RTI জবাব দিলো ,মোদীজির পোশাকে সরকারের খরচা কত?? যেটা আপনাদের অবশ্যই জানা উচিত !!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে বিরোধীদের মধ্যে এই নিয়ে,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর যখন সুযোগ পান তখুনি এই বিসয়টি তোলেন। সম্প্রতি এক আরটিআই আবেদনের জবাবে এই নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে,এখানে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে তিনি তার জামা কাপড়ের খরচ নিজেই বহন করেন প্রধানমন্ত্রী।
সরকারি খরচে নয় তিনি সবসময় নিজের বেতন থেকেই যাবতীয় পোশাক কেনেন। প্রধানমন্ত্রী এই জবাব এর পর মনে হয় বিরোধীদের একটি অস্ত্র ভোঁতা হয়ে গেল,প্রধানমন্ত্রী বরাবর তিনি পরিস্কার থাকা পছন্দ করেন,তিনি বরাবরই পরিচ্ছন্ন পোশাক পরতে পছন্দ করেন তার অগোছাল থাকা পছন্দ নয়,এই কারণেই তিনি এমন পরিস্কার পরিচ্ছন্ন থাকেন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started