প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্তাইন সফরে গিয়ে রাজকীয় সংবর্ধনা পেলেন নরেন্দ্র মোদী। ভারত ও প্যালেস্তাইনের সম্পর্কে উন্নতির জন্য সেদেশের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস গ্র্যান্ড কলারে সম্মাননা জানালেন ভারতের প্রধানমন্ত্রীকে।
এত বড় দেশের নেতা তিনি তার তো সাগতম হবে ভালো করে সবাই জানত, কিন্তু তার পর ওপ্যালেস্তাইন যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে তাদের সব থেকে বড় সন্মান জানান তাতে ভারতীয়দের গর্বিত হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বলেন আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত ও তার সঙ্গে ভারতকেও ধন্যবাদ। ভারত সবসময় প্যালেস্তাইনের শান্তির পক্ষে পাশে দাঁড়িয়েছে। আমরা সবসময় আলোচনার জন্য তৈরি রয়েছি। এক্ষেত্রে ভারতের উপরে সবসময় ভরসা রেখেছি।প্যালেস্তাইন ও এখন ভারতের হাত ধরে চলতে চায়।
