ধর্ম পরিবর্তনে সরকারের অনুমতি বাধ্যতামূলক জানুন পুরো তথ্য

লাভ জেহাদ নিয়ে চলা বিবাদের মধ্যেই রাজস্থান হাই কোর্টের নির্দেশ, “জেলাশাসকের নির্দেশ ছাড়া করা যাবে না কোনো ধর্ম পরিবর্তন।” বিচারপতি গোপালকৃষ্ণন লাভ জেহাদ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেন। তিনি এটাও বলেন যে, “এই নির্দেশ ততদিন মোতায়েন থাকবে, যতদিন না রাজ্য সরকার ধর্ম পরিবর্তন নিয়ে কোনো আইন জারী করে।” আরো পড়ুন ~ EVM কারচুপির অভিযোগ করায় “সুপ্রিম কোর্টে ” বড়সড় ধাক্কা খেল কংগ্রেস
হাই কোর্ট যোধপুরের লাভ জিহাদের মামলায় মন্তব্য করেছে, ধর্ম পরিবর্তন এখন ছেলেখেলা হয়ে উঠেছে। যোধপুরের এক পরিবার হাই কোর্টে মামলায় বলেছিল, তাদের মেয়েকে লাভ জেহাদের মাধ্যমে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছিল। হাই কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চান, এগুলো আটকাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। এর উত্তরে সরকার জানান যে, তারা একটি নতুন আইন বানিয়েছেন যা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। এই নির্দেশের পর এবার থেকে জেলাশাসকের অনুমতি ছাড়া কোনো ধর্ম পরিবর্তন করা যাবেনা। তবে খ্রিষ্টান মিশনারীর গুলির উপর এটা কার্যকর হবে কিনা তা দেখার ব্যাপার। কারণ এই মিশনারী গুলির বিরুদ্ধে টাকার বিনিময়ে গরিব হিন্দুদের ধর্ম পরিবর্তনের অভিযোগ আসে।

cource


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started