অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিভেদ নিয়ে রাখলেন বড় মন্তব্য ! বললেন..

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রুবার কর্নাটকে এক সভা করেন।সভায় নরেন্দ্র মোদী বলেন,”কিছু লোক দেশকে বিভক্ত করার চেষ্টা করছেন।কিন্তু আমাদের দেশের তরুণরা ওইসব দেশদ্রোহীদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন।দেশের তরুণদের বিভ্রান্ত করা এত সহজ নয়।আমাদের জাতির বিষকে শেষ করতে হবে।” মোদীজি  বলেন,” বিবেকানন্দ একজন যোদ্ধা সন্ন্যাসী ছিলেন।উনি জাতির বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।স্বামীবিবেকানন্দ বলেছিলেন আমাদেরকেই  জাতির বিষ অপসারণ করতে হবে। ” উনি আরো বলেন, “এটা আমাদের সমাজের একটা বৈশিষ্ট যে,যখনই কোনো খারাপ জিনিস এসেছে,তখনই কেউ না কেউ এই খারাপ জিনিসের সংস্কারের জন্য নেমে পড়েছেন।” “দেশের সেবার জন্য নিয়োজিত প্রত্যেকটা মানুষই স্বামী বিবেকানন্দের ছোট রূপ। যারা দলিত,পীড়িত,শোষিত এবং বঞ্চিত মানুষদের জন্য কাজ করছেন তারা প্রত্যেকেই বিবেকানন্দের ছোট রূপ এবং এরাই বিবেকানন্দের স্বপ্নকে পূরণ করার সিপাহী” – বলেন মোদীজি।মোদীজি বলেন,”ভারতের এক রূপ ছিলেন বিবেকানন্দ,ভারতের সুখদুঃখকে  নিজের মনে করতেন সেই মহাপুরুষ ছিলেন বিবেকানন্দ,যদি বিবেকানন্দকে মানতে চান তাহলে ভারতের জাতিবিদ্বেষ,জাতিভেদের বিষকে শেষ করতে হবে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started