জঙ্গিস্থান পাকিস্তানকে ভারতের বন্ধু আমেরিকা দিলো বড়সড় ধামাকা…

দীর্ঘদিন থেকেই পাকিস্তানে শিকড় শক্ত করে আসছে হাক্কানি নেটওয়ার্ক, তালিবানি সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সে বিষয়ে পাকিস্তানকে অনেকবার সচেতন করা হলেও জঙ্গিদের উৎপাত রুখতে কোনো ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। এই অভিযোগেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে সব রকমের ‘নিরাপত্তা সহায়তা’ দেওয়া বন্ধ করে দিল।
তথ্য সূত্রে খবর, পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা বাবদ ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে অর্থ সাহায্য সম্পূর্ণ বন্ধ করলো আমেরিকা। টুইট করে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি দমন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “পাকিস্তান সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না।মার্কিন মুলুক সন্ত্রাস দমনে যেভাবে পাকিস্তানকে ক্রমাগত সাহায্য করে চলেছে, সেইভাবে তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না পাকিস্তান।” ফলে যত দিন যাচ্ছে, তত বেশি পাকিস্তান জঙ্গিদের শক্ত ঘাঁটি -তে পরিণত হচ্ছে। সেই কারণেই ট্রাম্প জানিয়েছেন, ইসলামবাদকে নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধ করা হলো। শুধু তাই নয়, আফগানিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংসের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started