চিনের হাত থেকে দেশকে আগলাতে রুখে দাড়াবে উট,কিন্তু কিভাবে পড়ুন এই চাঞ্চল্যকর তথ্যটি..

মরুভূমির জাহাজ হিসেবেই পরিচিতি উট। এবার তাদের দেখা যাবে লাদাখে বরফ ঠান্ডায় অতন্দ্র প্রহরীর ভূমিকায়। সূত্রের খবর, লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা।

এক কুঁজ ও দুই কুঁজ, দু’ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু’ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ভারতে একমাত্র লাদাখের নুব্রা উপত্যকাতেই দুই-কুঁজ উট দেখতে পাওয়া যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই বিকানেরর জাতীয় উট গবেষণা কেন্দ্র থেকে ৪টি এক-কুঁজ লাদাখে নিয়ে এসেছে সেনা। লাদাখে এই পরিকল্পনা সফল হলে ১২ হাজার থেকে ১৫ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এলাকা ও উপত্যকাগুলিতেও ভবিষ্যতে নজরদারি চালাতে উট মোতায়েনের কথা ভাবা হতে পারে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started