সাত দিনের সফরে আমেরিকায় গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ওনাকে জোরদার স্বাগত জানানো হয়। ওনাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন আমেরিকার বিশিষ্ট ব্যাক্তিরা। ওনার জন্য বিছানো হয়েছিল রেড কার্পেট। আরেকদিকে, সেই দিনই আমেরিকায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ওনাকে স্বাগত জানানোর জন্য বিমান বন্দরে আমেরিকার তরফ থেকে কেউই উপস্থিত ছিলেন না। শেষমেশ ওনাকেContinue reading “রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে জরুরি বৈঠক করতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী”
Author Archives: theindia1000
পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার
পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়েContinue reading “পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার”
ট্রাম্প মোদীর ভালো বন্ধু, আশা ছেড়ে দিন! ডাল গলবে না আপনার! ইমরান খানকে পরামর্শ পাক সংবাদ মাধ্যমের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে পাকিস্তানি মিডিয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিলো। পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুযায়ী, ট্রাম্পের নজর ভারতের ভোটারদের উপর আছে। ইমরান খানের ডাল গলবে না সেখানে। দ্য ডন বুধবার তাঁদের খবরের কাগজে লেখে, ইমরান খান কাশ্মীর ইস্যু নিয়ে গোটা বিশ্বের নজর নিজের দিকে করতে চাইছেন। কিন্তু আন্তর্জাতিকContinue reading “ট্রাম্প মোদীর ভালো বন্ধু, আশা ছেড়ে দিন! ডাল গলবে না আপনার! ইমরান খানকে পরামর্শ পাক সংবাদ মাধ্যমের”
বায়ু সেনাতে হাই এলার্ট জারি! জইশ আতঙ্কবাদীরা করতে পারে হামলা।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান আর কোনো দেশের থেকে সমর্থন পাবে না, এটা নিশ্চিত হওয়া গেছে। কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আতঙ্কবাদের ধর্ম খুঁজে পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসলামিক আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করার ঘোষনা করে দিয়েছেন। তাই পাকিস্তান এবার পুরো উত্তেজিত হয়ে পড়েছে। এখন পাকিস্তান ভারতে আতঙ্কবাদ অনুপ্রবেশ করানোর চেষ্টায় লেগে পড়েছে। পাকিস্তান তার ঘৃণ্য আচরণ করেইContinue reading “বায়ু সেনাতে হাই এলার্ট জারি! জইশ আতঙ্কবাদীরা করতে পারে হামলা।”
মোদীর নিন্দা করে নেহেরুর প্রশংসা করছিলেন শশী থারুর! কিন্তু ভুয়ো ছবি পোস্ট করে পড়লেন ধরা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস সাংসদ শশী থারুর বুধবার সোশ্যাল মিডিয়ায় পণ্ডিত জওহরলাল নেহেরুর আরেকটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটি শেয়ার করে থারুর লিখেছেন যে আগের ছবিটি নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছিল। তিনি লিখেছেন যে এই ছবিটি ১৯৪৯ সালে নেহেরুর মার্কিন যাত্রার একটি অথেনটিক ছবি। উইসকনসিন ইউনিভার্সিটিতে পণ্ডিত জওহরলাল নেহেরুর কথা শোনার জন্য ১৯৪৯ সালের নভেম্বরContinue reading “মোদীর নিন্দা করে নেহেরুর প্রশংসা করছিলেন শশী থারুর! কিন্তু ভুয়ো ছবি পোস্ট করে পড়লেন ধরা।”
অলিম্পিকে পদক জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় যোগ দিচ্ছেন বিজেপিতে
অলিম্পিকে পদক বিজেতা খেলোয়াড় ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দিতে চলেছেন। এবং আগামী মাসে হওয়া হরিয়ানা বিধানসভার নির্বাচনে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। খবর পাওয়া যাচ্ছে যে, অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিবীর যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt) বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন।বুধবার বিজেপির সুত্র জানায়, ২০১২ সালে কুস্তিতে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্তContinue reading “অলিম্পিকে পদক জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় যোগ দিচ্ছেন বিজেপিতে”
রাহুল ও সোনিয়া গান্ধী চান না যে মোদী-শাহ জীবিত থাকুন: যোগগুরু রামদেব।
দিল্লি সংলগ্ন নয়ডা শহরে আগত যোগগুরু বাবা রামদেব, কংগ্রেসের উপর একটি বড় আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন যে, গান্ধী পরিবার অমিত শাহকে কারাগারে প্রেরণের জন্য ষড়যন্ত্র করেছিল এবং তারা চেয়েছিল যে শাহ কারাগারেই শেষ হয়ে যাক। বাবা রামদেব স্পষ্টতই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম নিয়ে বলেন যে এই দুই নেতা কখনই চান না যেContinue reading “রাহুল ও সোনিয়া গান্ধী চান না যে মোদী-শাহ জীবিত থাকুন: যোগগুরু রামদেব।”
কুখ্যাত অপরাধী নেতা নাহিদ হাসান পলাতক! গ্রেফতার করতে মাঠে নামলো যোগী পুলিশের ১১ টিম।
উত্তর প্রদেশের কৈরানা থেকে সমাজবাদী পার্টির কট্টরপন্থী বিধায়ক নাহিদ হাসানকে যোগী পুলিশ গ্রেফতার করার অভিযানে নেমে পড়েছে। নাহিদ হাসান এর বিরুদ্ধে নানা ক্রিমিনাল কেশ রয়েছে। ধার্মিক উত্তেজনা ছড়ানো, খুন ইত্যাদির মামলাতেও জড়িত এই বিধায়ক। পুলিশ তাকে গাড়ির কাগজ দেখানোর জন্য পাঁচ দিনের বর্ধিত সময় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তার ও অনুসন্ধানেরContinue reading “কুখ্যাত অপরাধী নেতা নাহিদ হাসান পলাতক! গ্রেফতার করতে মাঠে নামলো যোগী পুলিশের ১১ টিম।”
দেশে কট্টরপন্থীদের হাত থেকে হিন্দু যুবতীরা কতটা সুরক্ষিত তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজস্থানে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রেও অপরাধী কট্টরপন্থী হওয়ায় মিডিয়া খবরটিকে গোপন করার জন্য নেমে পড়েছে। ভুক্তভোগী যুবতী বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে জোর করে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসিফ খিরোদ-ঝুনঝুনুর বাসিন্দা। সুরেশ বলে মেয়েটির কাছে নিজের পরিচয় প্রকাশ করেছিলেন আসিফ। যুবতীকে নেশা জাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণ করে আসিফ ও তার সাথীরা। যুবতীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যুবতী জানিয়েছে যে, সে পড়াশোনার জন্য বাসে আসা যাওয়া করতো। সেই সময় বাসে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এই যুবকটি তার নাম সুরেশ কুমার বলেছিল। আসলে আসিফ যুবতীকে লাভ জিহাদে ফাঁসানোর জন্য নিজের নাম পাল্টে সুরেশ কুমার বলেছিল। যাতে তার ধর্ম যুবতী বুঝতে না পারে। একইসাথে সে মেয়েটির বন্ধু হওয়ার চেষ্টা করতে থাকে। যুবতী আসিফের প্রেম প্রস্তাবকে না করে দেয়। এরপর আসিফ কোনো বাহান দিয়ে পেট্রোল পাম্প এর সামনে যুবতীকে ডাকে। সেখানে আগে থেকেই একটা গাড়ি উপস্থিত ছিল। গাড়ির মধ্যে আগে থেকে এক মহিলা ও অন্য ব্যাক্তি উপস্থিত ছিল। এখান থেকেই জোর করে যুবতীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। মহম্মদ আসিফ ও তার সাথীরা যুবতীকে ধর্ষণ করে ৬৬ টি ভিডিও ক্লিপ করে। ভিডিওগুলি দেখিয়ে যুবতীর থেকে বহুবার টাকা নেওয়া হয়। যুবতীকে আসিফের কথা না শুনলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। উদ্যোগ নগর পুলিশ এ মামলায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ভিডিও ক্লিপ এর মাধ্যমে ব্ল্যাক মেলিং করে মহম্মদ আসিফ যুবতীর থেকে ২৫ হাজার টাকা আদায় করছে। পুলিশ জানিয়েছে যে যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসিফের সাথে এক মহিলাও এই ব্ল্যাক মেলিং কাণ্ডে যুক্ত ছিল। মহিলাটি বার বার ভুক্তভোগী যুবতীকে ফোন করে হুমকি দিত। একবার যুবতী কলেজ যাওয়ার জন্য বাসের অপেক্ষারত ছিল, সেখানে ওই মহিলাটি এসে বলতে থাকে যে এই মেয়েটি কলেজ যায় না, হোটেল যায়। যুবতীর থেকে টাকা আদায় করার জন্য নানাভাবে ব্ল্যাকমেলিং করা হতো। আসিফ যুবতীকে বলতো যে, সে এইরকম আরো অনেক মেয়েকে ফসিয়েছে কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। অর্থাৎ নিজের ধর্ম লুকিয়ে, নিজেকে হিন্দু বলে মেয়েদের লাভ জিহাদে ফাঁসানো। না হলে অপহরণ করে ধর্ষণ ও তারপর ব্ল্যাক মেলিং করে টাকা আদায়।প্রসঙ্গত স্মরণ করিয়ে দি, পশ্চিমবঙ্গের গঙ্গারামপুরে এমন ঘটনা ঘটিত হয়েছিল। সেখানে লাভ জিহাদে অসফল হয়ে কট্টরপন্থী যুবতীর ধর্ষণ ও হত্যা করেছিল। Aajkaal
দেশে কট্টরপন্থীদের হাত থেকে হিন্দু যুবতীরা কতটা সুরক্ষিত তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজস্থানে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রেও অপরাধী কট্টরপন্থী হওয়ায় মিডিয়া খবরটিকে গোপন করার জন্য নেমে পড়েছে। ভুক্তভোগী যুবতী বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে জোর করে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসিফ খিরোদ-ঝুনঝুনুর বাসিন্দা।Continue reading “দেশে কট্টরপন্থীদের হাত থেকে হিন্দু যুবতীরা কতটা সুরক্ষিত তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজস্থানে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রেও অপরাধী কট্টরপন্থী হওয়ায় মিডিয়া খবরটিকে গোপন করার জন্য নেমে পড়েছে। ভুক্তভোগী যুবতী বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে জোর করে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসিফ খিরোদ-ঝুনঝুনুর বাসিন্দা। সুরেশ বলে মেয়েটির কাছে নিজের পরিচয় প্রকাশ করেছিলেন আসিফ। যুবতীকে নেশা জাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণ করে আসিফ ও তার সাথীরা। যুবতীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যুবতী জানিয়েছে যে, সে পড়াশোনার জন্য বাসে আসা যাওয়া করতো। সেই সময় বাসে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এই যুবকটি তার নাম সুরেশ কুমার বলেছিল। আসলে আসিফ যুবতীকে লাভ জিহাদে ফাঁসানোর জন্য নিজের নাম পাল্টে সুরেশ কুমার বলেছিল। যাতে তার ধর্ম যুবতী বুঝতে না পারে। একইসাথে সে মেয়েটির বন্ধু হওয়ার চেষ্টা করতে থাকে। যুবতী আসিফের প্রেম প্রস্তাবকে না করে দেয়। এরপর আসিফ কোনো বাহান দিয়ে পেট্রোল পাম্প এর সামনে যুবতীকে ডাকে। সেখানে আগে থেকেই একটা গাড়ি উপস্থিত ছিল। গাড়ির মধ্যে আগে থেকে এক মহিলা ও অন্য ব্যাক্তি উপস্থিত ছিল। এখান থেকেই জোর করে যুবতীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। মহম্মদ আসিফ ও তার সাথীরা যুবতীকে ধর্ষণ করে ৬৬ টি ভিডিও ক্লিপ করে। ভিডিওগুলি দেখিয়ে যুবতীর থেকে বহুবার টাকা নেওয়া হয়। যুবতীকে আসিফের কথা না শুনলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। উদ্যোগ নগর পুলিশ এ মামলায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ভিডিও ক্লিপ এর মাধ্যমে ব্ল্যাক মেলিং করে মহম্মদ আসিফ যুবতীর থেকে ২৫ হাজার টাকা আদায় করছে। পুলিশ জানিয়েছে যে যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসিফের সাথে এক মহিলাও এই ব্ল্যাক মেলিং কাণ্ডে যুক্ত ছিল। মহিলাটি বার বার ভুক্তভোগী যুবতীকে ফোন করে হুমকি দিত। একবার যুবতী কলেজ যাওয়ার জন্য বাসের অপেক্ষারত ছিল, সেখানে ওই মহিলাটি এসে বলতে থাকে যে এই মেয়েটি কলেজ যায় না, হোটেল যায়। যুবতীর থেকে টাকা আদায় করার জন্য নানাভাবে ব্ল্যাকমেলিং করা হতো। আসিফ যুবতীকে বলতো যে, সে এইরকম আরো অনেক মেয়েকে ফসিয়েছে কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। অর্থাৎ নিজের ধর্ম লুকিয়ে, নিজেকে হিন্দু বলে মেয়েদের লাভ জিহাদে ফাঁসানো। না হলে অপহরণ করে ধর্ষণ ও তারপর ব্ল্যাক মেলিং করে টাকা আদায়।প্রসঙ্গত স্মরণ করিয়ে দি, পশ্চিমবঙ্গের গঙ্গারামপুরে এমন ঘটনা ঘটিত হয়েছিল। সেখানে লাভ জিহাদে অসফল হয়ে কট্টরপন্থী যুবতীর ধর্ষণ ও হত্যা করেছিল। Aajkaal”
Google crawled links
https://www.indiatoday.in/fact-check/story/fact-check-viral-images-of-kashmiris-smiling-at-security-forces-are-years-old-1579852-2019-08-12https://www.indiatoday.in/amp/fact-check/story/fact-check-viral-images-of-kashmiris-smiling-at-security-forces-are-years-old-1579852-2019-08-12https://aajtak.intoday.in/lite/story/fact-check-jammu-kashmir-article-370-indian-security-forces-smiling-1-1110032.htmlhttps://aajtak.intoday.in/story/fact-check-jammu-kashmir-article-370-indian-security-forces-smiling-1-1110032.htmlhttps://www.aajtaklite.com/story/1110032https://m.publicvibe.com/city/kolkata/latest/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BEhttps://m.publicvibe.com/redirect.php?postId=1530524601012653729http://stg.newspointapp.com/bengali-news/publisher-banglahunt-bengali/entertainment/problem-working-salman-former-lover-aishwarya/articleshow/145048205af9889407a23b3f0d6fd29c7e031ad6http://stg.newspointapp.com/bengali-news/publisher-banglahunt-bengali/sports/bolt-still-cherishing-dream-manchester-united/articleshow/1450482079593474ecfb78280d97d19d78cf3894https://www.youtube.com/channel/UChu9XfMGcw0xZxaOmdNeXAAhttps://www.youtube.com/channel/UChu9XfMGcw0xZxaOmdNeXAA/channels?disable_polymer=1https://www.similarweb.com/website/ws.irib.irhttps://www.similarweb.com/website/d30fl32nd2baj9.cloudfront.nethttps://www.reddit.com/r/india/comments/7yeasr/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%AF_%E0%A6%A6%E0%A6%B2_%E0%A6%A8%E0%A7%9F_%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0_%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%95%E0%A6%87_%E0%A6%AD%E0%A7%9F_%E0%A6%AA%E0%A6%9A%E0%A6%9B_%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%B2/https://www.reddit.com/r/india/comments/7q46vg/%E0%A6%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A6%B0_%E0%A6%97%E0%A6%A8%E0%A6%A7%E0%A6%B0_%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%AF_%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A8_%E0%A6%95%E0%A6%A8_%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A8/https://www.newspointapp.com/bengali-news/publisher-banglahunt-bengali/top-news/rhythm-continues-harry-kane-england-reached-last-round/articleshow/145048200bfffcf374111ba3f14f6bde0837b36ehttps://news.google.com/publications/CAAqKQgKIiNDQklTRkFnTWFoQUtEbUpoYm1kc1lXaDFiblF1WTI5dEtBQVAB?hl=bn&gl=BD&ceid=BD%3Abnhttps://news.google.com/articles/CBMiMWh0dHBzOi8vYmFuZ2xhaHVudC5jb20vcmFmYWlsLWlzLWNvbWluZy1pbi1pbmRpYS_SATVodHRwczovL2JhbmdsYWh1bnQuY29tL3JhZmFpbC1pcy1jb21pbmctaW4taW5kaWEvYW1wLw?hl=bn&gl=BD&ceid=BD%3Abnhttps://www.alexa.com/siteinfo/banglahunt.comhttps://r.search.yahoo.com/_ylt=AwrxgKI2Tl5dRiYA8QW7HAx.;_ylu=X3oDMTBycWJpM21vBGNvbG8Dc2czBHBvcwMxBHZ0aWQDBHNlYwNzcg–/RV=2/RE=1566490295/RO=10/RU=https%3a%2f%2fbanglahunt.com%2f/RK=2/RS=EHiW4sH10sZJF6X_vaJNNOfbd1M-