মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড।

দেখুন সেই ভাইরাল ভিডিওটি 

                               

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started