বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ধস নামালেন এক মুসলিম মহিলা..দেখুন ভিডিও।

যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির ততোই তাদের শিকড় মজবুত করছে।তারই প্রমান মিললো আবারও।আসলে কিছুদিন আগেই তিন তালাক নামক নোংরা কুপ্রথার বিরুদ্ধে লড়াই করা এক কন্যা, ইসরাত জাহান বিজেপিতে যোগ দিয়েছেন।ইসরাত জাহান এর পর এবার তিন তালাকের বিরুদ্ধে লড়াই করা,তাঁর আইনজীবী নাজিয়া ইলাহি খান যোগ দিলেন বিজেপিতে।
ইসরাত জাহান বাংলারই কন্যা,উনার স্বামী দুবাই থেকে ফোনের মাধমে তিন তালাক দিয়ে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছিলেন ইসরাতকে।এমনকি তাদের বিবাহিত জীবনে ৩ টি কন্যা জন্ম হওয়ার পরেও ইসরাতকে তার স্বামীর ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।এরপর থেকেই শুরু হয় লড়াই,উনার সঙ্গ দেন আইনজীবি নাজিয়া ইলাহি।তবে নাজিয়া ইলাহি আইনজীবি ছাড়াও একজন সামাজিক কর্মী।সেই সূত্রেই তিনি যুক্ত ছিলেন তৃণমুলের সাথে।এমনকি উনাকে বহুবার তৃণমূলের মঞ্চেও দেখা গিয়েছে।
কিন্তু তৃণমূল বার বার ভোটব্যাংক এর লোভে তিন তালাক নিয়ে আইনের বিরোধিতা করেছে।তাই এবার নাজিয়া ইলাহি যোগ দিলেন বিজেপিতে।বৃহস্পতিবার দিন মুরলীধর স্ট্রিটে ইলাহি খানের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।দেখুন ভিডিও-

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started