হজ যাত্রার ভর্তুকি প্রত্যাহার করে সেই টাকা মুসলিম মহিলাদের শিক্ষাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর তৃণমূল সরকার।পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম বিরোধিতা করে বলেছেন, এই ভর্তুকি বন্ধ করলে বিপদে পড়বেন অনেক গরিব ধর্মপ্রাণ মুসলিম।আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান ও পশ্চিমবঙ্গের লাগোয়া দেশ বাংলদেশও হজের জন্য ভর্তুকি দেওয়া হয় না। শুধু মাত্র ভারতেই চালু ছিল এই নিয়ম।কেন্দ্র সরকার এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বন্ধ করলো সেই ভর্তুকি।আপনাদের জানিয়ে দি, দিন কয়েক মেহরাম বা পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলাদের হজযাত্রা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।সেই সঙ্গে এখন থেকে ৪৫ বছরের বেশি বয়সি মুসলিম মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া দলবদ্ধভাবে হজে যেতে পারবেন।অবশ্য এব্যাপারে সিপিএম সংসদ মোহম্মদ সেলিম কেন্দ্র সরকারকে স্বাগত জানিয়েছেন।এর আগেও মোদী সরকারের আনা তিন তালাক আইনের বিরোধিতা করেছিল তৃণমূল।
Source
