সমীক্ষা বলছে ,গরিব দিদির সাংসদরা কোটিপতি! কিন্তু কিভাবে ?

মুখ্যমন্ত্রীর সাংসদরা কোটিপতি এমন কথা উঠে এল একটি সমীক্ষা থেকে। সমীক্ষাটি করে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর), বর্তমানে দেশের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিয়ে সমীক্ষা চালায় তাই এবার পশ্চিমবঙ্গের পালা।

পশ্চিমবঙ্গের ধনী সাংসদদের তালিকায় রয়েছে অনেক তার মধ্যে সবাই মুখ্যমন্ত্রীর দলের নেতা। রিপোটে বলা হচ্ছে ত্রিপুরার মানিক সরকারের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী, ওনার মোট সম্পতি ৩০ লক্ষ টাকা।এবার পালা ওনার সাংসদের, বর্তমানে পশ্চিমবঙ্গে ৫৭ জন সাংসদের মধ্যে কোটিপতি সাংসদের সংখা ৩৫ জন।এর মধ্যে ২৯ জনই তৃণমূলের সাংসদ।

Anandabazar Patrika

কোটিপতি তালিকায় সবথেকে প্রথমে রয়েছেন তৃণমূল সাংসদ কে ডি সিংহ তাঁর সম্পত্তি ৮৩ কোটি টাকা ও তার পর রয়েছেন অভিনেতা দেব ওনার সম্পত্তি ১৫ কোটি টাকা এবং সবথেকে কম সম্পত্তি ররেছে ঝাড়গ্রামের উমা সোরনের, ৪.৯৯ লক্ষ টাকা। এই সমীক্ষায় মামলায় অভিযুক্ত সাংসদের মধ্যে রয়েছেন তাপস পাল ৪ টি মামলা এবং কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ১৬ টি মামলা।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started