Big Breaking: ১০৯ কোটি টাকার ব্যাঙ্ক ঘোটালা করলো এবার এই কংগ্রেস জামাই..

এবার কংগ্রেস পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঘোটালা। আসল ঘটনাটি হলো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং,ওনার জামাই এর বিরুদ্ধেই এমন অভিযোগ উঠলো। 

১০৯ কোটি টাকা ঋণ না শোধ করার অভিযোগে যুক্ত এফআইআর-এ নাম রয়েছে এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিংহ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গুরপাল সিংহ এবং সিএফও, এছাড়াও রয়েছে অনেকে। এই সংস্থার ১১% শেয়ার পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং এর জামাই এর। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দাবি ২০১১ সালে কিছু চাষিদের টাকা দেওয়ার কথা বলে ১০৯ কোটি টাকা ঋণ নেয় সিমভাওলি সুগার্স।

যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। এবং কেওয়াইসিও করা হয়। চাষিদের নামে নেওয়া সব টাকাই নিয়ে নেয় সুগার্স কোম্পানি। বর্তমানে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সিবিআইকে তদন্ত জন্য অনুরোধ করে এবং সিবিআই এই মাবলাটি নিয়ে তদন্ত শুরু করে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started