PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা, দেখুন কি করে তা পাবেন..

মেধাবী ছাত্রদের স্কলারশিপ নিয়ে এক বড় সিধান্ত নিল কেন্দ্রীয় মন্তক। PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা গবেষণা করার জন্য।  আসল কারণটি হলো মেধাবী ছাত্রদের বিদেশে না গিয়ে ভারতে পরার জন্য এমন কদম ভারত সরকারের। IIT, IISER, NIT এর মতো প্রতিষ্ঠান গুলিতে এমন সুযোগ পাওয়া যাবে।দেশের ছাত্রদের দেশে থাকার জন্য এমন ব্যবস্তা এই প্রতিষ্ঠান গুলোর।যাতে পিএম রিসার্চ ফেলোশিপ ও পিএআরএফ নিয়ে পড়াশোনা করা যায়।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started