পশুখাদ্য দুর্নীতি মামলায় আজ কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ?

১৯৯১-১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছিল আরজেডি প্রধানের। এর আগেও তিনি একটি পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন। যার জন্য লালুকে খোয়াতে হয়েছিল লোকসভার সদস্য পদও। এমনকি ভোটে দাঁড়াতেও পারেননি তিনি। আবার তিনি একই কাজে অভিযুক্ত হলেন।

কিছুদিন আগে কংগ্রেস শিবিরে সিবিআই-এর বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা, কানিমঝি সহ ১৭ জন বেকসুর খালাস পাওয়া স্বস্তি মিলেছে। একই রকম ভাবে কাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোকের বিরুদ্ধে ওঠা আদর্শ দুর্নীতি মামলা খারিজ করলো বম্বে হাইকোর্ট। আবার স্বস্তি মেলে কংগ্রেস শিবিরে। আজ পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ানো আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের রায় বেরোবে আদালতে। আজই কি লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হবেন?

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started