আবর্জনা নিয়ে এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ..

সুপ্রভাত ডিজিটাল: আবার এক নতুন পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর সাথে সাথে দেশবাসীকেও অবাক করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ‘সচ্ছ ভারত অভিযান’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অসাধারণ পদক্ষেপ নিলেন যোগী ।

আসল ঘটনাটি হলো যোগী উত্তরপ্রদেশের রাজধানী শহরকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এই পদক্ষেপ। লখনউকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আবর্জনা ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনের বিশেষত্ব এই যে, এই মেশিনে আপনি আপনার অপ্রয়োনজনীয় কোনো বস্তু ফেললে তার জন্য কিছু মূল্য পাবেন।
 বর্তমানে এর নাম আবর্জনা ATM, এই মেশিনের ফলে সাধারণ মানুষেও খুব উপকার হবে। মেশিনে আধার কার্ড রিডার লাগানো আছে যাতে আবর্জনা ফেলার ব্যক্তিটির পরিচয় মেশিন বুঝতে পারবে। এই মেশিনে ২০০ মিটার রেঞ্জ এ Wifi এর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।এই মেশিনে একটি প্লাস্টিক বোতল ফেললে ১ টাকা এবং একটা কাঁচের বোতল ফেললে ২ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।এই মেশিন উত্তরপ্রদেশের প্রত্যেক গ্রাম, শহরে লাগানো হবে।


***********©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
supravat

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started