সরকার, প্রশাসন ও মায়ের চেষ্টাতে জঙ্গি ছেলে ফিরে এল বাড়িতে..

মায়ের ডাকে সাড়া দিয়ে অস্ত্র ত্যাগ করে ঘরে ফিরল জঙ্গি ছেলে। ঘটনাটি ঘটে কাশ্মিরে কিন্তু 

যুবক ও তার পরিবারের নিরাপত্তার জন্য পরিচয় প্রকাশ করা হয়নি।গত একমাসে চারজন বিপথগামী যুবক হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে। 

গত বছর থেকে প্রায় ১২ জন যুবক অস্ত্র ছেড়ে মৌলবাদী ছেড়ে সমাজের ফিরেছে। বিধান পরিষদে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন গত একমাসে চারজন বিপথগামী যুবক হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে।তিনি যোগ করেন, যারা আসেনি তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা চলছে। তিনি যোগ করেন, যুবকদের চরমপন্থা ও মৌলবাদের রাস্তা অনুসরণ করা রুখতে তাঁর সরকার একাধিক গঠণমূলক পদক্ষেপ নিয়েছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started