সবং উপনির্বাচনে হারলেও একদিকে জয় পেল বিজেপি , জানেন কিভাবে ?

বিজেপি যে দিন দিন পশ্চিমবঙ্গে নিজের শিকড় মজবুত করছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।বিজেপির শক্তিশালী হওয়ার প্রমান আবারও পাওয়া গেল আজকে সবং এর উপনিবাচনে।আগের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৫৬১০ টি ভোট যা এবারে বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭৪৬টি যা শাসক দলের জন্য বড় চিন্তার বিষয়।কারণ সবং এ বিজেপির  কোনো সংগঠন নেই তা সত্ত্বেও ভালো ভোট পেয়েছে বিজেপি এর ভোট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিজেপি সমর্থকেরা বক্তব্য তাহলে গুজরাটে কংগ্রেসের নৈতিক জয়ের পর সবং এ বিজেপির নৈতিক জয় হলো।

আসলে কিছুদিন আগে গুজরাট ভোট কংগ্রেস ভালোভাবে হারার পরও মমতা ব্যানার্জী বলেছিলেন গুজরাটে কংগ্রেসের নৈতিক জয় হলো। যদিও হিমাচল প্রদেশে জেতার বিষয়ে মুখ খোলেননি মমতা ব্যানার্জি। সেটারই উত্তরে কটাক্ষ করে বিজেপি সমথকেরাও জবাব দিতে শুরু করেছে।বিজেপি সমর্থকের বক্তব্য তারা সবং এর ফলাফলে খুশি কারণ সবং বুঝিয়ে দিলো পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বিজেপির দখলে আসছে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started