বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয় যেন চায় বাংলাদেশ, দেখুন চাঞ্চলকর তথ্যটি..

সুপ্রভাত ডিজিটাল: এবার বাংলাদেশও চায় ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হয় যেন বিপ্লব দেব। শুনতে কেমন লাগলেও এটাই সত্যি, আসল কারণটি হলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে পাকাপাকিভাবে ত্রিপুরায় চলে এসেছিলেন বিপ্লব দেবের মা ও বাবা। 
বাংলাদেশের সংবাদ সুত্রের খবর বাংলাদেশের কচুয়ায় এখনও বিপ্লব দেবের আত্মীয়স্বজন থাকেন। কচুয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও তার কাকা যানান মুক্তিযুদ্ধের সময় বিপ্লব দেবের মা ও বাবা ভারতে চলে আসেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি বিজেপি তাকে ত্রিপুরার বিজেপি সভাপতির দায়িত্ব দেয়। 
মাত্র দুই বছরে ত্রিপুরাকে তিনি বদলে দিলেন। তাই ওনাকে নিয়েই এখন মুখ্যমন্ত্রী করার কথা শোনা যাচ্ছে। তিনি বাংলাদেশে গতবছর আওয়ামি লিগের কেন্দ্রীয় কাউন্সিলে বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে ঢাকায় গিয়েছিলেন এবং তিনি তার ভিটেমাটি বাড়িতেও গেছিলেন।
Today Bengali News

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started