আজ কি সাংসদে ভূমিকম্প আনতে সক্ষম হবেন রাহুল গান্ধী!!

আজ সাংসদে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আনবে যার উপর চলবে দোষারোপ করার বিতর্ক। তবে এই অবিশ্বাস প্রস্তাবের উপর এমন একটা প্রশ্ন উঠে এসেছে যা কংগ্রেসকে চিন্তায় ফেলেছে। আসলে রাহুল গান্ধীর দাবি ছিল যে তাকে সাংসদে বলার সুযোগ দেওয়া হয় না। যদি তিনি সাংসদে বলার সুযোগ পান তাহলে ভূমিকম্প চলে আসবে। তাই প্রশ্ন আসছে আজ কি রাহুল গান্ধী সাংসদে ভূমিকম্প আনতে সক্ষম হবেন? শুধু এই নয় রাহুল গান্ধীর দাবি ছিল যদি তাকে ১৫ মিনিট সময় দেওয়া হয় সাংসদে বলার তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে থাকতে পারবেন না।

যদিও তার পরে মোদী সরকারও রাহুলের উপর কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন আপনি ১৫ মিনিট যেকোনো সভাতে যেকোন ভাষাতে সেটা হিন্দি হোক বা আপনার মাতৃভাষা হোক, আপনি কোনো কাগজ না দেখে বলে দেখান। আপনাদের জানিয়ে রাখি রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হলেও কোনো সভায় কাজগ না দেখে বক্তিতা দিতে পারেন না সেই ভিত্তিতেই রাহুল গান্ধীর উপর চ্যালেঞ্জ ছুড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সাংসদে কংগ্রেস তাদের বক্তব্য রাখার জন্য ৩৮ মিনিটের সময় পাবে। রাহুল চাইলে ১৫ নয় পুরো ৩৮ মিনিট নিজে বক্তিতা রাখতে পারেন। তবে এই অবিশ্বাস প্রস্তাবে কংগ্রেস মোদী সরকারের একটা চুলও বাঁকা করতে পারবে না বলে দাবি বিশেষজ্ঞদের কারণ মোদী সরকারের কাছে বিধায়কের সংখ্যা অনেক বেশি এবং অন্যদিকে শিবসেনাও অবিশ্বাস প্রস্তাবে কোনো অংশগ্রহন করবে না যার কারণে বিজেপিকে মাত দেওয়া অসম্ভব।

from India Rag https://ift.tt/2LuW5v6
24 ghanta

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started