পাকিস্তানকে সমর্থন করে এই নেতা যা বললেন শুনলে আপনি রেগে লাল হয়ে যাবেন !!

কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানের দূরব্যবহার করার পর সারা দেশ পাকিস্তানকে নিয়ে সারা দেশের মানুসের রাগ,এর মধ্যে ও কিছু রাজনৈতিক পার্টির সদস্য এমন মন্তব্য করলেন যা খুবই লজ্জা জনক, সপার রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল তিনি বলেন পাকিস্তানের কাছে কুলভূষণ একজন জঙ্গি তাই তারা যা করেছে বেশ করেছে।

দেখুন সেই ভিডিওটি  

আমাদেরও জঙ্গিদের সঙ্গে একইরকম ব্যবহার করা উচিত। তার সাথে তিনি এও বলেন কুলভূষণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এত বাড়াবাড়ি কেন করছে জানি না। পাক জেলে তো আরও কত ভারতীয় নির্যাতনের স্বীকার হচ্ছেন। তাঁদের নিয়ে তো কোনও মাথা ব্যাথা নেই তাদের।সোমবার ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও মা। সাক্ষাতের আগে তাঁদের টিপ, চুড়ি ও মঙ্গলসূত্র খুলতে বাধ্য করে পাক বিদেশমন্ত্রক। খুলে নেওয়া হয় জুতোও। বাকি সরঞ্জাম ফিরিয়ে দিলেও জুতোজোড়া বাজেয়াপ্ত করে পাক কর্তৃপক্ষ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started