সানি লিওন আজ এক নতুন মানবিকতার পরিচয় দিলেন..

একটি কন্যা সন্তানের পর এবার দু’টি যমজ ছেলের বাবা মা হলেন ড্যানিয়েল ওয়েবার ও সানি লিওন। সানি ও তাঁর স্বামী ন’মাস আগেই দত্তক নিয়েছিলেন একটি কন্যা সন্তান। এবার তাঁরা সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের অভিভাবক হলেন।
সোমবার ইনস্টাগ্রামে তাঁরা তাদের তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেছেন। ছবি ক্যাপশনে সানি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগেই আমাদের ছেলেদের জন্ম। ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখে ছিলেন। এখন আমরা তিন সন্তানের গর্বিত বাবা-মা…’। 
আসলে বিয়ের প্রায় ছ’বছর পর মহারাষ্ট্রের লাতুর এলাকার চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি থেকে ২০১৭-র ২১ জুলাই প্রথম সন্তান দত্তক নিয়েছিল।তাঁর প্রথম মেয়ে সন্তানের নাম রাখেন নিশা কওর ওয়েবার। সানি ছবি শেয়ার করে জানিয়েছেন তাঁদের দুই ছেলের নাম হচ্ছে আশার সিংহ ওয়েবার ও নোয়া সিংহ ওয়েবার।
24 Ghanta Live News

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started