আঁচলকে হাত ধরে বিশ্বে নতুন খাতা খুলল ভারত,অভিনন্দনে প্রধানমন্ত্রীর মোদী কি বললেন জানুন…

হিমাচল প্রদেশের আঁচল ঠাকুরের এই অভূতপূর্ব কীর্তির পর স্বয়ং নরেন্দ্র মোদী লিখেছেন, “স্কিং প্রতিযোগিতায় আন্তর্জাতিক পদক জয়ের জন্য তোমাকে অভিনন্দন। তুরস্কে এফআইএস আন্তর্জাতিক স্কিং প্রতিযোগিতায় তোমার এই জয় দেশকে গর্বিত করেছে। আরও এগিয়ে যাও,প্রধানমন্ত্রী এর কাছ থেকে এমন অভিনন্দন সুনে সেও খুব খুসি হয় এবং তার বাড়ির লোকজনও, আর শৈল কন্যার হাত ধরেই আন্তর্জাতিক স্কি প্রতিযোগিতায় এই প্রথম পদক জিতল ভারত। পদক জয়ের পর টুইটে আঁচল নিজের অভিব্যক্তি জানিয়ে লিখেছেন, “অবশেষে অভূতপূর্ব কিছু ঘটল। আমার প্রথম আন্তর্জাতিক পদক জয়।এর সাথে ভারতের এক নতুন যুগ শুরু হলো যা সবার মনে থাকবে। 

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started