রাজনীতির বর্তমান ভাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!! পুরো বিসয়টি পড়ুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি যানান..

এমন এক সময় ছিল যে সময় সারা বিশ্বে ভারতের স্থান অনেকটা নড়বড়ে ছিল। কিন্তু বর্তমান সরকার আসার পর তা পূরণ হয় এক শক্তিতে যা এখন সারা বিশ্বে রাজ করছে,তিনি আর কেওনা তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নাম এখন বিশ্বের সব বড় বড় দেশে।

তিনি ভারতকে বিশ্বের দরবারে এমন ভাবে দেখিয়েছেন তার পর সারা বিশ্ব এখন ভারততের মতে চলতে চাই।নরেন্দ্র মোদী হলো বর্তমান রাজনীতির এক ভাসা যা বলে বোঝানো যায়না। বর্তমান রাজনীতিতে তার বিকল্প নেই বা বলা যেতে পারে তাকে টক্কর দেবার মতো কেও নেই।মোদী ম্যাজিক এই ভাসা তার কর্ম ও কার্যক্রমের কেন্দ্রে। এই ম্যাজিক তৈরি করতে হিমসিম খায় সব রাজনেতা কিন্তু তিনি করে দেখিয়েছেন,তার ব্যক্তিত্ত এমন যা সাধারন মানুসের মন কেড়ে নেয়।আর তাকে পেয়ে উল্লাসে মাতোয়ারা গোটা বিজেপি দল।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started