স্যালুট এই মহিলাকে, আজ শহীদ সেনা স্ত্রী যা করে দেখালেন..

সুপ্রভাত ডিজিটাল: কুমুদ ডোগরা যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানোর চেয়ে, এই সাহসিকতা যে কোনও অংশে কম নয়, কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ডি ভটসের সঙ্গে সেদিন বায়ুসেনার বিমানে ছিলেন জয় পল সিংহ।

 বায়সেনার জোরহাট স্টেশন থেকে তাঁরা ওড়েন কিন্তু বিমানটি দুই আসন বিশিষ্ট ছিল তার বায়ুসেনা দেখভাল করা সবচেয়ে ছোট বিমানের অন্যতম ছিল এটি যান্ত্রিক ত্রুটির কারণে অসমের মাজুলি দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি।এরপর স্বামীকে শেষবিদায় জানাতে সদ্য মা হওয়া মেজর কুমুদ সেনার ইউনিফর্মে হাজির হন শেষযাত্রায়, সঙ্গে আনেন তাঁর পাঁচ দিনের শিশুকন্যাকে। ভারতের এই গর্বিত বীরদের জন্যই আজ ভারত এত শক্তিশালী। 

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started