মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। দেখুন কিভাবে সাংবাদিকে কড়া জবাব দিলেন বাবা রামদেব..

মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন বাবা রামদেব। তিনি বলেন মোদী বলতে তিনি শুধু নরেন্দ্র মোদীকেই চেনেন আর কাউকে না।
রামদেবকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে, দেশের তিন মোদীর দুর্নীতি জন্য দেশ বিপাকে অর্থাত তিন মোদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএনবি প্রতারণা কাণ্ডের নীরব মোদী এবং আইপিএল কাণ্ডের ললিত মোদী। 
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না, দেশের উন্নতিতে খুব ভাল কাজ করে চলেছে নরেন্দ্র মোদী এবং ওনার নাম ইতিহাসে তোলা থাকবে। ভারতকে প্রগতিশীল তৈরী করতে এমন মোদী দরকার যে দেশকে রক্ষা করবে। এর সাথে তিনি বলেন যারা দেশের টাকা চুরি করে পালিয়েছে তাদের ঠিক প্রধানমন্ত্রী মোদী ধরে আনবেন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started