এবার চাপে মমতা তৃণমূলের এক বড় নেতা এবার তৃণমূল ছাড়তে চলেছে…!

সুপ্রভাত ডিজিটাল: এবার তৃণমূল এর এক বড় নেতা তৃণমূল ছাড়তে পারে। তিনি আর কেউ না কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিছুদিন ধরেই এমন খবর আসছিল, এই খবরকে আরো পাকা করলেন শোভন চট্টোপাধ্যায় নিয়েই। 
আসল ঘটনাটি ঘটে এই দিন কিছু কাউন্সিলর আবেদনে সইয়ের জন্য যান কিন্তু সেই আবেদনে সই না করে তাদের ফিরিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি কাউন্সিলরদের বলেন আমি আর তোদের নেতা নই। সই আমি আর করব না। 
এমন মন্তব্য আসার পর থেকেই কলকাতার রাজনীতি খুব গরম। তাহলে তিনি কি দল পাল্টাতে চলেছে এমন ইঙ্গিত তিনি নিজেই দিলেন। সূত্রেও খবর, খুব তারাতারি শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়তে পারে এবং নতুন কোনো দলের সাথে যুক্ত হতে পারেন। বর্তমানে বিজেপি ছাড়া আর কোনো ভালো বিকল্প নেই তাই মনে করা হচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।  

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started