হিন্দু মেয়েদের ইসলামে ধর্মান্তকরনের অভিযানে নেমেছে মৌলবি, এক বছরে করা হয়েছে ১০০০ এর উপরে ধর্মান্তকরন! সংবাদ

পাকিস্তানে হিন্দু মেয়েদের অপহরণ করে তাঁদের ধর্ম পরিবর্তন করে বিয়ে করার ঘটনা লাগাতার সামনে আসছে। এমনকি এই ইস্যু কিছুদিন আগে পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলিতেও উঠেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন আমেরিকার সফরে আছেন। আর ঠিক এই সময়েই আমেরিকার ১০ জন সাংসদ সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে ইমরান খানের সাথে হিন্দু মেয়েদের জোর করে ধর্মপরিবর্তন করার মামলা নিয়ে কথা বলার আবেদন জানিয়েছেন। আর এরই মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রান্তে এক মৌলবি হিন্দু মেয়েদের ধর্মান্তকরন করার কথা স্বীকার করে এই ব্যাপারে বড় বয়ান দিয়েছেন।
দৈনিক ভাস্করের একটি রিপোর্ট অনুযায়ী, মৌলবি আবদুল খালিক মিথা স্বীকার করেছেন যে, সে হিন্দু মেয়েদের মুসলিম বানানোর অভিযান চালাচ্ছে। আর এই কাজ সে অনেক আদে থেকেই করছে। এবং আগামী দিনেও সে এই কাজ করে যাবে। সংবাদ রিপোর্ট অনুযায়ী, মিথা এটাও দাবি করেছে যে, তাঁর ৯ সন্তানও এই মিশনে কাজ করছে, আর ওনার গোটা বংশ আগে থেকেই এই কাজ করে আসছে।
আরেকদিকে পাকিস্তানের মানবাধিকার আয়োগ এর বর্তমান রিপোর্ট অনুযায়ী, সিন্ধু প্রান্ত ধর্মান্তকরনের সবথেকে বড় আড্ডা। গত বছর শুধু সিন্ধু প্রান্তেই সংখ্যালঘু হিন্দুদের ধর্মান্তকরনের ১০০০ মামলা সামনে এসেছে। এই কাজ ধরকি শহরের ভরচুন্দি দরগাহ তে হয়, ওই দরগাহ-র মৌলবি আবদুল খালিক মিথা। এই মৌলবি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বলে জানা যায়। ওই এলাকার সামাজিক কর্মীদের অনুযায়ী, গত ৯ বছরে ৯৫০ টি হিন্দু মেয়ের ধর্মান্তকরন করা হয়েছে ওই দরগাহ তে।
ভাস্করের রিপোর্ট অনুযায়ী, মিথা বলেন, ‘হ্যাঁ আমি হিন্দু মেয়েদের ধর্মান্তকরনের জন্য দরগাহ তে ব্যাবস্থা করেছি। আমি মেয়েদের ঘর থেকে দরগাহ তে আনার জন্য কিছুই করতাম না, তাঁর স্বইচ্ছায় এখানে আসত। আমি তাঁদের নিকাহ এর ব্যাবস্থা করে দিই। আমার পুর্বপুরুষেরাও হিন্দু মেয়েদের ইসলাম ধর্মে নিয়ে আসত। আমিও এই মিশনে আছি, আর আমার সন্তানেরাও এই কাজ করবে।”

দশ হাজারেরও বেশি মিথ্যা বলেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! কাশ্মীর নিয়ে অকাট্য মন্তব্য এই প্রথম না বাংলা সংবাদ

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোমবার কাশ্মীর নিয়ে দায়িত্বহীন বক্তব্য করেছেন। উনি পাকিস্তানের রাষ্ট্রপতি ইমরান খান (Imran Khan) এর সাথে সাক্ষাতের পর বলেন, নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতা করার জন্য ওনাকে বলেছেন।
ট্রাম্পের এই মন্তব্যের পর ভারত সরকার আমেরিকার রাষ্ট্রপতির এই বয়ানকে সম্পূর্ণ ভাবে খারিজ করেছে।বাংলা সংবাদ ভারত সরকার জানায়, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু আর এই নিয়ে তৃতীয় কোন রাষ্ট্রের ভূমিকা নেই। আরেকদিনে দুই দেশের রাজনেতাদের সাক্ষাৎ এর পর হোয়াইট হাউস থেকে করা প্রেস কনফারেন্সের পর জারি বিজ্ঞপ্তিতে কাশ্মীর ইস্যু নিয়ে কিছুই বলা হয়নি। হোয়াইট হাউস জানায়, আমরা শান্তি, স্থিরতা আর আর্থিক সমৃদ্ধির জন্য পাকিস্তানের সাথে কাজ করতে চাই।
এটা প্রথমবার না যে, ট্রাম্প মিথ্যা কথা বলল। তিনি প্রায় দিনই আলাদা আলাদা মামলায় নানারকম মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প রোজ ২৩ টা করে মিথ্যা কথা বলে। রিপোর্টে বলা হয়েছে যে, ২১ এপ্রিল পর্যন্ত ৮২৮ দিনে ট্রাম্প ১০,১১১ টি মিথ্যা কথা বলেছে। এই দাবিতে ট্রাম্পের ট্যুইটার পোস্টও আছে। অবাক করা কথা হল, শুধু তিনদিন (২৫-২৭ এপ্রিল) ট্রাম্প ১৭১ বার মিথ্যা কথা বলেছে আর মানুষকে ধোঁয়াশায় রেখছে।
এর আগে ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের কার্যভার সামলানোর দুই বছর পর একটি রিপোর্ট জারি করেছিল। যেখানে বলা হয়েছিল যে, ট্রাম্প ওই দুই বছরে ৮,১৫৮ বার মিথ্যা কথা বলেছে। ট্রাম্প Immigration নিয়ে ১৪৩৩, বিদেশ নীতি নিয়ে ৯০০, ব্যাবসা নিয়ে ৮৫৪, অর্থব্যাবস্থা নিয়ে ৭৯০, চাকরি নিয়ে ৭৫৫ এবং অনান্য ব্যাপারে ৮৯৯ বার মিথ্যা কথা বলেছেন।
সংবাদ মাধ্যমের এই রিপোর্টে ‘ফ্যাক্ট চেকার’ এর তথ্যাদি উদ্ধৃত করা হয়েছে। এই ফ্যাক্ট চেকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্বারা প্রদত্ত প্রতিটি সন্দেহজনক বিবৃতি বিশ্লেষণ, শ্রেণীকরণ এবং সনাক্তকরণ কাজ করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে এই ফুটফুটে বাচ্চা কে? জানেন কি? না জানলে জেনে নিন zee news bangla

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, সেই ছবিতে দেখা যাচ্ছে উনি একটি ফুটফুটে শিশুর সাথে ওনার অফিসে খুনসুটি করছেন। ওই শিশুটি ভারতীয় জনতা পার্টির সাংসদ সত্যনারায়ণ জাটিয়া-র নাতি। zee news bangla প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবি ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে সবাইকে উৎসুক বানিয়ে তোলেন। উনি এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘আজ সংসদে আমার সাথে দেখা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বন্ধু এসেছে।” এরপরে সবার মধ্যে প্রশ্ন জাগে, কে এই বাচ্চাটি?

প্রধানমন্ত্রীর এই ইনস্টাগ্রাম পোস্টে সবাই তৎক্ষণাৎ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এমনকি অনেকেই এই ছবি নিয়ে মিম বানিয়ে ভাইরাল করা শুরু করে দেন। শেষে প্রধানমন্ত্রী মোদী যেই ছবি পোস্ট করেন, সেটার উত্তর একটু পরেই সবার কাছে চলে আসে।

আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। উনি নিজের জীবনের সাথে জড়িত অনেক তথ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবার দেখার বিষয় এটাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সবার প্রশ্নের উত্তর দেবেন? না কি নতুন সদস্যের পরিচয় গুপ্ত রাখবেন?

২১ দিনের নাটকের পর হার মানল কুমারস্বামী, চুতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইয়েদুরাপ্পা zee 24 ghanta

২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। কর্ণাটকে আজ কংগ্রেস-জেডিএস এর সরকার ভেঙে গেলো। কর্ণাটকে এখন ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নিয়েছে। আস্থা ভোটে যেখানে কংগ্রেস-জেডিএস জোট ৯৯ টি ভোট পেয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ১০৫ টি ভোট পেয়েছে। কর্ণাটকে বিগত ২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। বার বার নানারকম ছুতো দেখিয়ে আস্থা ভোট পিছিয়ে দেওয়ার পরেও শেষ রক্ষা হল না কুমারস্বামীর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট ১৪ মাস ১১৬ জন বিধায়ককে নিয়ে সরকার চালিয়েছে। zee 24 ghanta ১ লা জুলাই কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেওয়ার পর বিগত ২৩ দিনে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই শক্তি প্রদর্শনের তারিখ নির্ণয় করা হয়। কিন্তু কংগ্রেস-জেডিএস জোট এর বারবার হাঙ্গামা করার কারণে আস্থা ভোট হয়েছিল না।
আস্থা ভোটে হারার পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজের ইস্তফা প্রদান করবেন। এবার ভারতীয় জনতা পার্টি সরকার বানানোর দাবি জানাবে রাজ্যপালের কাছে। ভারতীয় জনতা পার্টি কাল বিধায়ক দলের বৈঠক করবে, আর এরপর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির নেতা বি.এস ইয়েদুরাপ্পা।

গুজরাটে সাফ কংগ্রেস, পুরভোটে ৫৯ এর মধ্যে ৫৪ টি আসন দখল করল বিজেপি 24 ghanta bengali news

লোকসভা নির্বাচনের পর গুজরাটের স্থানীয় পুরসভার নির্বাচনে ফের বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস। গুজরাটের জুনাগড় পুরসভায় (junagadh municipal election) বিজেপি ৫৪, এনসিপি ৪ আর কংগ্রেস ১ টি আসন দখল করেছে। জেলা পঞ্চায়েতের উপনির্বাচনেও বিজেপি জয় হাসিল করেছিল। গত রবিবার জুনাগড়ে পুরভোট হয়েছিল। ৫৯ টি আসনের মধ্যে ৫৬ টি আসনে রবিবার ভোট গ্রহণ হয়েছিল। আর বাকি তিনটি আসনে বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে নিয়েছিল। একটি আসনে কংগ্রেসের প্রার্থী মনোনয়ন দাখিল করার পরেও, বিজেপিকে সমর্থন করেছিল।
আজকের এই ফলাফল দেখে এটাই বোঝা যাচ্ছে যে, 24 ghanta bengali news গুজরাট থেকে কংগ্রেস পুরো সাফ হতে চলেছে। গুজরাট বিধানসভার নির্বাচনে বিজেপিকে টক্কর দেওয়া কংগ্রেস এখন রাজ্যে অস্তিত্ব সঙ্কটে ভুগছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর একের পর এক কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এমনকি বিগত লোকসভা ভোটেও কংগ্রেস সেখানে একটিও আসনে জয় লাভ করতে পারেনি। এরপর কিছুদিন আগে হওয়া রাজ্যসভার উপনির্বাচনেও কংগ্রেসকে হারের সন্মুখিন হতে হয়।
তাছাড়াও রাজ্যসভার নির্বাচনের পর গুজরাট কংগ্রেসের দুই বিধায়ক দল ছেড়ে বিজেপিতে নাম লেখান। আরেকদিকে জুনাগড় পুরভোটে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, জুনাগড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বলেই পরিচিত। আর সেখানে বিজেপির এই বিশাল জয় এটাই বোঝাচ্ছে যে, কংগ্রেসের মুসলিম তোষণ লবি আর চলছে না। জুনাগড়ে এরকম হারের পর এখন গোটা রাজ্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন উঠছে।

শিবের মাথায় জল ঢালতে যাওয়া যাত্রীদের উপর নিজে হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করবেন যোগী আদিত্যনাথ!

উত্তর প্রদেশ সহ পুরো দেশে কাবাড় যাত্রা শুরু হয়েছে। শ্রাবন মাসের এই বিশেষ উৎসবে শিবভক্তরা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য রওনা দেয়। উত্তরপ্রদেশে কাবাড় যাত্রীদের একটা আলাদা সন্মান দেওয়া হয়। বিশেষ করে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কাবাড় যাত্রীদের সুবিধার খাতিরে সরকার কোনো কমতি রাখে না। আগের বছরের মতো এ বছরেও যোগী আদিত্যনাথ পুষ্প বর্ষণ করবেন বলে খবর আসছে। যোগী অডিটিনাথ হেলিকপ্টার থেকে কাবাড় যাত্রীদের উপর পুষ্প বর্ষণ করবেন।
আগের বছর পুলিশ প্রশাসন শিবভক্তদের উপর পুষ্পবর্ষণ করে নতুন পরম্পরার জন্ম দিয়েছিল এ বছরেও ওই পরম্পরা কায়েম রাখা হবে।
খবর অনুযায়ী, গাজিয়াবাদ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুষ্প বর্ষণ করবেন। ২ দিন ধরে উনি হেলিকপ্টার থেকে কাবাড় যাত্রীদের পথে ফুল ছড়িয়ে দেবেন।  24 ghanta news প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। কাবাড় যাত্রীদের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিবভক্তদের কোনো সমস্যার মুখোমুখি হতে দেখতে চান না, এমন নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে।
জানিয়ে দি, অখিলেশ ও মায়াবতীর আমলেও উত্তরপ্রদেশে কাবাড় যাত্রা পালন করা হতো। কিন্তু যাত্রীদের উপর অত্যাচার করার অভিযোগ উঠতো, ভজন কৃতন বন্ধ করে দেওয়ার অভিযোগ আসতো, একই সাথে বিশেষ কিছু রাস্তা কাবাড় যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন স্থিতি পাল্টে গেছে। মুখ্যমন্ত্রী নিজে কাবাড় যাত্রীদের উপর পুষ্প বর্ষন করে তাদের সম্মান দিচ্ছেন।

প্রসাদে বিষ মিশিয়ে ৪০ হাজার হিন্দুকে মেরে ফেলার ছক কষছিল জাকির নায়েকের শাগরেদরা 24 ghanta live

বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েক এর বাণী শুনে তাঁর শাগরেদরা মুম্বাইয়ের একটি মন্দিরের প্রসাদে বিষ মেশানোর পরিকল্পনা করছিল। ওই জঙ্গিদের উদ্দেশ্যে ছিল, মন্দিরে আসা হিন্দুদের গণহত্যা করা মুম্বাইয়ের একটি আদালতে দাখিল চার্জশিট অনুযায়ী, মুম্বাইয়ের মুম্বেশ্বর মন্দিরে নরসংহারের প্ল্যান করা জঙ্গি জাকির নায়েকের অনুগামী। ওই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই জঙ্গি ISIS এর মতাদর্শে চলা জঙ্গি সংগঠন ‘উম্মত-এ-মোহম্মদিয়া” এর সদস্য।
ওই জঙ্গি যেদিন এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছিল, সেদিন মন্দিরে ৪০ হাজার হিন্দুকে প্রসাদ বিতরণ করা হত। ওই জঙ্গির পরিকল্পনা ছিল যে, প্রসাদে বিষ মিশিয়ে ৪০ হাজার হিন্দুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মুম্বাই এটিএস এই মামলায় চার্জশিট দাখিল করে সমস্ত জঙ্গিদের পরিচয় বের করেছে। ওই জঙ্গিদের মধ্যে ১ জন নাবালিক জঙ্গিও আছে।
রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র এটিএস এর এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে, ওই জঙ্গিরা মুম্ব্রা-র ৪০০ বছর পুরনো শ্রী মুম্ব্রেশ্বর মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে ভক্তদের গণহত্যা করার ছক কষছিল। এটিএস অভিযুক্তের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাকির নায়েকের অনেক বাণী এবং ভিডিও পেয়েছে। 24 ghanta live এই জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য তাঁদের গুরু জাকির নায়েকের সাথে যোগাযোগেও আছে বলে জানা যায়।
গ্রেফতারির আগে এই দলের সদস্য জামান, সলমান, বারিস আর ফাহাদ হাইড্রোজেন প্যরাক্স্যাইড এক্সপার্টের সাহায্যে বিস্ফোটক বানিয়েছিল বলে জানা যায়। দলের প্রধান আবু হমজা এবং অনান্য সদস্যেরা এই বোমের ট্রায়াল ও করেছিলে। এবং মন্দির পরিসরের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য যোগার করেছিল।
চার্জশিটে বলা হয়েছে যে, গ্রেফতার হওয়া জঙ্গিরা মন্দিরের প্রসাদে বিষ মেশানোর পরিকল্পনা করছিল। এরা বোমা আর বিষ বানানোর জন্য প্রশিক্ষণ নিয়েছিল। এছাড়াও মহারাষ্ট্রের থানে জেলার মুম্ব্রা বাইপাসের পাশে একটি পাহাড়ে সেই বোমা পরীক্ষা করেছিল। মহারাষ্ট্র এটিএস ‘উম্মত-এ-মোহম্মদিয়া” এর দশ সদস্যকে এই বছরের জানুয়ারি মাসে মুম্ব্রা আর ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করেছিল। তাঁরা জঙ্গি সংগঠন আইএস এর সাথে যুক্ত বলে জানা যায়। তাঁদের গ্রেফতার করে ৪০ হাজার হিন্দুর গণহত্যাকে ঠেকাতে সক্ষম হয়েছে মহারাষ্ট্র এটিএস।
চার্জশিট অনুযায়ী, গ্রেফতার করা জঙ্গিদের মধ্যে যুক্ত তালহা প্যাট্রিক প্রসাদে বিষ মেশানোর চেষ্টা করেছিল। এটিএস আবু হমজা কে এই সংগঠনের প্রধান হিসেবে চিহ্নিত করেছে।

সঙ্ঘের কার্যালয়ে পৌঁছালেন ইয়েদুরাপ্পা, শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি 24 ghanta

প্রায় একমাস ধরে চলা কর্ণাটকের নাটকের অবসান ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যের পর ১৪ মাস ধরে চলা কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারের পতন হল। বিধানসভায় আস্থা ভোটে ৯৯ টি ভোট পায় জোট সরকার, আরেকদিকে বিজেপি ১০৫ টি আসন পায়। এরপর থেকেই বিজেপির সরকার গড়ার প্রবণতা বেড়ে যায়। আজ কর্ণাটকে বিজেপির বিধায়ক দলের বৈঠক হচ্ছে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে বি.এস ইয়েদুরাপ্পা বুধবার সকালে ব্যাঙ্গালুরুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান কার্যালয়ে যান। সেখানে উনি সঙ্ঘের বরিষ্ঠ নেতাদের রাজ্যে হওয়া রাজনৈতিক অস্থিরতার কথা জানান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সরকার পড়ে যাওয়ার পর, এবার বিজেপির বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। 24 ghanta সেখানে ইয়েদুরাপ্পা কে বিধায়ক দলের নেতার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ইয়েদুরাপ্পা সরকার গড়ার দাবি পেশ করবেন।
এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপির নেতা সদানন্দ গৌড়া পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, ইয়েদুরাপ্পাই মুখ্যমন্ত্রী হবে। উনি বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আগেই এই ব্যাপারে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে। আরেকদিকে বিজেপির নেতা জগদীশ শোট্টার বলেন, আমাদের সাথে ১০৫ জন বিধায়ক আছে। বিধানসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ দল। আমরাই সরকার বানাবো। বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা এখনো স্বীকার করেন নি স্পীকার। এবার দেখা যাবে যে, তাঁরা বিজেপির সাথে আসছে কি না।

ভুয়ো ডিগ্রি মামলায় আদালতের নির্দেশিকার অবমাননা সাংসদ অভিষেক ব্যানার্জীর ২৪ ঘন্টা খবর

তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জী বৃহস্পতিবার দিল্লী হাইকোর্টে পেশ হননি। ওনার আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলার জন্য উনি আদালতে হাজিরা দিতে পারেন নি, তাই ওনার সুবিধার্থে আরেকটি তারিখ দেওয়া হোক।
দিল্লীর Rouse Avenue আদালত এবার আগামী ১৩ই আগস্ট সাংসদ অভিষেক ব্যানার্জীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিষেক ব্যানার্জীকে ২০১৪ এর লোকসভা নির্বাচনে দাখিল মনোনয়ন পত্রে ভুল তথ্য দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে ২০১৪ এর লোকসভা নির্বাচনে ভুল তথ্য দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়েছিল। ২৪ ঘন্টা খবর আদালত অভিযোগকে গম্ভীর ভাবে নিয়ে ২৫ জুলাই ( আজ বৃহস্পতিবার) ওনাকে আদালতে হাজির থাকার নির্দেশ জারি করেছিল। আইনজীবী নীরজ এর তরফ থেকে দায়ের করা অভিযোগের পর আদালত এই নির্দেশ জারি করেছিল।
অভিযোগে বলা হয়েছিল যে, অভিষেক ব্যানার্জী নিজের মনোনয়ন পত্রের সাথে যেই শপথ পত্র দিয়েছিলেন, সেখানে এমবিএ পর্যন্ত পড়াশুনা করার কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুসারে, অভিষেক ব্যানার্জীর এই দাবি সম্পূর্ণ মিথ্যে। আর ওনার ডিগ্রিও নকল। অভিযোগে বলা হয়েছে যে, জনতার সাথে ছলনা করার জন্য অভিষেক ব্যানার্জী নিজেকে উচ্চ শিক্ষিত প্রমাণ করেছেন।
অভিযোগে এও বলা হয়েছে যে, এই ভুয়ো ডিগ্রি মানুষের মধ্যে প্রভাব ফেলার জন্য দাখিল করা হয়েছিল। আদালত এই অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে সমন জারি করেছিল। আদালত জানায়, অভিযোগ শোনার জন্য আদালতের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে।

মাত্র ৫৯ মিনিটে পাঁচ কোটি টাকার লোন দিচ্ছে মোদী সরকার, এখুনি আবেদন করুন এভাবে ২৪ ঘন্টা

মোদী সরকার ছোট ব্যাবসায়িদের ঋণ দিচ্ছে। সরকার MSME এর জন্য ‘PSB Loans in 59 Minutes” সুবিধা শুরু করেছে। এর মাধ্যমে MSME এর জন্য ১ কোটি টাকার ঋণ কেবল মাত্র ৫৯ মিনিটেই দেওয়া হবে। এবার এই সুবিধা অনুসারে লোন অ্যামাউন্ট বাড়িয়ে ৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তারমানে এই যে, এবার ৫৯ মিনিটে MSME এর ৫ কোটি টাকার লোন পাস হয়ে যাবে। আর লোন অ্যামাউন্ট ৮ দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে।
PSB Loans in 59 Minutes এর অনুযায়ী, পার্টনার ব্যাংক গুলোর মধ্যে পাঁচটি বড় ব্যাংক SBI, ইউনিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ২৪ ঘন্টা কর্পোরেশন ব্যাংক এবং অন্ধ্র ব্যাংকে লোনের লিমিট পাঁচ কোটি পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই ঋণ সুবিধার অধীনে অনেক নতুন উদ্যোগ চলছে এবং অনেক শীঘ্রই ঘোষণা করা হবে। চুক্তিবদ্ধ ব্যবসায়িক ঋণ ১ লাখ থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত। সুদের হার 8.5 শতাংশ এ শুরু হবে।
লোনের জন্য অ্যাপ্লাই করতে MSME কে https://www.psbloansin59minutes.com/signup এ গিয়ে লগইন করতে হবে। সেখানে আবেদন কর্তার নাম, ইমেই আইডি, ফোন নাম্বার দিয়ে ওটিপই জেনারেট করতে হবে। এরপর আগামী প্রক্রিয়া শুরু হবে।
এসব জিনিসের দরকার পড়বে- GST আইডেন্টিফিকেশন নম্বর, GST ইউজার আইডি আর পাসওয়ার্ড, ইনকাম ট্যাক্স ই ফাইলিং পাসওয়ার্ড, ডেট অফ ইনকর্পোরেশন অথবা বিগত তিন বছরের আইটিআর XML ফরম্যাটে। কারেন্ট অ্যাকাউন্ট, নেটব্যাংকিং এ ব্যাবহৃত ইউজার নেম, পাসওয়ার্ড অথবা গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, ডায়রেক্টর/পার্টনার/প্রোপাইটার ডিটেলস, KYC, এডুকেশনাল ডিটেলস আর ফর্মের ওনারশিপ ডিটেলস, আবেদন মঞ্জুর হলে GST দিয়ে ১০০০ টাকার ফিস লাগবে।

Design a site like this with WordPress.com
Get started