তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে দায়ের হল অপরাধিক মানহানির মামলা, হতে পারে দুবছরের জেল খবর

শুক্রবার জি মিডিয়া (Zee Media) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এর বিরুদ্ধে অপরাধিক মানহানির মামলা দায়ের করা হয়েছে। মহুয়া মৈত্র জি নিউজ কে চোর আর পেইড নিউজ চ্যানেল বলে সম্বোধন করেছিলেন। এই মামলায় আগামী শুনানি ১লা আগস্ট হবে। জি মিডিয়ার উপরে ভুল আর অবমাননামূলক অভিযোগ তোলার জন্য সাংসদ মহুয়া মৈত্র-র বিরুদ্ধে অপরাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই অপরাধে দুই বছরের সাজা হতে পারে।
প্রসঙ্গত  খবর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৮ই জুলাই পাটিয়ালা হাউস কোর্টে জি নিউজ আর তাঁদের এডিটর ইন চীফ সুধীর চৌধুরীর বিরুদ্ধে অপরাধিক মানহানির মামলা দায়ের করেছিল। সুধীর চৌধুরী ২৫ জুন তাঁর অনুষ্ঠান ডিএনএ তে বলেছিল যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে ‘ফ্যাসিবাদ” নিয়ে দেওয়া ওনার প্রথম ভাষণ চুরি করেছিলেন।
আইনজীবী বিজয় আগরওয়ালের মাধ্যমে দায়ের করা অভিযোগে জি নিউজের (Zee News) তরফ থেকে বলা হয়েছে যে, ‘৩রা জুলাই মহুয়া মৈত্র কোম্পানির বিরুদ্ধে অবমাননামূলক বয়ান দিয়েছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু মিথ্যে, অপমানজনক, অনর্থক মন্তব্য করেছিলেন ওইদিন। ওই বিবৃতিতে যা বল‌া হয়েছিল, তা অত্যন্ত অবমাননামূলক ও কোম্পানির ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকারক। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা এনে অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।

বায়ুসীমা বন্ধ করে কাঙাল হল পাকিস্তান, পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন ভিখারি দেশ পাকিস্তান ! বাংলা খবর

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা দ্বারা পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর বায়ুসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। আর তাঁর কারণে পাকিস্তান এখন পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির সন্মুখিন। শুক্রবার একটি মিডিয়া রিপোর্টে এই তথ্য সামনে আসে। ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপ, জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ – এ – মোহম্মদ এর আত্মঘাতী হামলার পর নেওয়া হয়েছিল।
গত সোমবার ভারত আর পাকিস্তানের মধ্যে সামান্য হাওয়াই যাতায়াত শুরু হয়। তবে পাকিস্তান তাঁদের বায়ুসীমা খোলার জন্য ভারতের কাছে একটি শর্ত রেখেছিল। সেই শর্ত হল, ভারত তাঁদের যুদ্ধ বিমান তাঁদের এয়ারবেস থেকে সরালেই পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলবে। কিন্তু ভারত সেই শর্তে রাজি না হওয়ার পরেও পাকিস্তান তাঁদের বায়ুসীমা খুলতে বাধ্য হয়।  বাংলা খবর পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে পাকিস্তানের বিমান মন্ত্রী গুলাম সরবর খান বলেন, পাকিস্তান বায়ুসীমা বন্ধ রাখের কারণে দেশে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকা অনুযায়ী বিমান মন্ত্রী বলেন, ‘ এটা আমদের দেশের জন্য বড়সড় ক্ষতি। কিন্তু এই নিষেধাজ্ঞায় পাকিস্তানের থেকেও ভারতের বেশি ক্ষতি হয়েছে। ভারতের দ্বিগুণ ক্ষতি হয়েছে।” তবে রিপোর্ট অনুযায়ী, পাক বায়ুসীমা বন্ধ থাকার জন্য ভারতের ৫৪৮ কোটি টাকার লোকসান হয়েছে, যেটা পাকিস্তানের থেকে অনেক গুন কম।

ব্রেকিং খবর: সরানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী-কে, নতুন রাজ্যপাল হলেন …Bangla Khabar

দেশ জুড়ে বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপালদের বদলি করা হল। মধ্যপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দি বেন প্যাটেলকে এবার উত্তর প্রদেশের দ্বায়িত্ব দেওয়া হল। আরেকদিকে বিহারের রাজ্যপাল লালজি টন্ডন কে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে স্থানান্তরিত করা হয়েছে।

পশিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি এর যায়গায় জগদীপ ধানখর কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরায় রমেশ ব্যাস কে রাজ্যপালের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ফাগু চৌহান-কে বিহারের রাজ্যপাল আর এন রবি-কে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
Bangla Khabar

এতটাই ভিখারি হয়েছে পাকিস্তান যে, ইমরান খানের আমেরিকা সফরে মিলল না প্রাইভেট প্লেন! কমার্শিয়াল বিমানেই করতে হবে যাত্রা Bangla Khobor

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন। আর্থিক সমস্যায় ভুগছে পাকিস্তান, আর সেই কারণেই প্রাইভেট বিমানের যায়গায় কমার্শিয়াল বিমানে যাবে পাক প্রধানমন্ত্রী। ইমরান খানের আপ্ত সহায়ক নঈম উল টুইটারে এই তথ্য দেন। তিনি টুইট করে জানান প্রধানমন্ত্রী ইমরান খান কাতার এয়ারলাইন্সের বিমানে করে আমেরিকা যাবেন।
ইমরান খান রবিবার ওয়াশিংটনের জন্য রওনা দেবেন। ইমরান ২২ জুলাই হোয়াইট হাউসে আমেরিকার রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। ইমরান খান দুই দিবসিয় সফরের সময় আমেরিকা কংগ্রেসের নেতারা, কর্পোরেট নেতা আর আমেরিকায় থাকা পাকিস্তানিদের সাথে দেখা করবেন।
আপনাদের জানিয়ে রাখি, এর আগে খবর এসেছিল যে, আমেরিকার সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান কোন নামি হোটেলে না থেকে আমেরিকায় থাকা পাকিস্তানের রাজদূতদের আধিকারিক দূতাবাসে থাকবেন। পাক মিডিয়া অনুসারে, পাকিস্তানি রাজদূত আসাদ মাজিদ খান এর আবাসে থাকলে ইমরান খানের আমেরিকা সফরের খরচ কম হতে পারে।
আরেকদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা সফরের আগে বড়সড় ঝটকা খেয়ছেন। আমেরিকা পাকিস্তানকে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে, লস্কর-এ-তৈবা আর আল কায়েদা-র মতো জঙ্গি সংগঠন গুলোর বিরুদ্ধে পাকিস্তান যেন কঠোর পদক্ষেপ নেয়। নাহলে আমেরিকা পাকিস্তানের সাথে করা সুরক্ষা সহয়াতা আগের মতই বন্ধ রাখবে।
উল্লেখ্য, পাকিস্তান মুম্বাই হামলার মাস্টার মাইন্ড জঙ্গি হাফিজ সাঈদ-কে গ্রেফতার করে আমেরিকাকে খুশি করার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকা পাকিস্তানের এই কাজে একদমই খুশি হয়নি। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০১৮ এর জানুয়ারি মাসে পাকিস্তানকে দেওয়া সুরক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের শাসনকালে এটা কোন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উচ্চ স্তরীয় সফর হতে চলেছে। শোনা যাচ্ছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের আর্থিক সমস্যা মেটানোর জন্য আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে প্রসন্ন করার জন্য, যারপরনাই চেষ্টা চালাবেন।
Bangla Khobor

অসমে বন্যার জন্য অক্ষয় কুমার দান করলেন ২ কোটি টাকা! পাসপোর্ট কানাডার হলেও মন ভারতীয়।Latest Bengali News Live

দেশের একটা রাজ্য অসম প্রচন্ড বন্যার সাথে সংঘর্ষ করছে। কেরলে বন্যার সময় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চালানো হয়েছিল অসমের ক্ষেত্রে সেটা হয়নি। এর পেছনে অবশ্য একটা বড়ো চক্রান্ত রয়েছে। অসমের বেশকিছু জেলা বন্যার কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে, প্রায় একই অবস্থা দেশের আরো এক রাজ্য বিহারের। আর প্রত্যেক বারের মতো আরো একবার অক্ষয় কুমার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।
পুলবামা হামলায় বলিদানিদের পরিবারের জন্য অক্ষয় কুমার ৫ কোটি টাকা দান করেছিলেন। উড়িষ্যায় হওয়া ঘূর্ণিঝড়ের সময় ১ কোটি টাকা দান করেছিলেন। এখন উনি আরো একবার নিজের বড়ো হৃদয়ের প্রমান দিয়েছেন। এবার অসমে বন্যার জন্য অক্ষয় কুমার ২ কোটি টাকা দান করেছেন। এই টাকা বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য লাগানো হবে।

দেশে এমন অনেক লোকজন আছে যারা অক্ষয় কুমারের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। বলা হয় যে অক্ষয় কুমারের পাসপোর্ট কানাডার, উনি এ দেশের নন। এটা সত্য যে উনার পার্সপোর্ট কানাডার কিন্তু অক্ষয় কুমার ভারত দেশে কাজ করেন। একই সাথে উনি ট্যাক্স ভারতেই প্রদান করেন। আপদে বিপদে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেন বা সাহায্য করার চেষ্টা করেন। ভারত দেশের প্রতি উনি যথেষ্ট নিষ্ঠাবান এর প্রমাণ উনার কাজেই পাওয়া যায়। ভারতীয় পাসপোর্ট থাকা দেশ বিরোধী লোকজনের থেকে কানাডা পাসপোর্ট থাকা অক্ষয় কুমার অনেক উত্তম।
Latest Bengali News Live

বড় সিদ্ধান্ত ধোনির, এবার ক্রিকেট না খেলে সেনার সাথে দেশ সেবায় নিযুক্ত হবেন তিনি Bangla News Live

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার গুঞ্জন চলছে। আর এরই মধ্যে ধোনিকে নিয়ে বড় খবর সামনে এলো। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) টিম ইন্ডিয়ার সাথে ওয়েস্টইন্ডিজ এর সফরে যাচ্ছেন না। এমএসকে প্রসাদের নেতৃত্বে আগামী রবিবার ২১ এ জুলাই ওয়েস্টইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে চলেছে।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শনিবার ওয়েস্টইন্ডিজ সফরের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি আগামী সফরের জন্য ভারতীয় দলের সাথে থাকবেন না। প্যারা মিলিটারি ফোর্সের প্যারাসুট রেজিমেন্টে ধোনি লেফটিন্যান্ট কর্নেল পদে আছেন। বিসিসিআই এর এক শীর্ষ আধিকারিক এর সুত্র অনুযায়ী, ধোনি আগামী দুই মাস ক্রিকেট থেকে দূরে থেকে সেনার সাথে দেশের সেবা করার জন্য সময় দেবেন।
বিসিসিআই এর এক শীর্ষ আধিকারিক সংবাদ মাধ্যম পিটিআই কে জানান, ‘মহেন্দ্র সিং ধোনি ওয়েস্টইন্ডিজ সফরের জন্য নিজেকে অনুপলব্ধ জানিয়ে দিয়েছেন। কারণ তিনি নিজের আধাসামরিক বাহিনীর সাথে আগামী দুই মাস সময় কাটাতে চান। বিসিসিআই এর আধিকারিক এটাও জানিয়ে দিয়েছে যে, ধোনি এই সময় ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন না।
উনি বলেন, ‘আমরা পরিস্কার জানিয়ে দিচ্ছি যে, মহেন্দ্র সিং ধোনি এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। তিনি নিজের আধাসামরিক বাহিনীর সাথে সময় কাটানোর জন্য আগামী দুই মাস বিশ্রাম নিচ্ছেন। এটা তিনি এর আগেও করেছেন।
Bangla News Live

রাত পোহালেই ‘একুশ”, সভা ভরানো নিয়ে চরম চিন্তিত তৃণমূল নেতৃত্ব Bengali News Live

প্রস্তুতি সব শেষ, এবার সভায় ভিড় নিয়ে চিন্তার ভাঁজ শাসক দলের কপালে। সভা শুরু হতে মাত্র আর এক রাত বাকি, কিন্তু তাঁর আগে তৃণমূলের অন্দরমহলে একটাই চিন্তা, ‘লোক হবে তো?”। এর আগে ১৯শে জানুয়ারি দেশের তামাম বড়বড় নেতাদের এনেও সভা ভরাতে পারেনি তৃণমূল। এলাহি আয়োজন করে কোটি কোটি টাকা খরচ করেও লোক জোটেতে ব্যার্থ হয়েছিলে শাসক দল।আরেকদিকে মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে ব্রিগেডে তাক লাগিয়ে দিয়েছিল নমো। এবার সেই একই রকম দুশ্চিন্তায় ভুগছে তাঁরা।
শহীদ সমাবেশে সবথেকে বেশি লোকের আশা করা হয় উত্তর বঙ্গ থেকে। কিন্তু এবার উত্তর বঙ্গ থেকেও তৃণমূলের আশা তেমন দেখা যাচ্ছে না। কারণ গত লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে চরম ভরাডুবি হয়েছিল শাসক দলের। এর আগে শহীদ সমাবেশের দু-তিন দিন আগে থেকেই উত্তর বঙ্গ থেকে হাজার হাজার মানুষ চলে আসে কলকাতায়। কিন্তু এবার সেটা আর দেখা যাচ্ছে না।
আরেকদিকে হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশনে প্রায় ২০০ বাঁশের ব্যাবস্থা করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত ওই ২০০ বাসের মধ্যে খুব বেশি হলে মাত্র ২০ টি বাস বের হয়েছিল। শুক্রবার রাতে কয়েকটি বাস সেখান থেকে ছেড়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেগুলোও ছিল প্রায় ফাঁকা।
আরেকদিকে দক্ষিণ বঙ্গের জঙ্গলমহলে তৃণমূলের ভরাডুবি দেখা গেছিল গত লোকসভা ভোটে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতেও একুশের সমাবেশ নিয়ে তেমন উৎসাহ নেই বলেই খবর। শাসকদলের অনেক নেতারা ঘনিষ্ঠ মহলে এ-ও বলেছিলেন,  আগে নেতারা বাসে চেপে, লরিতে চেপে লোক নিয়ে আসত। আর এখন পাড়ায় পাড়ায় সব নেতার একটা করে স্করপিও গাড়ি হয়ে গিয়েছে।
আগামী পুরসভা ভোট এবং বিধানসভা ভোটকে মাথায় রেখেই শহীদ সমাবেশে জনজোয়ার আনতে চাইছে তৃণমূল। কিন্তু নেতা কর্মীদের মুখ দেখে যা মনে হচ্ছে, এবার আর হয়ত বৈতরনী পার হবেনা।
Bengali News Live

কট্টরপন্থী এজাজ খান পেল না জামিন! পাঠানো হলো ১৪ দিনের জন্য জেলে, তারপর হবে বিচার। Bangla

সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য কুখ্যাত অভিনেতা এজাজ খান জামিন পাওয়ার চেষ্টা করেও বিফল হলো। আজ এজাজ খান জামিন পায়নি উল্টে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার বার গ্রেফতারের দাবি জানানো পর সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে এজাজ খানকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি এজাজ খান সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও প্রকাশ করেছিল। একটা ভিডিওতে এজাজ খান সকল ভারতীয়কে মুসলিম বানানোর জন্য হুমকি দিয়েছিল।
আরো এক ভিডিওতে এজাজ খান বলেছিল, আমরা বৈধ অবৈধ মিলিয়ে ৪০ কোটি মুসলিম রয়েছি, এক দিন শুধু বেরোতে হবে। দেশে দাঙ্গা করার হুমকিও দিয়েছিল অভিনেতা এজাজ খান। শুধু এই নয়, এজাজ খান পুলিশকে হুমকি দিয়ে বলেছিল যে যা করতে পারে করে নিক। এরপর সোশ্যাল মিডিয়ার চাপে পুলিশ এজাজ খানকে গ্রেফতার করা হয়েছিল।

এজাজ খানের গ্রেফতারির পর এখন তার বিবি সংখ্যালঘু ও ভিকটিম কার্ড খেলতে শুরু করেছে। আজ এজাজ খানের বেগম হিজাব পরে মিডিয়ায় কাছে আলতাকিয়া শুরু করেছিল। মিথ্যা কান্না কাটি করে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু শেষ অবধি কোনো লাভ হয়নি। এজাজ খানকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এবার এজাজ খান ১৪ দিন জেলেই থাকবে। পুলিশ এজাজ খানের উপর যে ধারা লাগিয়েছে তাতে ৫ বছরের জেল পর্যন্ত হতে পারে। সূত্রের খবর এও যে পুলিশ এজাজ খানকে বেধড়ক পিটিয়েছে।
Bangla

পাঁচদিনেই মোহভঙ্গ! শহীদ দিবসের আগেই ফের বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য Bengali

গত ১৫ই জুলাই ভুল বুঝিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিলে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। পাঁচদিন যেতে না যেতেই ভুল শুধরে ফের বিজেপিতেই ফিরে এলেন বালুরঘাটের চিঙ্গিসপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমি বর্মন। তৃণমূলের শহীদ দিবসের একদিন আগে এই ঘটনার বেশ ব্যাকফুটে তৃণমূল নেতৃত্ব। এমনকি দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভপতি অর্পিতা ঘোষের ভূমিকা নিয়ে দলের অন্দরেই উঠছে নানান প্রশ্ন।
গত ১৫ জুলাই অর্পিতা ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন বালুরঘাটের চিঙ্গিশপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী বর্মন। বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যাকে দলে টেনে নিয়ে ওই এলাকা থেকে ধীরে ধীরে বিজেপিকে মুছে দেওয়ার ডাকও দিয়েছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু ওনার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলে দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি শুভেন্দু সরকার। এদিন জেলা সভাপতি শুভেন্দু সরকারের হাত ধরে ফের বিজেপিতে ফিরে আসেন বালুরঘাটের চিঙ্গিশপুর পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী বর্মন।
বিজেপিতে যোগ দেওয়ার পর পঞ্চমী বর্মন জানান, ওনাকে ভুল বুঝিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু নিজের ভুল শুধরে ফের বিজেপিতে চলে আসেন তিনি। একটি সাংবাদিক সন্মেলনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি শুভেন্দু সরকার জানান, ‘বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যাচ্ছে না। যারা আগে বিজেপি করত, তাঁরা এখনো বিজেপিই করছে। এবং ভবিষ্যতেও বিজেপিই করবে।”
তিনি আরও বলেন, ‘তৃণমূলের উচিত নিজের দল নিয়ে ভাবনা চিন্তা করা। কারণ বিজেপি ছেড়ে কেউ ডুবন্ত নৌকা তৃণমূলে যাবেনা। কিন্তু তৃণমূল ছেড়ে সবাই বিজেপিতে চলে আসবে। তৃণমূলে গণতন্ত্র নেই। সন্ত্রাস আর দুষ্কৃতীতে ভরে গেছে দল। তৃণমূলের নেতারা এখন ভুল বুঝিয়ে বিজেপির নেতা কর্মীদের তাঁদের দলে টানতে চাইছে, কিন্তু তাঁদের এই মনস্কামনা পূরণ হবেনা।”
Bengali

আজ ‘একুশে” অনুপস্থিত তৃণমূলের সাতজন বিধায়ক, চরম চিন্তায় তৃণমূল নেতৃত্ব Bengali News

আজ তৃণমূল নেতৃত্বের কাছে সবথেকে বড় দিন। ক্ষমতায় আসার পর থেকে বেশ ঘটা করে আজকের দিন পালন করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লোক বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। কিন্তু এবছরের শহীদ সমাবেশে তৃণমূলের চিন্তা লাগাতার বেড়েই চলেছে। কারণ অনান্য বছরের তুলনায় এবছরে লোক হওয়া নিয়ে সংশয়ে তৃণমূল নেতৃত্ব।
গত লোকসভা ভোটে উত্তর বঙ্গে তৃণমূলের ভরাডুবির ফলে সেখান থেকে এবার ২১-র সভায় লোকের সমাগম বেশি হচ্ছে না। আরেকদিকে জঙ্গলমহলে তৃণমূলের শক্তি অনেক কমেছে। ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসার জন্য বিশেষ বন্দোবস্ত করা হলেও, লোক পাওয়া যাচ্ছেনা। শিয়ালদহ স্টেশনে ২০০ টি বাসের ব্যাবস্থা করা হলে, শুক্রবার রাত পর্যন্ত ২৫-৩০ টি বাসই রওনা দিয়েছে। আর তাঁর মধ্যে গোদের উপর বিষফোঁড়া হচ্ছে, এবার ২১ এ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকছেন না তৃণমূলের সাত বিধায়ক।
সাত জনের মধ্যে পাঁচ জন বিধায়ক নোয়াপাড়ার সুনীল সিং, লাভপুরের মনিরুল ইসলাম, বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস, বীজপুরে শুভ্রাংশু রায়, কালচিনির উইলসন চম্পামারি ইতিমধ্যে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। আর দুজন বিধায়ক হলেন কলকাতার প্রাক্তন মেয়র বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। এবং বিধাননগর পুরসভার সদ্য পদত্যাগী মেয়র ও রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত।
লোকসভা ভোটের পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। আর ২০১৯ লোকসভা ভোটের পর এটাই তৃণমূলের প্রথম বড় র‍্যালি। আর এই র‍্যালিকে সাফল্যমণ্ডিত করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। কিন্তু সবার মুখে দিনের শেষে একটাই প্রশ্ন, লোক হবে তো?

Bengali News

Design a site like this with WordPress.com
Get started