর, বাঘ, সিংহ,পদ্মফুলের ছবি দিয়ে বৈচিত্র্যময় ভারতবর্ষের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল।

মনে করা হচ্ছে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য এই ব্যবস্থা করেছে গুগল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে বিশ্বে একজন দাপুটে ও সুবক্তা হিসেবে পরিচিত পেয়েছেন নরেন্দ্র মোদী। আর লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ৮২ মিনিটের এই ভাষণ গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে এবার এই পদক্ষেপ নিলো গুগল। এর আগে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের শপদ গ্রহণের সময় লাইভ স্ট্রীমিং এর ব্যবস্থা করে উনাকে সন্মান জানিয়েছিল গুগল।

The post ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে সন্মান জানালো গুগল। appeared first on India Rag.

from India Rag https://ift.tt/2MTjAeN
24 ghanta

Design a site like this with WordPress.com
Get started