নিজের ফাদে নিজেই জড়িয়ে পরে এখন হাবুডুবু রাহুলের, তারপর কি বললেন রাজ্যসভার চেয়ারম্যান দেখুন…

নিজের পায়ে নিজেই কুরুল মারলেন রাহুল গান্ধী নিজেই তার কারণ তিনি নিয়েই বলেছিলেন ভারতের কোনো মন্ত্রীকে অপমান করা হবে না,তা সত্তেও তিনি নিজেই এক কান্ড করে বসলেন,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনতে লোকসভার অধ্যক্ষের কাছে প্রস্তাব পাঠালেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন বিজেপির সদস্য ভূপেন্দ্র যাদব স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।
রাহুল গান্ধী অর্থমন্ত্রী অরুন জেটলির পদবীকে ব্যাঙ্গ করে জেইটলাই বলেছিলেন বলেছিলেন রাজ্যসভার তারই পতিবাদে ভূপেন্দ্র যাদব স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন,এর পর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, স্বাধিকার ভঙ্গের নোটিশ পরীক্ষা করা হবে। পরীক্ষা করে তিনি তাঁর মতামত দেবেন,এই নিয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কংগ্রেস এখুন নিচ রাজনীতির শিখরে তাই তাদের সভাপতির মুখে দেশের অর্থমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started