ইজরায়েলের সাথে ভারত স্বাক্ষরিত করতে যাচ্ছে এমন কিছু চুক্তি! যা দেখে হতাশ পাকিস্তান ও চিন।

ইজরায়েরেল প্রধানমন্ত্রী ৬ দিনের জন্য ভারত সফরে এসেছেন।এই ৬ দিনে ইজরায়েল এবং ভারতের মধ্যে অনেককিছু বোঝাপড়া এবং বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।জানা গেছে ভারত ইজরায়েল থেকে আন্টি ট্যাংক গাইডেড মিসাইল ক্রয় করার চুক্তি সাক্ষর করবেন।এই ক্রয় ইজরায়েল সরকার এবং ভারত সরকারে মধ্যে সরাসরি হবে।গত বছর মোদীজি যখন ইজরায়েল গিয়েছিলেন তখন ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং উনার মধ্য খুব ভালো বন্ধুত্বপূর্ণ সমপর্ক গড়ে উঠেছিল।বেঞ্জামিন নেতাইয়াহু মোদীজির জন্য একটি বিশেষ উপহার এনেছেন বলে জানাগিয়েছে।জানা গেছে বেঞ্জামিন ইয়াহু মোদীজির জন্য সমুদ্র এর জল পরিষ্কার করার এক বিশেষ গাড়ি উপহার এনেছেন।

ইজরায়েল সফর কালে মোদীজি সমুদ্রতীর এইরকম এক গাড়িতে ঘুরে ছিলেন এবং বেঞ্জামিন সেই গাড়ি দ্বারা পরিষ্কৃত জল মোদীকে দিয়েছিলেন।আপনাদের জানিয়ে রাখি এক আধিকারিক সূত্রে খবর পাওয়া গেছে সরকার বর্তমানে ইজরায়েলের থেকে মিসাইল কেনার চিন্তাভাবনা শুরু করেছে। ভারত ও ইজরায়েলের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো ছিল কিন্তু মোদীজির ইজরায়েল সফর এবং ইজরায়েলর প্রধানমন্ত্রীর ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হলো।জানা গেছে ভারত এর সাথে ইজরায়েলের এত ভালো সম্পর্ক ভালো নজরে দেখছে না চিন এবং পাকিস্তান।চিন এবং পাকিস্থানের মিডিয়া এই বিষয় স্বীকার করেছে।
24 ghanta

Source

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started