ব্রেকিং খবর: সরানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী-কে, নতুন রাজ্যপাল হলেন …Bangla Khabar

দেশ জুড়ে বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপালদের বদলি করা হল। মধ্যপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দি বেন প্যাটেলকে এবার উত্তর প্রদেশের দ্বায়িত্ব দেওয়া হল। আরেকদিকে বিহারের রাজ্যপাল লালজি টন্ডন কে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে স্থানান্তরিত করা হয়েছে।

পশিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি এর যায়গায় জগদীপ ধানখর কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরায় রমেশ ব্যাস কে রাজ্যপালের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ফাগু চৌহান-কে বিহারের রাজ্যপাল আর এন রবি-কে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
Bangla Khabar

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started